For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজের চতুর্থ ম্য়াচ ফ্লোরিডায়, কেমন হচ্ছে দুই দলের একাদশ?

Google Oneindia Bengali News

ক্রিকেটে কাল সুপার স্যাটারডে। কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে ভারত মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। বিকেল সাড়ে ৩টে থেকে এই ম্যাচ। সেটি শেষ হলেই মার্কিন মুলুকে ভারত আরও একটি টি ২০ সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে চাইবে। ফ্লোরিডার লডারহিলে সিরিজের চতুর্থ টি ২০ আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে মেন ইন ব্লু। রোহিত শর্মার দল ইতিমধ্যেই সিরিজে এগিয়ে ২-১ ব্যবধানে।

ফুরফুরে মেজাজে ভারত

ফ্লোরিডায় টি ২০ সিরিজের দুটি ম্যাচ হওয়া নিয়ে সংশয় ছিল। যদিও ভিসা সমস্যা কাটায় সূচি মেনেই খেলা দুটি হবে। ফ্লোরিডায় পৌঁছে মায়ামি বিচে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। আগের ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিং করার সময় ব্যাক স্প্যাজমের সমস্যা নিয়ে মাঠ ছেড়েছিলেন। তবে মাঝে বিশ্রাম পেয়ে রোহিত ফিট হয়ে গিয়েছেন।

শেষ সুযোগ!

সোমবার এশিয়া কাপের দল নির্বাচন। সেই দলকেই টি ২০ বিশ্বকাপে খেলানো হবে বলে মনে করা হচ্ছে। সামান্য কিছু রদবদল হতে পারে বিশ্বকাপের দলে। ফলে কাল ও রবিবার দুটি ম্যাচ কয়েকজন ক্রিকেটারের পক্ষে গুরুত্বপূর্ণ। এমনিতে ভারত উইনিং কম্বিনেশনে বড় বদল আনতে চাইবে না কালকের ম্যাচে। তবে স্বস্তির খবর, শেষ দুটি ম্যাচ খেলার জন্য ফিট রোহিত শর্মা। দীপক হুডা, শ্রেয়স আইয়াররা চাইবেন নিজেদের সেরাটা দিতে। শ্রেয়স একেবারেই ছন্দে নেই। যা তাঁকে অস্বস্তিতে রাখছে। বোলিং বিভাগে ছন্দহীন আবেশ খানের জায়গায় দেখা যেতে পারে হর্ষল প্যাটেলকে। ফ্লোরিডার ছোট মাঠে কৃপণ বোলিং করে নির্বাচকদের আস্থা অর্জন করতে চাইবেন অর্শদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিনরা।

সমতা ফেরাতে মরিয়া

সমতা ফেরাতে মরিয়া

ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ নানাবিধ কারণে পূর্ণশক্তির দল নামাতে পারেনি। নিকোলাস পুরাণের দলে নেই শেল্ডন কটরেল, ফ্যাবিয়ান অ্যালেন, এভিন লুইসের মতো ক্রিকেটাররা। টি ২০ বিশ্বকাপের দলে থাকতে পারেন আন্দ্রে রাসেল বা সুনীল নারিন। তার আগে বেশ কিছু তরুণ ক্রিকেটার ভারতের বিরুদ্ধে দুটি ম্যাচে ভালো খেলে নিজেদের দাবি জোরালো করতে পারেন। বোলিং অলরাউন্ডার ডমিনিক ড্রেকস দলে জায়গা ধরে রাখতে পারেন। সেক্ষেত্রে ব্য়াটিং অলরাউন্ডার ওডেন স্মিথকে খেলানো যেতে পারে উইকেটকিপার ডেভন থমাসের জায়গায়। সেক্ষেত্রে পুরাণ উইকেটকিপিং করবেন।

পরিসংখ্যান একনজরে

পরিসংখ্যান একনজরে

আইসিসির পূর্ণ সদস্যের দেশ একে অপরের বিরুদ্ধে ফ্লোরিডায় ১০টি টি ২০ ম্যাচ খেলেছে। যদিও ১২ বছর আগে এখানে প্রথম টি ২০ আন্তর্জাতিক হয়েছিল। ২০১৬ সালে ভারতকে ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি ২০ ম্যাচে এখানে হারায়, পরের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সেই শেষবার ক্যারিবিয়ান ব্রিগেড ভারতকে কোনও সিরিজে হারিয়েছিল। ২০১৯ সালে এখানে ভারত দুটি ম্যাচেই হারায় ওয়েস্ট ইন্ডিজকে। গত বছর কোভিড সংক্রমণের কারণে শ্রীলঙ্কায় তৃতীয় সারির দল নামিয়ে টি ২০ সিরিজ হেরেছিল ভারত। সেটি বাদ দিলে ভারত কোনও দ্বিপাক্ষিক টি ২০ সিরিজ হেরেছে সেই ২০১৯ সালের গোডায় অস্ট্রেলিয়া সফরে। ফ্লোরিডার উইকেট কেমন আচরণ করবে তা স্পষ্ট নয়। তবে বাউন্ডারি ছোট, ফলে রান উঠতে পারে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার পরিস্থিতি না থাকলেও অল্প বৃষ্টি হতে পারে।

কেমন হবে দুই দল?

কেমন হবে দুই দল?

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, দীপক হুডা, দীনেশ কার্তিক, হর্ষল প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ- ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, নিকোলাস পুরাণ (অধিনায়ক ও উইকেটকিপার), রভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার, ওডেন স্মিথ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়, ডমিনিক ড্রেকস

কমনওয়েলথ গেমসে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় দেরি কুস্তিতে, বজরং-দীপকের জয়, ভাবিনার পদক নিশ্চিতকমনওয়েলথ গেমসে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় দেরি কুস্তিতে, বজরং-দীপকের জয়, ভাবিনার পদক নিশ্চিত

English summary
India Will Face West Indies In The 4th T20I In Florida To Secure Series Win. At This Venue, India Beat West Indies In 2 T20Is In 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X