For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে হার ভারতের

India U19, Pakistan U19, India, Pakistan, Asia Cup, U19 Asia Cup, ভারত, পাকিস্তান, এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

Google Oneindia Bengali News

পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ভারতের। টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলি'দের হারের ক্ষত পুরোপুরি সেরে ওঠার আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী'র বিরুদ্ধে ফের পরাস্থ হল ভারত।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে হার ভারতের

একই গ্রুপে থাকার ফলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হয়েছি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এমনিতে বয়স ভিত্তিক কোনও টুর্নামেন্টের গুরুত্বই সাধারণ মানুষের কাছে খুব বেশি থাকে না। কিন্তু কোনও টুর্নামেন্টে যদি মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তান, তা সে যে রকম টুর্নামেন্টই হোক গোটা বিশ্বের চোখ সেই ম্যাচের দিকেই থাকে।

এদিনের ম্যাচ তার ব্যতিক্রম ছিল না। শনিবার টসে জিতে ভারত'কে ব্যাটিং-এ আমন্ত্রণ জানান পাক অধিনায়ক কাশিম আক্রম। এই ধরনের হাইভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাটিং করার সুবিধা রয়েছে। রানা তাড়া করতে নেমে স্নাযুর উপর যে চাপটা সব সময়েই অনুভব করেন ব্যাটসম্যান'রা সেটা এ ক্ষেত্রে হয় না। তবে, প্রথমে ব্যাটিং-এর সুযোগ কাজে লাগাতে পারেনি ভারত। পাকিস্তানের বোলারদের দাপটে ভারত পুরো পঞ্চাশ ওভারও খেলতে পারেনি। ৪৯ ওভারেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। সব উইকেট হারিয়ে পাকিস্তানের সামনে ২৩৮ রানে টার্গেট রাখেন ইয়াশ ঢুলের দল। গত ম্যাচে শতরান করে নজরকাড়া হারনুর সিং (৪৬) এবং উইকেটরক্ষক আরাধ্য যাদব (৫০) ছাড়া কেউ টপ অর্ডারের কোনও ব্যাটসম্যান পাকিস্তান বোলারদের মোকাবিলা করতে পারেননি। বরং লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা ভয়ডরহীন ভাবে খেলার ২৩৭ রান স্কোর বোর্ডে তুলতে সক্ষম হয়েছিল ভারত। লোয়ার অর্ডারে কুশল তাম্বে (৩২) এবং রাজবর্ধন হাঙ্গারগেকর (৩৩)-ব্যাট হাতে সফল না হলেও আরও কম রানে শেষ হয়ে যেত ভারতীয় ইনিংস।

পাকিস্তানের হয়ে একাই পাঁচটি উইকেট নিয়েছেন জিশান জামির। দু'টি উইকেট পেয়েছেন আওয়াস আলি। একটি করে উইকেট পেয়েছেন কাশিম আক্রম এবং মাজ সাদাকাত।

ভারতের দেওয়া ২৩৮ রানে লক্ষ্য সামনে রেখে নিজেদের ইনিংসের শুরুতেই ওপেনার আব্দুল ওয়াহিদের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। তবে, এই উইকটের প্রভাব পড়েনি পাকিস্তানের ইনিংসে। রান আউট হয়ে ফেরার আগে পাকিস্তান'কে জয়ের অনেকটা কাছাকাছি পৌঁছে দেন ১০৫ বলে ৮১ রান করা মহম্মদ শেহজাদ। বাকি থাকা কাজ সমপন্ন করেন অধিনায়ক কাশিম আক্রাম (২২), ইরফান খান (৩২), রিজওয়ান মেহমুদ (২৯) এবং আহমেদ খান (২৯)। এই আহমেদ খান-ই শেষ বলে চার মেরে পাকিস্তান'কে জয়ে এনে দেন।

ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান রাজ বাওয়া। একটি করে উইকেট পেয়েছেন রাজবর্ধন, রবি কুমার এবং নিশান্ত সিন্ধু।

English summary
India lost against Pakistan by 2 wickets. India scored 237 batted first. Lost all ten wickets and played only 49 overs. In the response of that Pakistan easily chase down the run to get a win against arch rival. This was the second match both team played in ACC U19 Asia Cup 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X