For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : রাজস্থানের হয়ে টানা দুই ম্যাচে নায়ক সঞ্জু, ঋষভ পন্থকে পিছনে ফেললেন স্যামসন ?

আইপিএল ২০২০ : রাজস্থানের হয়ে টানা দুই ম্যাচে নায়ক সঞ্জু, ঋষভ পন্থকে পিছনে ফেললেন স্যামসন ?

  • |
Google Oneindia Bengali News

ঋষভ পন্থকে পিছনে ফেললেন সঞ্জু স্যামসন! আইপিএল ২০২০তে টানা দুই ম্যাচে ৭০প্লাস রান হাঁকিয়ে দুরন্ত ব্যাটিংয়ে জাতীয় দলে সুযোগ পাওয়ার দাবি তুলে দিলেন সঞ্জু।

আইপিএল ২০২০ : রাজস্থানের হয়ে টানা দুই ম্যাচে নায়ক সঞ্জু, ঋষভ পন্থকে পিছনে ফেললেন স্যামসন ?

১৩ তম আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩২ বলে ৭৪ হাঁকিয়েছিলেন। তাঁর ব্যাটে ভর করেই ২১৬ রান তুলেছিল রাজস্থান। এরপর আইপিএল ২০২০তে দ্বিতীয় ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে ২২৪ রান তাড়া করতে নেমে এদিন ৪২ বলে ৮৫ রান হাঁকান।

সঞ্জুর এদিনের ইনিংস ৪টি চার ও ৭টি ছক্কা দিয়ে সাজানো। এর আগের ম্যাচে ৯টি ছক্কা হাঁকিয়েছিলেন। ফলে চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৬টি ছক্কা হাঁকিয়ে দুবারই ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচের সেরা হলেন ডানহাতি।

এমন বিধ্বংসী ব্যাটিংয়ের পর জাতীয় দলে পন্থের আগে এবার সঞ্জুর জায়গা পাওয়া উচিত বলে ক্রিকেট বিশ্লেষকরা ইতিমধ্য়ে মতামত দিচ্ছেন। সোশ্যাল মিডিয়াতেও ফ্যানদের মধ্যে সঞ্জুকে ঘিরে উন্মাদনা তুঙ্গে।

প্রসঙ্গত জাতীয় দলের হয়ে একাধিকবার সুযোগ পেলেও সাদা বলের ক্রিকেটে ভুল শট নির্বাচন করে দলকে ডুবিয়েছেন পন্থ। দস্তানা হাতে তাঁর পারফর্ম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে। যেকারণে ২০২০ সালের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে ব্যর্থ হওয়ার পর তাঁকে বসিয়ে লোকেশ রাহুলকে দিয়ে কিপিং করান বিরাট। পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পন্থ দলে থাকলেও ওডিআই থেকে টি-২০ সব ম্যাচেই রাহুল কিপিংয়ের সুযোগ পান।

বছর পার করালে ২০২১ সালে ভারতের মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর। তাঁর আগে আইপিএলে ধুঁয়াধার ব্যাটিং করায় দল নির্বাচনের আগে একাধিক বিকল্প খুলে যাচ্ছে বলাই যায়। আর এই বিকল্পতেই আইপিএল ২০২০-র শুরুতে অন্তত পন্থের থেকে এগিয়ে গেলেন সঞ্জু স্যামসন।

English summary
IPl 2020: Royals defeat Kings XI Punjab, Sanju Samson score 85 runs from 42 balls,fans ask sanju for india match than pant
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X