For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলি কেপ টাউন টেস্টে দলে ফিরলে বাদ পড়বেন কোন ক্রিকেটার? দ্রাবিড় দিলেন ইঙ্গিত

Google Oneindia Bengali News

নতুন বছরের প্রথম টেস্টেই জোহানেসবার্গে হেরে গিয়েছে ভারত। সেঞ্চুরিয়নে পিছিয়ে পড়ার পর ওয়ান্ডারার্সে প্রথমবার ভারতকে টেস্টে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। কেপ টাউনের নিউল্যান্ডসে ভারত আবার কখনও টেস্ট জেতেনি, টেস্ট সিরিজ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকাকেও। ২০১০ সালের সফরে গিয়ে সিরিজ ড্র করে এসেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এবার বিরাট কোহলিদের সামনে কেপ টাউনেই সিরিজ জয়ের হাতছানি রয়েছে। সিরিজ নির্ণায়ক টেস্টে ভারতের দল নিয়ে চলছে জল্পনা। কেপ টাউন টেস্ট শুরু ১১ জানুয়ারি থেকে, ভারত গুরুত্ব দিচ্ছে অভিজ্ঞতাকেই।

দল গঠন নিয়ে জল্পনা

দল গঠন নিয়ে জল্পনা

বিরাট কোহলি ব্যাক স্প্যাজমের কারণে জোহানেসবার্গ টেস্টে খেলতে পারেননি। নেতৃত্ব দিয়েছিলেন লোকেশ রাহুল। কিন্তু পরের টেস্টে ফিট হয়ে বিরাট দলে ফিরছেন। আর সেখানেই দেখা দিয়েছে বড় প্রশ্ন- বিরাট দলে এলে বাদ পড়বেন কে? এমনিতেই মুম্বই টেস্টে শতরান করার পরেও দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্টে প্রথম একাদশে জায়গা হয়নি শ্রেয়স আইয়ারের। হনুমা বিহারী দুই ইনিংসেই ভালো ব্যাট করেছেন। দ্বিতীয় ইনিংসে তাঁর দায়িত্বশীল অপরাজিত ৪০ রান ভারতের লিড বাড়ানোর পক্ষে সহায়ক হয়েছিল। তবে সবচেয়ে মাথাব্যথা বেড়েছে চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে হাফ সেঞ্চুরি পাওয়ায়।

বাদ পড়ছেন কে?

বাদ পড়ছেন কে?

গৌতম গম্ভীর যদিও বলেছেন, ভারতীয় টেস্ট দলে সুযোগের মাপকাঠি কোনও হাফ সেঞ্চুরি হতে পারে না। বিরাট এলে বাইরে বসানো হোক অজিঙ্ক রাহানেকেই। কিন্তু সেই মতের সঙ্গে সহমত পোষণ যে হেড কোচ রাহুল দ্রাবিড় করছেন না, সেই ইঙ্গিত মিলেছে। দ্রাবিড় বলেছেন, হনুমা বিহারী দুই ইনিংসেই ভালো খেলেছেন। প্রথম ইনিংসে বলটা হঠাৎ লাফিয়ে ওঠায় তাঁর কিছু করার ছিল না। ফিল্ডার ক্যাচটিও ভালো ধরেন। দ্বিতীয় ইনিংসেও তিনি যেভাবে ব্যাট করেছেন তাতে তা বিহারীর আত্মবিশ্বাস বাড়াবে। শ্রেয়স আইয়ারও ভালো ব্যাট করেছেন। কিন্তু তাঁদের এটাও হৃদয় থেকে গ্রহণ করতে হবে যে, তাঁরা যেমন সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করছেন, তাঁদের সময়ও নিশ্চিতভাবেই আসবে। কিন্তু বিরাট দলে এলে পূজারা বা রাহানেকে বসিয়ে শ্রেয়স বা বিহারীকে খেলানোর সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়েছেন দ্রাবিড়।

পূজারা-রাহানে খেলবেন

পূজারা-রাহানে খেলবেন

রাহুল দ্রাবিড় তাঁদের সময়কার কথা তুলে ধরে কারও নাম না নিয়ে বলেছেন, জায়গা পাকা করতে অপেক্ষা করা ক্রিকেটে নতুন নয়। এখন যাঁদের সিনিয়র ক্রিকেটার বলা হয় তাঁদেরও কেরিয়ারের শুরুর দিকে অপেক্ষা করতে হয়েছে মিডল অর্ডারে জায়গা পাওয়ার জন্য। ভারতীয় কোচের কথাতেই পরিষ্কার, কেপ টাউনে সিরিজ নির্ণায়ক টেস্টে গুরুত্ব দেওয়া হচ্ছে অভিজ্ঞতার উপরেই। অর্থাৎ তিনে পূজারা, চারে, বিরাট, পাঁচে রাহানে।

উইকেটকিপিংয়ে পরিবর্তন?

উইকেটকিপিংয়ে পরিবর্তন?

ঋষভ পন্থ যেভাবে উইকেট ছুড়ে দিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে তাতে তিনি প্রবলভাবে সমালোচিত হয়েছেন। ব্যাট হাতে রান পাচ্ছেন না। উইকেটেকিপিংয়ের মান নিয়েও নানা প্রশ্ন উঠছে। এই অবস্থায় পন্থ কেপ টাউনে জায়গা ধরে রাখতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। কোচ দ্রাবিড় অবশ্য পন্থের পাশে রয়েছেন। তবে এমন কথাও জানা যাচ্ছে, বিরাট কোহলি-সহ কেউ কেউ পন্থের সাম্প্রতিক পারফরম্যান্সে মোটেই খুশি নন। আর সে কারণেই ঋদ্ধিমান সাহাকে ফেরানোর ভাবনাও ঘুরপাক খাচ্ছে দলের অন্দরমহলে। কিপিংয়ে ঋদ্ধি পন্থের চেয়েও কয়েক যোজন এগিয়ে, ব্যাট হাতেও যে দায়িত্বশীল ভূমিকা নিতে পারেন সেটাও সম্প্রতি দেখা গিয়েছে নিউজিল্যান্ড সিরিজে।

অনিশ্চয়তা সিরাজকে নিয়ে

অনিশ্চয়তা সিরাজকে নিয়ে

মহম্মদ সিরাজের হ্যামস্ট্রিং চোট পুরো সারেনি বলেও টেস্টের শেষে জানিয়েছিলেন দ্রাবিড়। এমনকী সিরাজের বল করতে না পারা প্রথম ইনিংসে ভারতকে যে ভুগিয়েছে সে কথা উল্লেখ করেছেন ভারতের হেড কোচ। কেপ টাউনের দলে তাই ইশান্ত শর্মা বা উমেশ যাদবকে খেলানোর প্রবল সম্ভাবনা রয়েছে। ভারতের সম্ভাব্য দল হতে পারে এরকম- লোকেশ রাহুল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ বা উমেশ যাদব বা ইশান্ত শর্মা।

English summary
India's Coach Rahul Dravid Gives Hint That Hanuma Vihari Set To Be Dropped In Cape Town Test. Wridhhiman Saha May Get A Chance In The Starting XI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X