For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি টেস্ট ক্রমতালিকায় অশ্বিনের লাফ, সেরা স্থানে রোহিতও

Google Oneindia Bengali News

আইসিসি টেস্ট ক্রমতালিকায় বোলারদের মধ্যে তিন নম্বরে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন। চলতি সিরিজে ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ হয়ে ওঠা রোহিত শর্মাও পৌঁছে গেলেন কেরিয়ারের সেরা স্থানে। ছয় ধাপ উঠে তিনি ব্যাটসম্যানদের তালিকায় আটে চলে এসেছেন। নিজের দ্বিতীয় টেস্টে ১১ উইকেট পাওয়ায় ৩০ ধাপ উঠে বোলারদের ক্রমতালিকায় ৩৮ নম্বরে আছেন অক্ষর প্যাটেল।

অশ্বিনের উত্থান

অশ্বিনের উত্থান

আইসিসি টেস্ট ক্রমতালিকায় বোলারদের মধ্যে চার ধাপ উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। ৮২৩ পয়েন্ট তিনি রয়েছেন তিন নম্বরে। প্রথম দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার দুই বোলার প্যাট কামিন্স (৯০৮) ও নিল ওয়াগনার (৮২৫)। চলতি সিরিজের ছন্দ ধরে রাখলে মোতেরায় পরের টেস্টেই ওয়াগনারকে টপকে দুই নম্বরে চলে আসবেন অশ্বিন।

রেকর্ড আটে রোহিত

রেকর্ড আটে রোহিত

আইসিসি টেস্ট ক্রমতালিকায় ব্যাটসম্যানদের মধ্যে আট নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা। চলতি সিরিজে দারুণ ছন্দে আছেন। সেই সঙ্গে মোতেরার কঠিন পিচে ভারতীয় ইনিংসকে কার্যত একার কাঁধে তিনি এগিয়ে নিয়ে গিয়েছেন। তার পুরস্কারস্বরূপ আইসিসি টেস্ট ক্রমতালিকায় প্রথম দশে চলে এলেন তিনি। ৭৪২ পয়েন্ট নিয়ে ছয় ধাপ উঠে রোহিত রয়েছেন আটে। তবে দুই ধাপ নেমে দশে চলে গিয়েছেন চেতেশ্বর পূজারা, তাঁর পয়েন্ট ৭০৮। ভারত অধিনায়ক বিরাট কোহলি পাঁচ নম্বরেই রয়েছেন, তাঁর পয়েন্ট ৮৩৬।

উঠলেন অক্ষর, নামলেন বুমরাহ

উঠলেন অক্ষর, নামলেন বুমরাহ

মোতেরায় দিন-রাতের গোলাপি বলের টেস্টে ৭০ রানে ১১ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছেন অক্ষর প্যাটেল। কেরিয়ারের দ্বিতীয় এবং নিজের শহরে প্রথম টেস্ট অক্ষর প্যাটেলের কাছে এমনিতেই স্মরণীয় হয়ে রয়েছে। আনন্দ আরও কয়েকগুণ বেড়ে গেল আইসিসি ক্রমতালিকায় ৩০ ধাপ উঠে আসায়। অক্ষর আছেন ৩৮ নম্বরে। তবে তৃতীয় টেস্টে নিজের শহরে বোলিংয়ের সুযোগ না পেয়ে জশপ্রীত বুমরাহ এক ধাপ নেমে নয় নম্বরে চলে এসেছেন। ব্যক্তিগত কারণে তিনি চতুর্থ তথা সিরিজের শেষ টেস্টেও খেলবেন না।

ভরসা রুট

ভরসা রুট

টেস্ট সিরিজে পিছিয়ে পড়লেও আইসিসি টেস্ট ক্রমতালিকার সদ্যপ্রকাশিত তালিকা অনুযায়ী ব্যাটসম্যানদের মধ্যে ভারত অধিনায়ক বিরাট কোহলির ঠিক উপরেই নিজের জায়গা ধরে রেখেছন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ৮৫৩ পয়েন্ট নিয়ে তিনি আছেন চারে। তবে বোলারদের মধ্যে জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড প্রথম দশে থাকলেও দুজনেই ক্রমতালিকায় নেমে গিয়েছেন। তিনি ধাপ নেমে ছয়ে আছেন অ্যান্ডারসন (৮০৯)। ৮০০ পয়েন্ট নিয়ে একধাপ নেমে সাতে আছেন স্টুয়ার্ট ব্রড।

English summary
India Beat England Comprehensively In Ahmedabad And Lead The Series 2-1. Ravichandran Ashwin Moves To Third Postion In ICC Test Rankings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X