For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেন্নাই থেকে শহরে ফিরেই ভোট দিলেন সস্ত্রীক সৌরভ, আইপিএল নিয়ে দিলেন বড় ইঙ্গিত

Google Oneindia Bengali News

অন্যবারের চেয়ে একটু দেরিতে হলেও ভোট দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দেরির কারণ এদিন সকালেই তিনি ফিরলেন চেন্নাই থেকে। ফিরেই স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন মহারাজ।

চেন্নাই থেকে শহরে ফিরেই ভোট দিলেন সস্ত্রীক সৌরভ

গতকাল ছিল আইপিএলের উদ্বোধন। সৌরভ গঙ্গোপাধ্যায় তাই চেন্নাইয়ের চিপকে ছিলেন। আজ তিনি চেন্নাই থেকে ফিরেই ভোট দিতে যান বেহালার বাড়ির অদূরেই জনকল্যাণ স্কুলের বুথে। সেখানে কয়েকজনকে দেখা যায় সৌরভের সঙ্গে সেলফি তুলতেও। ভোটদানের পর সৌরভ বলেন, এমনিতে বেলার দিকে ভিড় কম থাকে বলে তখনই ভোট দিতে আসি। আজ চেন্নাই থেকে আসতে একটু দেরি হলো। বুথে ভালোই ভিড় ছিল। ভোটদানের জন্যই তড়িঘড়ি আজ সকালে চেন্নাই থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বিসিসিআই সভাপতি। তিনি আরও জানান, সকালেই তাঁর মা ও দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ভোট দিয়ে এসেছেন। রাজনৈতিক মন্তব্য এড়িয়ে সৌরভ বলেন, যাঁর যাঁকে ভালো লাগে তাঁকেই মানুষ ভোট দিচ্ছেন। তবে আমাদের বুথে শান্তিতেই ভোট হয়েছে।

চেন্নাই থেকে শহরে ফিরেই ভোট দিলেন সস্ত্রীক সৌরভ

(ছবি- ইনস্টাগ্রাম)

আইপিএল প্রসঙ্গে সৌরভ বলেন, করোনা বাড়ছে। তবুও আমরা আশাবাদী ভালোভাবেই দেশের মাটিতে আইপিএল সম্পন্ন হবে। জৈব সুরক্ষা বলয় তৈরি-সহ সবরকম সুরক্ষা সুনিশ্চিত করা হয়েছে। এবারের আইপিএলে মাঠে যে আর পরে দর্শক প্রবেশের ঝুঁকি বোর্ড নেবে না সেটাও কার্যত এদিন স্পষ্ট করে দিয়েছেন বিসিসিআই সভাপতি।

চেন্নাই থেকে শহরে ফিরেই ভোট দিলেন সস্ত্রীক সৌরভ

এদিকে, এদিনই ভোটাধিকার প্রয়োগ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। আইপিএলে গতকালের ম্যাচে তিনি ধারাভাষ্যও দিয়েছেন। ভোট দিকে সকলকে উৎসাহিত করতে লক্ষ্মী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভোটদান আপনার গণতান্ত্রিক অধিকার। ভোট অবশ্যই দেবেন, মিস করবেন না।

সকাল সকাল ভোট দিয়েছেন শিবপুরের তৃণমূল প্রার্থী তথা বাংলা দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারিও। তিনি যেখানে নির্বাচনে লড়ছেন সেখানেই এদিন ভোট। তার আগে সকালে শিবমন্দিরে পুজোও দেন মনোজ। টুইটে তিনি লেখেন, আজকের দিনটি আমার জীবনে একটি বিশাল দিন। আমার দৃঢ় বিশ্বাস, ঈশ্বরের আশীর্বাদের পাশাপাশি শিবপুর বিধানসভা এলাকার মানুষজনের আশীর্বাদ ও ভালোবাসায় মানুষকে সেবা করা, তাঁদের জন্য কাজ করার স্বপ্ন আমার পূরণ হবে। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন।

English summary
BCCI President Sourav Ganguly Returned From Chennai To Cast His Vote. Laxmiratan Shukla And Manoj Tiwary Also Cast Their Vote.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X