For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 10 : ঘরের মাঠে পুনের কাছে ৪ উইকেটে ম্যাচ হারল কলকাতা নাইট রাইডার্স

সানরাইজার্স হায়দ্রাবাদের পর এবার ঘরের মাঠে পুনে সুপারজায়ান্টসের কাছেও ৪ উইকেটে ম্যাচ হারল কলকাতা নাইট রাইডার্স।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩ মে : সানরাইজার্স হায়দ্রাবাদের পর এবার ঘরের মাঠে পুনে সুপারজায়ান্টসের কাছেও ৪ উইকেটে ম্যাচ হারল কলকাতা নাইট রাইডার্স। পুনের হয়ে প্রথমবার আইপিএল খেলা রাহুল ত্রিপাঠী অনবদ্য ৯৩ রানের ইনিংস খেলে একার হাতে কলকাতাকে হারিয়ে দিলেন। জয়ের জন্য ১৫৬ রান তাড়া করতে নেমে শেষ ওভারে ম্যাচ জিতল পুনে।

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পুনে অধিনায়ক স্টিভ স্মিথ। ইডেনে ঘরের মাঠে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা একেবারেই খারাপ হয় কেকেআর-এর।

IPL 10 : ঘরের মাঠে পুনের কাছে ৪ উইকেটে ম্যাচ হারল কলকাতা

পুনের হয়ে প্রথম ওভার বল করতে আসা জয়দেব উনাদকাট উইকেট মেডেন নিয়ে যান। আউট করেন সুনীল নারিনকে (০ রান)। তারপর তিন নম্বরে ব্যাট করতে নামা তরুণ শেলডন জ্যাকসনও (১০ রান) হিট উইকেট হয়ে তাড়াতাড়ি ফেরেন। অধিনায়ক গৌতম গম্ভীর এদিন সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। গম্ভীর আউট হন ২৪ রানে।

পরপর এতগুলি উইকেট পড়ে যাওয়ায় রানের গতি থমকে যায় কলকাতার। ইউসুফ পাঠান এদিনও ব্যর্থ হন। তিনি চার রান করে ফেরেন। এরপর কলকাতার হয়ে গুরুত্বপূর্ণ ৪৮ রানের পার্টনারশিপ গড়েন মনীশ পাণ্ডে ও কলিন ডি গ্র্যান্ডহোম।

মনীশ ৩৭ রান করে আউট হওয়ার পরে ফের ধাক্কা খায় কেকেআর। গ্র্যান্ডহোমও মাত্র ১৯ বলে ৩৬ রানের মারকাটারি ইনিংস খেলে ফিরলে একসময় মনে হচ্ছিল কলকাতা দেড়শো রানের গণ্ডীও পেরোবে না। তবে সূর্যকুমার যাদবের (১৬ বলে ৩০ অপরাজিত) আক্রমণাত্মক ইনিংসের সৌজন্যে কলকাতা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে।

জবাবে ব্যাট করতে নেমে পুনে মাত্র ১১ রানের মাথায় অজিঙ্ক রাহানের উইকেট হারায়। তবে অন্যদিকে বিস্ফোরক ইনিংস খেলতে শুরু করেন রাহুল ত্রিপাঠী। অন্যদিকে স্টিভ স্মিথ (৯ রান), মনোজ তিওয়ারি (৮ রান) বেন স্টোকসরা (১৪ রান) আউট হলেও আক্রমণ থেকে সরে আসেননি তরুণ রাহুল ত্রিপাঠী। মহেন্দ্র সিং ধোনি এদিনও ব্যর্থ হন। তিনি করেন মাত্র ৫ রান।

মূলত তাঁর একার ব্যাটিং তাণ্ডবে কেকেআরকে ৪ উইকেট ও ৪ বল বাকী থাকতে হারিয়ে দেয় পুনে সুপারজায়ান্টস। এই জয়ের ফলে কলকাতা ১১ ম্যাচের পর ১৪ পয়েন্টে দাঁড়িয়ে রইল। অন্যদিকে পুনে সমসংখ্যক ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়েই সানরাইজার্স হায়দ্রাবাদকে সরিয়ে তিন নম্বরে উঠে এল। কলকাতা রইল দুই নম্বরেই।

English summary
IPL 10 : Pune Supergiants beat Kolkata Knight Riders by 4 wickets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X