For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC T20 WC: অনুশীলনে ধোনি! ভারতের প্রস্তুতি ম্যাচে সামনে ইংল্যান্ড, বিরাটের জন্য বিশ্বকাপ জেতার আর্জি রায়নার

Google Oneindia Bengali News

আইপিএলের এলিমিনেটরের পর এবার টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাল ফের মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলি ও ইয়ন মর্গ্যান। দুবাইয়ে ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রস্তুতি ম্যাচটি শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ভারতের প্রথম একাদশে খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। তবে ওপেনিং কম্বিনেশন, স্পিন আক্রমণ ও হার্দিক পাণ্ডিয়ার ফিটনেসের দিকেই থাকবে সকলের নজর। বিরাট কোহলি শেষবার দেশকে টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দেবেন টি ২০ বিশ্বকাপেই। তাই বিরাটের জন্যই এবার বিশ্বকাপ জেতার জন্য নিজেদের উজাড় করে দিতে ভারতীয় দলের কাছে আর্জি রেখেছেন সুরেশ রায়না। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে ভারতের অনুশীলনে মেন্টর ধোনির উপস্থিতি দেখে।

বিরাটের জন্য কাপ চাই

রায়নার কথায়, অধিনায়ক বিরাটের বিদায়-মুহূর্ত স্মরণীয় করে রাখার সেরা মুহূর্ত বিশ্বকাপ জয় ছাড়া কিছু হতে পারে না। তাই টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের কাছে সোজাসুজি বার্তা- বিরাটের জন্যই কাপ জিততে হবে। প্রত্যেককে নিজেদের উপর আস্থা রাখতে হবে যে, আমরা কাপ জিততে পারি। এর মাধ্যমে ক্যাপ্টেন বিরাট-পরবর্তী অধ্যায়ের জন্যও বিশ্ব ক্রিকেটের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। ভারতীয় সমর্থকরাও সেই লক্ষ্যের দিকে তাকিয়ে প্রিয় দলকে সমর্থন করে পারবেন। টি ২০ বিশ্বকাপ জেতার মতো ক্রিকেটার, মোমেন্টাম- সব কিছুই ভারতের সঙ্গে রয়েছে। মাঠে নেমে নিজেদের দক্ষতা অনুযায়ী যাবতীয় পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে হবে। টি ২০ বিশ্বকাপের আগে আইপিএলে ক্রিকেটাররা দুরন্ত ফর্মে থাকায় তা ভারতীয় ক্রিকেটের পক্ষেও ইতিবাচক ভূমিকা নেবে বলেই আশাবাদী রায়না।

প্রথম তিনেই সাফল্যের মন্ত্র

প্রথম তিনেই সাফল্যের মন্ত্র

ভারতের প্রথম তিন ব্যাটারের উপরও বিশ্বকাপের সাফল্য অনেকাংশে নির্ভর করবে বলে মনে করেন রায়না। আইসিসি রোহিত শর্মার ট্র্যাক রেকর্ড ঈর্ষণীয়। আইপিএলেও রোহিত ভালো খেলেছেন। রোহিত, রাহুল আর বিরাট ১৫ ওভার পর্যন্ত ক্রিজে কাটিয়ে দিতে পারলেই ভারতের কাজ সহজ হয়ে যাবে বলে বিশ্বাস এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের। মিডল অর্ডারে ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়ার মতো পাওয়ারহিটাররাও কার্যকরী ভূমিকা নিতে পারেন। তবে টপ থ্রি ব্যাটার ক্রিজে দীর্ঘ সময় কাটাতে পারলেই ভারতের কাছে কোনও টার্গেট তাড়া করাই যে অসম্ভব নয় সে ব্যাপারে নিশ্চিত রায়না। বরুণ চক্রবর্তী সংযুক্ত আরব আমিরশাহীর পিচে কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন বলেও মনে করছেন তিনি। বরুণের আন্তর্জাতিক ক্রিকেটের অনভিজ্ঞতাও প্রতিবন্ধকতা তৈরি করবে না। সিম বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। সেই সঙ্গে শার্দুল ঠাকুর দলে আসায় ভারতের জোরে বোলিংয়ের শক্তি বেড়েছে বলেই মনে করছেন চেন্নাই সুপার কিংসের সতীর্থ রায়না। টি ২০ বিশ্বকাপ জয়ের দীর্ঘ খরা এবার মিটবে বলেও সকলের মতোই আশায় সুরেশ রায়নাও।

নজরে হার্দিক-ঈশান

হার্দিক পাণ্ডিয়া কাল বোলিং করতে পারেন কিনা সেদিকে তাকিয়ে সকলে। তবে তিনি এখনও ম্যাচে বোলিং করার মতো অবস্থায় না এলে পন্থের আগে পাঁচে বা ছয়ে তাঁকে ব্যাট করাতে পাঠানো হতে পারে। অন্তত ১৫ বল হার্দিক খেলতে পারলে তিনি আক্রমণাত্মক ব্যাটিং করে ফারাক গড়ে দিতে পারেন। রোহিত শর্মার সঙ্গে ঈশান কিষাণ না লোকেশ রাহুলের কার ওপেনিং জুটি কার্যকরী হয় ইংল্যান্ড ও ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটাও দেখে নেওয়া হতে পারে। কাল দুজনকেই খেলানো হতে পারে। রোহিতের সঙ্গে ওপেন করে সফল হয়েছেন কিষাণ। তবে রাহুল ওপেন করলে মিডল অর্ডারে ঈশান আর হার্দিককে রেখেও দল সাজাতে পারে ভারত।

বোলিং কম্বিনেশন

ভারতের প্রথম একাদশে রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী নিশ্চিত। তিন নম্বর স্পিনার হিসেবে রাহুল চাহারের চেয়ে বিরাট রবিচন্দ্রন অশ্বিনকে এগিয়ে রাখতে পারেন। ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ পেসার হিসেবে থাকছেনই। শার্দুল থাকলে জোরে বোলিং, বিশেষ করে ডেথ ওভারে ডেথ ওভারে কার্যকরী হতে পারবেন। তবে ভারত তিন স্পিনারে গেলে দুই পেসারই থাকবেন প্রথম একাদশে। কে কেমন ছন্দে রয়েছেন সেটা দুই হেভিওয়েটের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেই দেখে নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

English summary
India To Take On England In Warm Up Match Tomorrow. Suresh Raina Urges Indian Squad To Win The T20 World Cup For Kohli.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X