For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওসাকার পথে হাঁটার পক্ষপাতি নন মিতালি, কারণও ব্যাখ্যা ভারতীয় কিংবদন্তির

ওসাকার পথে হাঁটার পক্ষপাতি নন মিতালি, কারণও ব্যাখ্যা ভারতীয় কিংবদন্তির

  • |
Google Oneindia Bengali News

সংবাদমাধ্যমের সামনে না আসার কথা জানিয়ে ফরাসি ওপেনের কু-নজরে পড়েছিলেন নাওমি ওসাকা। শেষে টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েই ফেলেন জাপানের টেনিস তারকা। এ ব্যাপারে টেনিস দুনিয়ার একাংশের সমর্থনও পেয়েছেন ওসাকা। তবে বিশ্বের দুই নম্বর মহিলা টেনিস তারকার বেছে নেওয়া পথ যে তাঁর খুব একটা পছন্দের নয়, তা বুঝিয়ে দিলেন মিতালি রাজ। এর কারণও ব্যাখ্যা করেছেন ভারতের মহিলা ওয়ান ডে ও টেস্ট দলের অধিনায়ক।

কী বললেন মিতালি

কী বললেন মিতালি

মিতালি রাজের কথায়, নাওমি ওসাকা যে পথে হেঁটেছেন, সে পথে চললে দেশের মহিলা ক্রিকেটের খুব এক শ্রীবৃদ্ধি হবে না। কিংবদন্তির কথায়, ভারতের মহিলা ক্রিকেট এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যেখানে পদে পদে সংবাদমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। তাই নিভৃতবাসে না পাঠিয়ে দলকে প্রোমোট করার পক্ষেই তাঁর মত রয়েছে বলে জাানিয়েছেন মিতালি।

ওসাকার পাশে কাইফ

নাওমি ওসাকার ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। তাঁর কথায়, ক্রিকেট এবং ফুটবল দলগত খেলা। দুই ক্ষেত্রেই কোনও খেলোয়াড়ের মানসিক স্বাস্থ্যের ওপর প্রশ্নচিহ্ন তৈরি হলে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য সতীর্থ, কোচ এবং সাপোর্ট স্টাফরা তৈরি থাকেন। কিন্তু টেনিসের ক্ষেত্রে সব পরিস্থিতির সঙ্গে খেলোয়াড়দের একাই লড়াই করতে হয় বলে মনে করেন কাইফ।

সিদ্ধান্তে অনড় ছিলেন ওসাকা

সিদ্ধান্তে অনড় ছিলেন ওসাকা

ফরাসি ওপেনের প্রথম দিনই ক্লে কোর্টে নেমে পড়েছিলেন নাওমি ওসাকা। প্রথম রাউন্ডে বিশ্বের দুই নম্বর টেনিস তারকার প্রতিদ্বন্দ্বী ছিলেন রোমানিয়ার প্যাট্রিকা মারিয়া টিগকে ৬-৪ ও ৭-৬(৪) ফলাফলে হারান বিশ্বের দুই নম্বর মহিলা টেনিস তারকা। ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যান ওসাকা। ম্যাচ শেষে টুর্নামেন্টের রীতি ভেঙে নিজের কথামতো সাংবাদিক বৈঠক এড়িয়ে গিয়েছিলেন জাপানি টেনিস তারকা। এর জন্য ওসাকাকে ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। তা সত্ত্বেও নিজের অবস্থান থেকে নড়তে রাজি হননি ওসাকা।

বহিষ্কারের আগেই ওসাকার সরে যাওয়া

বহিষ্কারের আগেই ওসাকার সরে যাওয়া

বিশ্বের দুই নম্বর টেনিস তারকার নীতি বিরোধী আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন খোদ ফরাসি টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট গিলেস মরেটন। ফরাসি ওপেনের আয়োজক কমিটি ও গ্র্যান্ড স্ল্যাম কর্তৃপক্ষের সঙ্গে তাঁর এই ইস্যুতে আলোচনাও হয়েছিল। এরপর এক বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল যে নিয়ম ভাঙার দায়ে এবার আরও বড় শাস্তির মুখে পড়তে হতে পারে নাওমি ওসাকাকে। তাঁকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হতে পারে বলে জানানো হয়েছিল। তার আগে টুর্নামেন্ট থেকে নিজেই সরে যান ওসাকা। সোশ্যাল মিডিয়ায় সুদীর্ঘ আবেগপ্রবণ পোস্ট লেখেন জাপানি টেনিস তারকা। যা ভাইরাল হয়েছে।

English summary
Indian women's team captain Mithali Raj do not want to boycott media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X