For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: চেন্নাই সুপার কিংস শিবিরে চোট, কত ম্যাচ বাইরে ধোনির ভরসার অলরাউন্ডার

আইপিএল ২০২০: চেন্নাই সুপার কিংস শিবিরে চোট, কত ম্যাচ বাইরে ধোনির ভরসার অলরাউন্ডার

  • |
Google Oneindia Bengali News

জয় দিয়ে আইপিএল ২০২০ শুরু করলে চেন্নাই সুপার কিংস দলের খারাপ সময় যেন কাটতেই চাইছে না। এবার চোট চিন্তার সুপার কিংস। হলুদ জার্সিতে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম কয়েকটি ম্যাচে নেই তারকা অলরাউন্ডার।

সিএসকে দলে কার চোট

সিএসকে দলে কার চোট

শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডোয়েন ব্র্যাভোকে খেলতে দেখা যায়নি। আইপিএলের খেলা আসার আগে থেকেই সিপিএলে পায়ের পেশিতে চোট পান ব্রাভো। সেই কারণেই ব্র্যাভোকে সিপিএলের ফাইনাল ম্যাচে বল করতে দেখা যায়নি। সেই সঙ্গে তাঁর হাঁটুতেও চোট রয়েছে। এবার চেন্নাই জার্সিতেও প্রথম ম্যাচ খেললেন না তারকা অলরাউন্ডার।

কত ম্যাচের জন্যে দলের বাইরে ব্র্যাভো

কত ম্যাচের জন্যে দলের বাইরে ব্র্যাভো

চেন্নাই সুপার কিংস জার্সিতে আরও ২-৩টি ম্যাচে ব্র্যাভো বাইরে বসতে চলেছেন বলে জানা গেল। সিএসকে দলের কোচ স্টিভেন ফ্লেমিং মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ শেষে এমনটা জানিয়েছেন।

ব্র্যাভোকে ছাড়া চেন্নাইয়ের ম্যাচ জিততে অসুবিধে হল না

ব্র্যাভোকে ছাড়া চেন্নাইয়ের ম্যাচ জিততে অসুবিধে হল না

শনিবার ব্র্যাভোকে ছাড়া চেন্নাইয়ের অবশ্য ম্যাচ জিততে অসুবিধে হয়নি। ধোনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে মুম্বইকে ১৬২ রানে বেধে রাখেন। এরপর চেন্নাইয়ের হয়ে ডুপ্লেসিস ও রায়ডু দুরন্ত হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ জয়ের ভিত গড়েন দেন। দুই ডানহাতি ব্যাটসম্যান ১১৫ রানের পার্টনারশিপ গড়েন। সেই রানের ভিতে ভর করেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় সিএসকে।

ব্র্যাভোর জায়গায় খেলা কারন কেমন খেললেন

ব্র্যাভোর জায়গায় খেলা কারন কেমন খেললেন

ডোয়েন ব্র্যাভোর পরিবর্তে খেলা শ্যাম কারন চেন্নাই জার্সিতে শনিবার ৪ ওভারে ২৮ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। সঙ্গে ৬ বল খেলে ১৮ রান করেন।

English summary
IPL 2020: Injured Dwayne Bravo to miss another couple of matches says coach Stephen Fleming
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X