টসে জিতল দিল্লি, আগে ব্যাট করছে কিংস ইলেভেন - পঞ্জাব দল দেখে 'এপ্রিল ফুল'-এর জল্পনা
আইপিএল ২০১৯-এর ১৩তম ম্যাচে মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস। মোহালির পিচে সামান্য ঘাস রয়েছে। কাজেই পরের দিকে ভাঙার কোনও সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। ভাল ব্যাটিং উইকেট বলেই তিনি পরে ব্য়াট করার সিদ্ধান্ত বলে জানিয়েছেন শ্রেয়স।

দিল্লি ক্যাপিটালস দলের প্রথম একাদশে এদিন অমিত মিশ্রকে বাদ দিয়ে আবেশ খান-কে আনা হয়েছে।
অপরদিকে এদিন খেলার আগেই খানিক পিছিযে পড়েছে কিংস ইলেভেন পঞ্জাব। তাদের প্রথম দলে নেই ক্রিস গেইল ও অ্যান্ড্রু টাই। কিন্তু কেন তারা দলে নেই তা এখনও জানা যায়নি। অনেকের জল্পনা, এটা কি সত্যি না কি এপ্রিল ফুল!
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">.<a href="https://twitter.com/DelhiCapitals?ref_src=twsrc%5Etfw">@DelhiCapitals</a> Skipper Shreyas Iyer calls it right at the toss and elects to bowl first against the <a href="https://twitter.com/lionsdenkxip?ref_src=twsrc%5Etfw">@lionsdenkxip</a> <a href="https://twitter.com/hashtag/KXIPvDC?src=hash&ref_src=twsrc%5Etfw">#KXIPvDC</a> <a href="https://t.co/5x6KrAxIt6">pic.twitter.com/5x6KrAxIt6</a></p>— IndianPremierLeague (@IPL) <a href="https://twitter.com/IPL/status/1112717245304598528?ref_src=twsrc%5Etfw">April 1, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
দেখে নেওয়া যাক এদিনের দুই দলের প্রথম একাদশ -
কিংস ইলেভেন পঞ্জাব - লোকেশ রাহুল (উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, ডেভিড মিলার, সরফরাজ খান, মনদিপ সিং, হার্ডুস ভিলহোয়েন, স্যাম কুরান, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), মুরুগান অশ্বিন, মহম্মদ শামি, মুজিব উর রহমান
দিল্লি ক্য়াপিটালস - পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কলিন ইনগ্রাম, হনুমা বিহারি, হর্ষল প্যাটেল, ক্রিস মরিস, সন্দীপ লামিছানে, কগিসো রাবাদা ও আবেশ খান।
<blockquote class="twitter-tweet blockquote" data-conversation="none" data-lang="en"><p lang="en" dir="ltr">Here's the Playing XI for <a href="https://twitter.com/hashtag/KXIPvDC?src=hash&ref_src=twsrc%5Etfw">#KXIPvDC</a> <a href="https://t.co/kvx7SzdoVH">pic.twitter.com/kvx7SzdoVH</a></p>— IndianPremierLeague (@IPL) <a href="https://twitter.com/IPL/status/1112719018232733696?ref_src=twsrc%5Etfw">April 1, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>