For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট-পূজারা থেকে শামি-অশ্বিন, ভারতীয় ক্রিকেটারদের সামনে দক্ষিণ আফ্রিকায় নজিরের হাতছানি

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে জোরকদমে অনুশীন চালাচ্ছে ভারত। সেন্টার উইকেটে মেঘলা আবহাওয়ায় সবুজ পিচে প্র্যাকটিস টেস্ট সিরিজে বিরাট কোহলিদের পক্ষে ইতিবাচক হবে বলেই মনে করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা থেকে একবারও টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি ভারত। বিরাটরা ফাইনাল ফ্রন্টিয়ারে দলগতভাবে ইতিহাস যেমন গড়তে পারেন, তেমনই একাধিক ক্রিকেটারের সামনে রয়েছে নানা মাইলস্টোনের হাতছানি।

বিরাটের সামনে মাইলস্টোন

বিরাটের সামনে মাইলস্টোন

টেস্ট ক্রিকেটে ২৭ আর একদিনের আন্তর্জাতিকে ৪৩টি শতরান রয়েছে বিরাট কোহলির। কিন্তু ২০১৯ সাল থেকে প্রতীক্ষা চলছে বিরাটের ৭১তম আন্তর্জাতিক শতরানের। ৯৭টি টেস্টে বিরাট ১৬৪টি ইনিংসে ১০ বার অপরাজিত থেকে ৭৮০১ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ২৫৪, গড় ৫০.৬৫। দক্ষিণ আফ্রিকায় বিরাট ৫টি টেস্টে ৫৫৮ রান করেছেন, গড় ৫৫.৮০। দুটি করে শতরান ও অর্ধশতরান রয়েছে। ২০১৩ সালে প্রোটিয়াদের দেশে নিজের প্রথম ইনিংসেই করেছিলেন ১৮১ বলে ১১৯, দ্বিতীয় ইনিংসে ৯৬। ২০১৮ সালে সেঞ্চুরিয়নে ১৫৩ রানের ইনিংসটি খেলেন ২১৭ বলে। আসন্ন সিরিজে ১৯৯ রান করলে টেস্ট ক্রিকেটে তাঁর ৮ হাজার রান পূর্ণ হবে। সবকিছু ঠিকঠাক চললে কেপ টাউনে কন্যা ভামিকার জন্মদিনেই কেরিয়ারের শততম টেস্টটিও খেলতে নামবেন ভারত অধিনায়ক।

এগোচ্ছেন অশ্বিন

এগোচ্ছেন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন নিউজিল্যান্ড সিরিজে হরভজন সিংকে টপকে টেস্টে ভারতের সর্বাধিক উইকেটশিকারীর তালিকায় চলে এসেছেন অনিল কুম্বলে ও কপিল দেবের পরেই। টেস্টে অশ্বিনের উইকেট-সংখ্যা বর্তমানে ৪২৭। আর সাতটি উইকেট পেলেই তিনি স্পর্শ করবেন কপিল দেবের ৪৩৪টি টেস্ট উইকেটের রেকর্ড। দক্ষিণ আফ্রিকায় ছন্দে থাকলে তিন টেস্টের সিরিজে তিনি আরও কয়েকজন বোলারের নজিরকে পিছনে ফেলতে পারবেন। অশ্বিনের সামনে যাঁরা রয়েছেন তাঁরা হলেন স্যর রিচার্ড হ্যাডলি (৪৩১), রঙ্গনা হেরাথ (৪৩৩), কপিল দেব (৪৩৪), ডেল স্টেইন (৪৩৯)। গত দক্ষিণ আফ্রিকা সফরে অশ্বিন ২ টেস্টে ৭ উইকেট পান, এক ইনিংসে চারটি উইকেটও নিয়েছিলেন। প্রোটিয়াদের বিরুদ্ধে আসন্ন সিরিজে অশ্বিন ১৩টি উইকেট পেলে বিশ্বে টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় অষ্টম স্থানে চলে আসবেন।

২০০-র কাছে শামি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে দুই টেস্টের সিরিজে মহম্মদ শামি বিশ্রামে ছিলেন। ৫৪টি টেস্টে শামির ১৯৫টি উইকেট রয়েছে। সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম একাদশে থাকলে শামি যদি পাঁচটি উইকেট পান, তাহলে টেস্টে ২০০ উইকেট পাওয়ার মাইলফলক স্পর্শ করবেন তিনি। দক্ষিণ আফ্রিকায় শামি ৫টি টেস্ট খেলেছেন, পেয়েছেন ২১টি উইকেট। গত দক্ষিণ আফ্রিকা সফরে শামি ৩ টেস্টে ১৫টি উইকেট তুলে নিয়েছিলেন। ইনিংসে একবার করে পাঁচটি ও চারটি উইকেট দখল করেন।

পূজারা ও রাহানের লক্ষ্য

সেঞ্চুরিয়ন টেস্টে চেতেশ্বর পূজারা দলে থাকলেও অজিঙ্ক রাহানে কামব্যাকের সুযোগ পাবেন কিনা তা স্পষ্ট নয়। তবে দুজনেই দক্ষিণ আফ্রিকায় যথেষ্ট সফল। সুযোগ পেলে দুজনেই টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১ হাজার রান করার নজির গড়তে পারেন। পূজারা প্রোটিয়াদের বিরুদ্ধে ১৪টি টেস্টে ৭৫৮ রান করেছেন। একটি শতরান রয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে ৭ টেস্টে ৪১১ রান করেছেন একটি শতরান-সহ। রাহানে ১০টি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৪৮ রান করেছেন, তিনটি শতরান রয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩ টেস্টে রাহানে ২৬৬ রান করেছেন, সর্বাধিক স্কোর ৯৬।

English summary
Indian Cricketers Including Virat Shami Ashwin Pujara And Rahane On The Verge Of Different Milestones In SA. Virat Need 199 Runs To Complete Eight Thousand Test Runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X