For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জার্সি উন্মোচনের অভিনবত্বে আইপিএলের বাকি দলগুলিকে টেক্কা রাজস্থান রয়্যালসের

Google Oneindia Bengali News

আইপিএলে গতবার সবার নীচে ছিল রাজস্থান রয়্যালস। ১৪টি ম্যাচ খেলে জয় এসেছিল মাত্র ৬টিতে। খোলনলচে বদলে নিলাম থেকে শক্তিশালী দল গড়ে এবার আইপিএল অভিযানে নামছে সঞ্জু স্যামসনের দল। তবে নতুন মরশুমের জার্সি প্রকাশের নিরিখে অভিনবত্ব এনে বাকিদের এখনও অবধি টেক্কা দিল রাজস্থান রয়্যালস।

জার্সি উন্মোচনের অভিনবত্বে আইপিএলের বাকি দলগুলিকে টেক্কা রাজস্থান রয়্যালসের

রাজস্থান রয়্যালসের শিবির চলছে মুম্বইয়ে। ১২ এপ্রিল সেখানে পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস। জয়পুরে এবার আইপিএলের কোনও ম্যাচ হবে না। তবে সেখানকার সওয়াই মান সিং স্টেডিয়ামেই থ্রি ডি প্রজেকশনে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে হলো রাজস্থান রয়্যালসের অভিনব জার্সি প্রকাশ অনুষ্ঠান। এই লাইট অ্যান্ড সাউন্ড শো বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা দেখতে পেলেন। মুম্বইয়ে জৈব সুরক্ষা বলয়ে থাকা ক্রিকেটারদের ফ্যানেরা কাছে পেলেন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে।

এই স্টেডিয়ামই রাজস্থান রয়্যালসের ঘরের মাঠ। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে তুলে ধরা হলো সেই স্টেডিয়াম, জয়পুর শহর, রাজস্থানী সংস্কৃতি ও রাজস্থানের ভূখণ্ড। যেভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন রাজস্থান রয়্যালস কর্তারা তাও তুলে ধরা হলো সমর্থকদের সামনে। আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস এবার খেলবেন রাজস্থান রয়্যালসে। তিনি বলেছেন, জার্সি উন্মোচনের এই পদ্ধতি অবিশ্বাস্য। আগে যখন এই দলে খেলেছিলাম তখন থেকে এই জার্সি অনেকটাই বদলেছে। এবারের গোলাপি ও গাঢ় নীল রংয়ের মিশ্রণের জার্সিতে খুব বেশি বদল না এলেও ডিজাইনে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

আইপিএল খেলতে রয়্যালস শিবিরে যোগ দিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের প্রতিপক্ষ: ১২ এপ্রিল- পঞ্জাব কিংস, ১৫ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ১৯ এপ্রিল- চেন্নাই সুপার কিংস, ২২ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২৪ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স, ২৯ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স (বিকেল সাড়ে ৩টে), ২ মে সানরাইজার্স হায়দরাবাদ (বিকেল সাড়ে ৩টে), ৫ মে- চেন্নাই সুপার কিংস, ৮ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ১১ মে- দিল্লি ক্যাপিটালস, ১৩ মে- সানরাইজার্স হায়দরাবাদ, ১৬ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ১৮ মে-কলকাতা নাইট রাইডার্স, ২২ মে- পঞ্জাব কিংস

English summary
IPL 2021 Will Commence From 9th April. Rajasthan Royals Unveiled Pink And Blue Team Jersey With Light And Sound Show In Jaipur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X