For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চট্টগ্রামে চোট-জর্জরিত ভারতের একাদশে কুলদীপের থাকার জল্পনা, ODI সিরিজ হোয়াইটওয়াশ চায় বাংলাদেশ

Google Oneindia Bengali News

মীরপুরে একদিনের সিরিজ পকেটে পুরেই চট্টগ্রামে গিয়েছে বাংলাদেশ। কাল জিতলেই ভারতের বিরুদ্ধে সিরিজ হোয়াইটওয়াশ সম্পূর্ণ করতে পারবে লিটন দাসের দল। ০-৩ ব্যবধানে সিরিজ পরাজয় ঠেকানোই বড় চ্যালেঞ্জ ভারতীয় দলের কাছে। প্রথম যে দল ঘোষণা করা হয়েছিল তার মধ্যে থেকে একে একে সাতজন প্লেয়ার ছিটকে গিয়েছেন। কালকের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা, দীপক চাহার ও কুলদীপ সেন। ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

ভারতের কম্বিনেশন

ভারতের একাদশ নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথমেই ঠিক করে নিতে হবে শিখর ধাওয়ানের সঙ্গে কে ওপেন করতে যাবেন? ঈশান কিষাণ, রজত পাটীদার ও রাহুল ত্রিপাঠীর মধ্যে থেকে কাউকে বেছে নেওয়া হবে। আজকের অনুশীলনে হেড কোচ রাহুল দ্রাবিড় ও কালকের ম্য়াচের অধিনায়ক লোকেশ রাহুল বেশি সময় কাটিয়েছেন ঈশান কিষাণ ও রাহুল ত্রিপাঠীকে নিয়ে। তাঁদের মধ্যে একজন প্রথম একাদশে ঢুকে পড়বেন বলেই মনে করা হচ্ছে। নেটে ব্যাটারদের স্টান্স-সহ নানাবিধ টিপস দেন দ্রাবিড় নিজেও।

বোলিং বিভাগে রদবদল

বোলিং বিভাগে রদবদল

ভারতীয় দলে সাকুল্যে এখন রয়েছেন তিন জোরে বোলার। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে ভারত স্পিনারের সংখ্যা বাড়িয়েই নামতে চলেছে। আজই বিসিসিআই কুলদীপ যাদবকে তৃতীয় একদিনের ম্যাচে দলে নেওয়ার কথা জানিয়েছে। এদিন দলের সঙ্গে অনুশীলনে ছিলেন কুলদীপও। তিনি যদি প্রথম একাদশে ঢোকেন তাহলে শাহবাজ আহমেদ বাইরে থাকবেন। না হলে ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ ও অক্ষর প্যাটেল- স্পিনের এই ত্রিফলা নিয়েই নামবে মেন ইন ব্লু। কিন্তু যেভাবে কুলদীপকে ডেকে নেওয়া হয়েছে তাতে অভিজ্ঞ স্পিনারের একাদশে চলে আসার সম্ভাবনাও ভালোই।

বাংলাদেশের আরও একটি সিরিজ জয়

বাংলাদেশের আরও একটি সিরিজ জয়

বাংলাদেশ উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে বলে মনে করা হচ্ছে। দেশের মাটিতে ১৪টি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে ১৩টি একদিনের সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের পর আর কোনও দেশ বাংলাদেশ থেকে ওডিআই সিরিজ জিতে ফিরতে পারেনি। কাল চট্টগ্রামের আকাশ মেঘমুক্ত থাকারই পূর্বাভাস রয়েছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত পাঁচ বছরের ধারা অব্যাহত থাকলে ওডিআই ফরম্যাটে বাংলাদেশে সবচেয়ে বেশি রান ওঠা স্টেডিয়ামে কালও হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা।

একাদশ কেমন হবে?

একাদশ কেমন হবে?

ভারতের সম্ভাব্য একাদশ- শিখর ধাওয়ান, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, শাহবাজ আহমেদ বা কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, উমরান মালিক

বাংলাদেশের সম্ভাব্য একাদশ- লিটন দাস (অধিনায়ক), আনামুল হক, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন।

 FIFA World Cup 2022: ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার ছাড়লেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ FIFA World Cup 2022: ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার ছাড়লেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ

English summary
India vs Bangladesh 3rd ODI Preview With Pitch, Weather Report And Predicted XI. Injury-Hit India Will Try To Avoid ODI Series Whitewash.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X