For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি ক্রমতালিকার দ্বিতীয় স্থানে ভারতের ঝুলন গোস্বামী, দুই ধাপ নামলেন মিতালি রাজ

আইসিসি-র মহিলা ওয়ান ডে ক্রমতালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেন ঝুলন গোস্বামী, তৃতীয় স্থানে নেমে গেলেন মিতালি রাজ।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলকে তাদেরই মাটিতে তৃতীয় ওয়ান ডে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ঝুলন গোস্বামী আইসিসি ক্রমতালিকায় দুই ধাপ উঠলেন। অন্যদিকে দুই ধাপ নেমে গেলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। ক্রমতালিকায় এক ধাপ উঠেছেন ভারতেরই স্মৃতি মান্ধানা। মহিলাদের ওয়ান ডে ক্রমতালিকার অল রাউন্ড বিভাগে এক ধাপ নেমেছেন ভারতীয় দলের দীপ্তি শর্মা।

আইসিসি-র সদ্য প্রকাশিত মহিলা ওয়ান ডে ক্রমতালিকার বোলিং বিভাগে চার থেকে দ্বিতীয় স্থানে উঠে এলেন ঝুলন গোস্বামী। তাঁর রেটিং পয়েন্ট ৭২৭। ক্রমতালিকার প্রথম স্থানে অবস্থান করা অস্ট্রেলিয়ার জেসন জোনাসেনের রেটিং পয়েন্ট ৭৬০। ক্রমতালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ারই মেগান স্কাট। তাঁর রেটিং পয়েন্ট ৭১৭। চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার মারিজানে কাপ ও ইংল্যান্ডের সোফি ইকলেস্টোন। তাঁদের রেটিং পয়েন্ট যথাক্রমে ৭১৫ ও ৭০১। ক্রমতালিকার প্রথম দশ জনের তালিকা থেকে ছিটকে গেলেন ভারতের পুনম যাদব।

দীর্ঘদিন পরে মহিলা ব্যাটারদের ওয়ান ডে ক্রমতালিকার শীর্ষ স্থান হারালেন মিতালি রাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পর প্রকাশিত হওয়া নতুন ক্রমতালিকার তৃতীয় স্থানে নেমে গিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। তাঁর কাছে রয়েছে ৭৩৮ রেটিং পয়েন্ট। ৭৬১ রেটিং পয়েন্ট নিয়ে ক্রমতালিকার প্রথম স্থানে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার লিজেলে লি। দ্বিতীয় স্থানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার আলিসা হিলি। তাঁর রেটিং পয়েন্ট ৭৩৮। ক্রমতালিকায় এক ধাপ উঠেছেন ভারতেরই স্মৃতি মান্ধানা। ৭১০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ষষ্ঠ স্থানে অবস্থান করছেন। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়র মেগ লানিং নেমে গিয়েছেন ক্রমতালিকার সপ্তম স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৬৯৯। অজি ব্যাটসম্যান বেথ মোনি ৬৯০ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন অষ্টম স্থানে।

মহিলা ওয়ান ডে ক্রমতালিকায় এক ধাপ নেমেছেন ভারতের দীপ্তি শর্মা। ছিলেন চতুর্থ স্থানে। নেমে গেলেন পঞ্চম স্থানে। দীপ্তির রেটিং পয়েন্ট ২৯৯। ক্রমতালিকার প্রথম স্থানে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার মারিজানেস কাপ। তাঁর রেটিং পয়েন্ট ৩৮৪। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের নাতালিয়া স্কিভারের রেটিং পয়েন্ট ৩৭২। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার এলিসে পেরির রেটিং পয়েন্ট ৩৬৫।

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পর কুইন্সল্যান্ডে দুই দলের মধ্যে একমাত্র দিন রাতের টেস্টটি শুরু হতে চলেছে ৩০ অক্টোবর থেকে। গোলাপি বলে প্রথমবার টেস্ট খেলবেন মিতালি রাজরা। একই মাঠে ৭, ৯ ও ১০ অক্টোবর ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের মধ্যে যথাক্রমে তিনটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।

English summary
India's Jhulan Goswami rises to second place of ICC women's one day ranking
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X