For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের আবহে করোনা সচেতনতায় বিশেষ বার্তা আরসিবি-সিএসকে ক্রিকেটারদের

আইপিএলের আবহে করোনা সচেতনতায় বিশেষ বার্তা আরসিবি-সিএসকে ক্রিকেটারদের

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুদ্রার অন্যর পিঠে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করছে মহারাষ্ট্র সহ গোটা দেশ। এহেন কঠিন পরিস্থিতিতে দেশবাসীকে বিশেষ বার্তা দিলেন আরসিবি ও সিএসকে-র ক্রিকেটাররা।

আইপিএলের আবহে করোনা সচেতনতায় বিশেষ বার্তা আরসিবি-সিএসকে ক্রিকেটারদের

গত ২৪ ঘণ্টায় প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা এখনও পর্যন্ত বিশ্ব রেকর্ড। ভারতে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার মানুষ কোভিড ১৯-এ সংক্রমিত হচ্ছেন। সবমিলিয়ে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭০ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। বর্তমানে দেশে অ্যাক্টিভ কোভিড ১৯ রোগীর সংখ্যা ২৬ লক্ষ ৮২ হাজার ৭৫১ জন। এখনও পর্যন্ত অতিমারীর জেরে দেশে ১ লক্ষ ৯২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাজেহাল হতে হচ্ছে প্রশাসনকে। তার মধ্যে অক্সিজেনের অভাবে ভুগতে হচ্ছে দেশকে। এহেন পরিস্থিতিতে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানালেন সিএসকে ও আরসিবি-র ক্রিকেটাররা। যার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে গোটা দেশের ক্রিকেট পাগল মানুষ।

রবিবার হাই-ভোল্টেজ ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় আরসিবি ও সিএসকে-র দুটি ভিডিও বার্তা ভাইরাল হয়। যেখানে দুই দলের ক্রিকেটাররা ভারতবাসীকে করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন। অতিমারী থেকে বাঁচতে সকলকে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শও দিয়েছেন বিরাট কোহলি, সুরেশ রায়না, এবি ডিভিলিয়ার্সরা। আইপিএলের শত্রুতা ভুলে দুই দলের এই আবেদনে যথেষ্ট ইতিবাচক বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। এতে মানুষের কাছে দুর্দান্ত বার্তা যাবে বলে মনে করা হচ্ছে।

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় দুই দলের ক্রিকেটাররা যে চার বিষয়ের ওপর জোর দিয়েছেন, তা হল মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজার রাখা, স্যানিটাইজেশন ও টিকাকরণ। অতিমারীর বিরুদ্ধে যুদ্ধে দেশের প্রতিটি নাগরিক সুপার হিরোর ভূমিকায় অবতীর্ণ হতে পারেন বলে মনে করেন বিরাটরা।

শেষ ওভারে পাঁচ ছক্কা ও এক চার, জাড্ডু ঝড়ে আরসিবির বিরুদ্ধে রানের পাহাড়ে সিএসকেশেষ ওভারে পাঁচ ছক্কা ও এক চার, জাড্ডু ঝড়ে আরসিবির বিরুদ্ধে রানের পাহাড়ে সিএসকে

English summary
IPL 2021 : CSK and RCB stars urge people to wear mack amid Covid 19 crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X