For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইশান্তের গোড়ালির চোটে আবার এনসিএ-র মানের প্রশ্ন, সঙ্গে আইপিএল খেলা নিয়ে ভ্রুকুটি

ইশান্তের গোড়ালির চোটে এবার এনসিএ-র মানের প্রশ্ন, সঙ্গে আইপিএল খেলা নিয়ে ভ্রুকুটি

  • |
Google Oneindia Bengali News

ভুবনেশ্বর কুমারের পর এবার ইশান্ত শর্মার চোট নিয়ে বিতর্কের কেন্দ্রে এনসিএ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন ইশান্ত। এরপর দ্বিতীয় টেস্টে তাঁকে ঘিরে প্রত্যাশা থাকলেও দ্বিতীয় টেস্টের আগে হঠাৎ করেই গোড়ালিতে চোন পান দীর্ঘদেহী পেসার। যে কারণে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ বাঁচানোর ম্যাচে ইশান্তের খেলে ওঠা হয়নি।

ইশান্তের গুরুতর চোট

ইশান্তের গুরুতর চোট

দ্বিতীয় টেস্টের আগে ইশান্তের গোড়ালির পুরনো চোট এতটাই বেশি ছিল যে বৃহস্পতিবার ইশান্ত পুরোপুরি নেট প্র্যাকটিসও করতে পারেননি। ২০ বল খেলেই ইশান্ত নাকি মাঠ ছেড়েছিলেন।

ইশান্তের আইপিএল খেলা নিয়েও চিন্তা

ইশান্তের আইপিএল খেলা নিয়েও চিন্তা

নতুন করে চোট অনুভব কড়ায় বাইশ গজ থেকে ইশান্তকে অনেকটা সময় বাইরে থাকতে হবে বলে জানা গিয়েছে, সেক্ষেত্রে আইপিএলের শুরুর দিকে অনেকটা সময় ইশান্তকে পাওয়া নিয়ে আশঙ্কা রয়েছে।

ফিজিওর দিকে আঙুল উঠছে

ফিজিওর দিকে আঙুল উঠছে

ইশান্তের পায়ের স্ক্যান হয়েছে। রিপোর্টে ইশান্তের গোড়ালির লিগামেন্টের পুরনো যে চোট ছিল তা ফের ফিরে এসেছে বলে জানা গিয়েছে। যার পর ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির ফিজিও আশিস কৌশিকের দিকে আঙুল উঠছে।

কীভাবে চোট

কীভাবে চোট

এর আগে দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে ইশান্ত গোড়ালিতে চোট পান। এনসিএতে ইশান্তের রিহ্যাব হয়। ইশান্তের চোট গ্রেড থ্রি লেভেলের ছিল বলে জানানো হয়েছিল। যেকারণে নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের হয়ে ইশান্ত খেলতে পারবেন কিনা, সেই নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

ইশান্ত ফের চোট নিয়ে প্রশ্ন

ইশান্ত ফের চোট নিয়ে প্রশ্ন

শেষ পর্যন্ত ইশান্ত এনসিএ-র ফিটনেস টেস্টে উতড়ে যান। এরপরই ভারতীয় পেসার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্টের জন্য বিমান ধরেন। রিহ্যাবের পর ক্রিকেটে ফিরে এক ম্যাচ খেলার পরেই ইশান্ত ফের কেন চোটের কবলে পড়লেন সেই নিয়ে প্রশ্ন উঠছে।

বোর্ডের অন্দরে প্রশ্ন

বোর্ডের এক সূত্র এনসিএর ফিজিওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, দিল্লির হয়ে চোট পাওয়ার পর ইশান্তকে দিল্লির ফিজিও ছয় সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। সেখানেই এনসিএর ফিজিও ইশান্তের পেশাদার ক্রিকেটে ফেরার জন্য তিন সপ্তাহ বিশ্রাম যথেষ্ট বলে কীভাবে সিদ্ধান্ত নেন। এখানেই এনসিএ'র মান নিয়ে প্রশ্ন উঠছে।

English summary
ipl 2020: Ishant Sharma may miss first part of the tournament, NCA physio under the scanner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X