For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে অনন্য নজিরের মুখে বিরাট

Google Oneindia Bengali News

টি ২০ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক তিনিই। এবার সেই ভারত অধিনায়ক বিরাট কোহলিই অনন্য নজিরের মুখে দাঁড়িয়ে। বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম আমেদাবাদের মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওই কীর্তি গড়তে চলেছেন ভারত অধিনায়ক।

টি ২০ আন্তর্জাতিকে বিরাট

টি ২০ আন্তর্জাতিকে বিরাট

২০১০ সালে টি ২০ আন্তর্জাতিকে অভিষেক। ফলে দশ বছরের আন্তর্জাতিক টি ২০ কেরিয়ারে এখনও অবধি ৮৫টি ম্যাচ খেলেছেন বিরাট। ৭৯টি ইনিংসে ২১ বার অপরাজিত থেকে তিনি রান করেছেন ২,৯২৮। সর্বাধিক অপরাজিত ৯৪। স্ট্রাইক রেট ১৩৮-এর বেশি। গড় ৫০.৪৮। ২৫টি হাফ সেঞ্চুরি রয়েছে। চার মেরেছেন ২৬৫টি। ৮১টি ছক্কাও হাকিয়েছেন টি ২০ আন্তর্জাতিকে।

নজিরের হাতছানি

নজিরের হাতছানি

টি ২০ আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি রানের মালিক বিরাট কোহলিই। এবার বিশ্বে প্রথম ব্যাটসম্যান হিসেবে টি ২০ আন্তর্জাতিকে ৩ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার হাতছানি তাঁর সামনে। ৫টি ম্যাচে ৭২ রান দরকার। তাহলেই বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামে এই নয়া নজির গড়বেন তিনি। সবমিলিয়ে ২৯৯টি টি ২০ ম্যাচ খেলেছেন। মোট রান সাড়ে ৯ হাজার। ফলে আসন্ন আইপিএলেই টি ২০-তে তাঁর ১০ হাজার রান পূর্ণ হয়ে যেতে পারে। টি ২০-তে সবচেয়ে বেশি রান ক্রিস গেইলের (১৩,৭২০)। ১০ হাজারের বেশি রান রয়েছে ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড (১০,৬২৯) ও শোয়েব মালিক (১০,৪৮৮)-এর। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামের রয়েছে ৯,৯২২। তারপরেই রয়েছেন ডেভিড ওয়ার্নার (৯,৮২৪)।

দুইয়ে গাপটিল, তিনে রোহিত

দুইয়ে গাপটিল, তিনে রোহিত

টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রানের নিরিখে বিরাটের পর দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ২০০৯ থেকে টি ২০ আন্তর্জাতিক খেলছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ ছন্দেও ছিলেন। ৯৯টি ম্যাচ খেলা গাপটিলের মোট রান ২,৮৩৯, রয়েছে ২টি শতরান। গাপটিলের পরেই তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ২০০৭ থেকে টি ২০ আন্তর্জাতিক খেলছেন তিনি। রোহিতের রান ২,৭৭৩। তাঁর চারটি শতরান রয়েছে, আন্তর্জাতিক টি ২০-তে যা সবচেয়ে বেশি। এ ছাড়া ২১টি অর্ধশতরান করেছেন রোহিত। সর্বাধিক রান ১১৮। নিউজিল্যান্ডের কলিন মুনরো ও গ্লেন ম্যাক্সওয়েলের টি ২০ আন্তর্জাতিকে শতরান রয়েছে তিনটি করে।

শীর্ষে যাওয়ার হাতছানি ভারতের সামনে

শীর্ষে যাওয়ার হাতছানি ভারতের সামনে

আইসিসি টি ২০ দলগত ক্রমতালিকায় শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ভারত দুইয়ে। পাঁচ ম্যাচের সিরিজ যদি ভারত ৪-১ ব্যবধানে জেতে তাহলে বিরাট কোহলিরা টি ২০ আন্তর্জাতিকেও এক নম্বর জায়গা দখল করতে পারবেন। ইংল্যান্ডের পয়েন্ট ২৭৫, ভারতের ২৬৮। ২৬৭ পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রেলিয়া। তবে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারায় অজিদের আর ওপরে ওঠা হচ্ছে না। ভারত একে উঠলে দুইয়ে নেমে আসবে ইংল্যান্ড।

English summary
5-Match T20 Series Between India And England Will Commence From Friday. India Captain Virat Kohli Need 72 Runs To Become First Batsman To Cross 3000 Runs In T20Is.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X