For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সানরাইজার্সের জার্সিতে প্রথম ম্যাচেই ৩ উইকেট হোল্ডারের, ওয়ার্নারদের কত রানের টার্গেট দিল রাজস্থান

সানরাইজার্সের জার্সিতে প্রথম ম্যাচেই ৩ উইকেট হোল্ডারের, ওয়ার্নারদের কত রানের টার্গেট দিল রাজস্থান

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০তে প্রথম ম্যাচ খেলতে নেমেই সানরাইজার্সের হয়ে নজর কাড়লেন জেসন হোল্ডার। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ চোট পেলে তাঁর পরিবর্ত হিসেবে আইপিএল খেলতে এলেও, একের পর এক ম্যাচ তাঁকে ডাগআউটেই বসতে হয়েছিল। এদিন রাজস্থানের বিরুদ্ধে প্রথম সুযোগ পেয়ে এরপর নিজেকে উজার করে দিলেন ক্যারিবিয়ান।

সানরাইজার্সের জার্সিতে প্রথম ম্যাচেই ৩ উইকেট হোল্ডারের, ওয়ার্নারদের কত রানের টার্গেট দিল রাজস্থান

রবিন উথাপ্পাকে রান আউট করা থেকে সঞ্জু স্যামসন ও স্টিভ স্মিথের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দলকে চালকের আসনে পৌঁছে দিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। ম্যাচে এদিন নির্ধারিত ৪ ওভারে ৩৩ রান খরচে ৩টি উইকেট নিয়েছেন হোল্ডার।

১৯ তম ওভার করতে এসে রিয়ান পরাগকে ২০ রানে সাজঘরে ফেরান। হোল্ডারের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ভর করেই রাজস্থানকে নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রানে বেঁধে রাখল সানরাইজার্স। ম্যাচ জিতে ডেভিড ওয়ার্নারের দলকে ১৫৫ রান করতে হবে। শেষ ওভারে রাজস্থান ১৩ রান সংগ্রহ করে। শেষ বলে ছক্কা হাঁকিয়ে জোফরা আর্চার দলকে ১৫৪ রানে পৌঁছে দেন।

রাজস্থানের হয়ে চলতি আইপিএলে আরও একবার হতাশ করলেন স্টিভ স্মিথ। ১৫ বলে খেলে এদিন ১৯ রান করে স্মিথ আউট হন। সঞ্জু স্যামসন ২৬ বলে ৩৬ করেন। ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন সঞ্জু। এদিন বড় রান হাঁকানোর মঞ্চ তৈরি থাকলেও শেষ পর্যন্ত হোল্ডারের ডেলিভারিতে সঞ্জু বোল্ড হয়ে ফেরেন। বাকিদের মধ্য উথাপ্পার ১৯ ছাড়া কেউই বলার মতো রান করেননি।

সানরাইজার্সের হয়ে হোল্ডার ছাড়া এদিন রশিদ ও বিজয় শংকর আঁটোসাঁটো বোলিং করলেন। প্রতি ম্যাচের মতো এদিনও উইকেটের ছন্দের রশিদ খান। ৪ ওভারে ২০ রান খরচে রশিদ বেন স্টোকসের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। বিজয় শংকর ৩ ওভারে ১৫ রান খরচে জোস বাটলারকে ৯ রানে সাজঘরে ফেরান।

মহাষষ্ঠীতে করোনা সংক্রমণ আরও বাড়ল বাংলায়, একদিনে আক্রান্ত ৪১৫৭ জনমহাষষ্ঠীতে করোনা সংক্রমণ আরও বাড়ল বাংলায়, একদিনে আক্রান্ত ৪১৫৭ জন

English summary
Ipl 2020: SRH bowlers have done good job,Holder takes 3 wickets,restrict rr to 154 runs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X