For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে প্রথম হারেই শাস্তি বিরাটের, তবে জাদেজার সেরা দিনে পেলেন স্বস্তি

Google Oneindia Bengali News

চেন্নাই সুপার কিংস, বলা ভালো রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই আজ মুম্বইয়ে পরাস্ত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টানা চারটি ম্যাচ জেতা বিরাট কোহলির দলের বিজয়রথ থামাল মহেন্দ্র সিং ধোনির দল। প্রতিশোধের জন্য অবশ্য ইডেনে ডার্বির অপেক্ষা করতে হবে আরসিবি-কে। প্রথম হার, সেই সঙ্গে এবার শাস্তির মুখেও পড়লেন বিরাট কোহলি।

আইপিএলে প্রথম হারেই শাস্তি বিরাটের

(ছবি- বিসিসিআই/আইপিএল)

স্লো ওভার রেটের দায়ে ১২ লক্ষ টাকা জরিমানা ধার্য হয়েছে বিরাট কোহলির। তাঁর দল এবারের আইপিএলে এই প্রথম স্লো ওভার রেটের ফাঁদে পড়ায় জরিমানা দিয়েই বেঁচে যাবেন আরসিবি অধিনায়ক। তবে নিয়ম অনুযায়ী সতর্ক থাকতে হবে আগামী দুটি ম্যাচে। ফের একই অপরাধ হলে দুই থেকে চার ম্যাচ নির্বাসিত হতে হবে বিরাটকে।

আইপিএলে প্রথম হারেই শাস্তি বিরাটের

(ছবি- বিসিসিআই/আইপিএল)

তবে এদিন হারলেও বিরাট খুশি রবীন্দ্র জাদেজার ব্যাটিং বোলিং আর ফিল্ডিং দেখে। তিনি বলেন, আমার বরাবর জাড্ডুর প্রতি আস্থা রয়েছে। অস্ট্রেলিয়া সফরে চোট পাওয়ার পর থেকে তাঁকে আমরা পাইনি। তবে আর দুই মাস পরেই তো ভারতীয় দলের খেলা শুরু হবে। তিন বিভাগেই জাদেজার এদিন যে ফর্ম দেখলাম তা শুধু চেন্নাই সুপার কিংস নয়, ভারতীয় দলের পক্ষেও খুব ভালো খবর। দলের অলরাউন্ডারকে সেরা ফর্মে দেখতে সব অধিনায়কই চাইবেন।

জাদেজার প্রশংসা করেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। এদিন ব্যাট হাতে ঝোড়ো ৬৯ রান করে ম্যাচের মোড় ঘোরানোর পর বল হাতে তিনটি উইকেট নেন জাদেজা, একটি রান আউটও করেন। সিএসকে অধিনায়ক ধোনি বলেন, জাদু এমন একজন ক্রিকেটার যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। গত কয়েক বছর ধরে জাদেজার ব্যাটিংয়েও উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় আমরা চাই তাঁকে আরও বেশি সময় দিতে, বেশি বল খেলার সুযোগ দিতে। বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে এমনিতেই বোলারদের ছন্দ ধরে রাখতে সমস্যা হয়। সেই ফায়দা পুরোপুরি তুলতে সক্ষম হয়েছেন জাদেজা।

আইপিএলে প্রথম হারেই শাস্তি বিরাটের

(ছবি- বিসিসিআই/আইপিএল)

জাদেজা নিজে বলছেন ক্রিকেট মাঠে এটিই তাঁর সেরা দিন। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে জাড্ডু বলেন, ফিটনেস, স্কিল-সহ কঠোর পরিশ্রমের জন্যই এমন পারফরম্যান্স করতে পেরে ভালো লাগছে। এটিই আমার জীবনে সেরা দিন। ভালো অলরাউন্ডার হতে সব বিভাগেই ভালো করতে হয়। অনুশীলনে একদিন স্কিলওয়ার্ক করি, তার পরদিন ট্রেনিং করে তৃতীয় দিন ফিটনেসে জোর দিই, এটাই আমার রুটিন।

হর্ষলের ওভারে ৩৭ রান তোলার পিছনেও ধোনির মস্তিষ্ক কাজ করেছে বলে জানান রবীন্দ্র জাদেজা। তিনি বলেন, আমি জোরে মারার পরিকল্পনা করছিলাম। মাহি ভাই বলল, হর্ষলের বলগুলি অফ স্টাম্পের বাইরের দিকে আসবে। ভাগ্য ভালো সবগুলো বলে ব্যাট লাগাতে পেরেছি। ধোনি জানিয়েছেন, জাদেজার ব্যাটিংয়ের সুবাদে এই উইকেটে লড়াই করার রানের চেয়েও অন্তত ২৫ রান বেশি তুলতে পেরেছে চেন্নাই। তবে গত বছরের আইপিএলের চেয়ে এবার আইপিএলে বাড়তি কিছুই করছে না চেন্নাই। চাপের সময় সব কিছু ঠিক রেখে নিজেদের সঠিক জায়গায় রাখলেই এমন ভালো পারফরম্যান্স আসে বলে দাবি ধোনির।

English summary
Royal Challengers Bangalore skipper Virat Kohli was fined Rs 12 lakh for his team's slow over-rate against Chennai Super Kings. Both Dhoni And Kohli Happy With Jadeja's Performance.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X