For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিখরের ভারত গড়ল নতুন বিশ্বরেকর্ড! শতরান হাতছাড়া করে কী বললেন ধাওয়ান?

Google Oneindia Bengali News

শিখর ধাওয়ানের ভারত তিন ম্যাচের সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৩ রানে। কাল ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালেই ভারত নামবে সিরিজ জয়ের লক্ষ্যে। ইতিমধ্যেই বিদেশ সফরে গিয়ে কোনও একটি কেন্দ্রে একদিনের আন্তর্জাতিক সবচেয়ে বেশি সাফল্যের বিশ্বরেকর্ডটিও নিজেদের দখলে নিয়েছে মেন ইন ব্লু।

শতরান হাতছাড়া করে কী বললেন ধাওয়ান?

একঝাঁক তারকাকে বিশ্রাম দিয়ে তরুণদের নিয়ে দল গড়ে ওয়েস্ট ইন্ডিজে একদিনের সিরিজ খেলছে ভারত। ইংল্যান্ডে ফর্মে না থাকলেও শিখর ধাওয়ান গতকালই ফিরেছেন চেনা ছন্দে। হয়েছেন ম্যাচের সেরাও। মাত্র তিন রানের জন্য একদিনের আন্তর্জাতিকে ১৮তম শতরান পাননি। ২০১৯ সালের পর তাঁর ব্যাটে একদিনের আন্তর্জাতিকে শতরান আসেনি। তৃতীয় ভারত অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজে ওডিআই শতরান করার সুযোগও হাতছাড়া করেছেন।

শিখর ম্যাচের শেষে বলেন, শতরান পাইনি বলে কিছুটা হতাশ। কিন্তু ৯৭ রানের ইনিংসটি দারুণ উপভোগও করেছি। প্রথমদিকে পিচে খেলা যে সহজ ছিল না সেটাও উল্লেখ করেছেন ধাওয়ান। বল থমকে আসছিল, ঘুরছিল। কিন্তু তার মধ্যেই রণকৌশল ঠিক করে ফেলেন। ধাওয়ানের কথায়, যখন শুভমান ও শ্রেয়সের সঙ্গে ব্যাট করছিলাম তখন ঠিক করে নিই বড় স্কোর করে তরুণদের উপর চাপ কিছুটা কমিয়ে দিতে হবে। যাতে তাঁদের খেলা সহজ হয়ে যায়। উল্লেখ্য, শুভমান গিলের সঙ্গে ধাওয়ানের ওপেনিং জুটিতে ওঠে ১১৯ রান। শ্রেয়স আইয়ার ও শিখর ধাওয়ান যোগ করেন ৯৪। শুভমান গিল ৬৪ ও শ্রেয়স আইয়ার ৫৪ রান করেন। তবে পরের দিকে ভারতের রান তোলার গতি বেশ মন্থর হয়ে যায়। শেষ ১৫ ওভারে ওঠে ৭৩ রান।

শেষ ওভারে জেতার জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৫ রান। ক্রিজে তখন আকিল হোসেন ও রোমারিও শেফার্ড থিতু হয়ে গিয়েছেন। সেই অবস্থা থেকে ভালো বোলিং করে স্নায়ুযুদ্ধে ভারতকে ৩ রানের জয় এনে দেন মহম্মদ সিরাজ। শিখর ধাওয়ান স্বীকার করে নিয়েছেন, ম্যাচ যে এতটা ক্লোজ হবে তা তাঁরা ভাবেননি। তবে স্নায়ু শক্ত ছিল। ফাইন লেগকে পিছিয়ে দেওয়া এবং ২-৩টি বাউন্ডারি বাঁচানোয় জয়ের পথ সুগম হয়েছে বলে দাবি ধাওয়ানের। একটি রান আউট করতে না পারার কথা উল্লেখ করে বলেন, সব দিন সবার পারফেক্ট হয় না। পরের ম্যাচে আরও ভালো পারফরম্যান্স উপহার দেওয়ার আশ্বাসও শোনা গিয়েছে ধাওয়ানের গলায়।

English summary
India's ODI Captain Shikhar Dhawan Disappointed For Not Getting Hundred Against WI But Enjoyed It. India Will Face West Indies In The Second ODI To Clinch The Series Tomorrow.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X