For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচেও হরমনপ্রীতকে পাচ্ছে না মিতালির ভারত, চোট-চিন্তায় অজিরাও

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে প্রথম ম্যাচে ৯ উইকেটে হেরেছে ভারত। ম্যাককেতে কাল মিতালি রাজের দল নামবে সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে। যদিও এই ম্যাচেও দলের সহ অধিনায়ক তথা নির্ভরযোগ্য ব্যাটার হরমনপ্রীত কৌর খেলতে পারবেন না। চোট সমস্যায় রয়েছে অস্ট্রেলিয়া শিবিরও।

মরণ-বাঁচন ম্যাচেও হরমনপ্রীতকে পাচ্ছে না মিতালির ভারত

(ছবি- বিসিসিআই ভারতের মহিলা দলের টুইটার)

ভারতীয় মহিলা দলের ব্যাটিং কোচ শিবসুন্দর দাস জানিয়েছেন, হরমনপ্রীত এখনও ফিট নন। তাই কালকের ম্যাচেও তিনি প্রথম একাদশে থাকছেন না। উল্লেখ্য, প্রথম ম্যাচের আগে কোচ রমেশ পওয়ার জানিয়েছিলেন, হরমনপ্রীত দ্য হান্ড্রেড চলাকালীন যে চোট পেয়ে দেশে ফিরেছিলেন তা সেরে যাওয়াতেই তাঁকে দলে রাখা হয়েছিল। অস্ট্রেলিয়ায় অনুশীলনের সময় তাঁর বুড়ো আঙুলে চোট লেগেছে। সেই চোট সারার উপরই নির্ভর করবে তাঁর প্রথম একাদশে থাকা। কিন্তু দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকের মরণ-বাঁচন লড়াই থেকেও হরমনপ্রীতের ছিটকে যাওয়া নিঃসন্দেহে ভারতের কাছে বড় ধাক্কা।

প্রথম একদিনের আন্তর্জাতিকে ২২৬ রানের টার্গেট তাড়া করতে নেমে অ্যালিসা হিলি ও র‌্যাচেল হেইন্সের ওপেনিং জুটিতে ১২৬ রানের পার্টনারশিপের সৌজন্য ৫৪ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে দলের সহ অধিনায়ক হেইন্স ৯৩ রানে অপরাজিত ছিলেন। তিনিই দলের সর্বাধিক রান করেছিলেন। সেই হেইন্সের চোট দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকের আগে চিন্তায় রাখছে অজি শিবিরকে। এদিন নেটে অনুশীলনের সময় হঠাৎ লাফিয়ে ওঠা একটি বলে কনুইয়ে চোট পান। এরপর তিনি অনুশীলন করতে পারেননি। স্ক্যান রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। তবে যেভাবে চোট লেগেছে এবং যন্ত্রণাকাতর অবস্থায় হেইন্স নেট ছেড়েছেন তাতে তাঁর খেলার সম্ভাবনা কম।

ভারতীয় দল নিজেদের শক্তি অনুযায়ী পরিকল্পনা সাজানোতেই মনোনিবেশ করছে। টপ অর্ডার নিয়ে বড় চিন্তা না থাকলেও স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার কাছে ভালো শুরুর প্রত্যাশা করা হচ্ছে। তবে মিডল অর্ডারে কিছু রদবদলের ইঙ্গিত দিয়েছেন শিবসুন্দর। ভালো শুরুর পর মাঝের ওভারগুলিতে প্রতি ওভারে ৫ রান করে তুলে এবং শেষের দিকে ওভারপিছু ৬ রান করে সংগ্রহ করে ২৫০ বা তার বেশি রান তোলাই ভারতের লক্ষ্য। প্রথম ম্যাচে মিতালি রাজের ৬১ রানের সৌজন্যে ভারত ৮ উইকেটে করেছিল ২২৫। বাকি ব্যাটাররা সফল না হওয়ায় রিচা ঘোষের ঝোড়ো ব্যাটিংয়ে ২২০ টপকেছিল মিতালি রাজের দল। দলের ব্যাটসম্যানদের কার কোথায় সমস্যা রয়েছে তা নিয়ে সকলের সঙ্গে কথা বলেছেন ব্যাটিং কোচ। রানিং বিট্যুইন দ্য উইকেটসেও উন্নতি চাইছেন তিনি। বোলিং বিভাগেও কতটা উন্নতি ঘটানো সম্ভব হল সেদিকেও থাকবে সকলের নজর।

English summary
India Women's Vice Captain Harmanpreet Kaur Ruled Out Of The Second ODI Against Australia Women. Australian Vice Captain Rachael Haynes Is Also Doubtful Starter After Elbow Injury.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X