দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়ের খরা কাটানো প্রসঙ্গে মুখ খুললেন রবি শাস্ত্রী
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়া'দের বিরুদ্ধে সিরিজ জয় এখনও পর্যন্ত সম্ভব না হলেও বিরাট কোহলি'র দলের ক্ষমতা রয়েছে এই তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রোটিয়া ব্রিগেড'কে নাস্তানাবুদ করার। এমনটাই মত ভারতের সদ্য প্রাক্তন কোচ রবি শাস্ত্রী'র।
টি-২০ বিশ্বকাপে ভারতের বিদায়ের পরই শেষ হয়েছে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে শাস্ত্রীর মেয়াদ। তবে, মেয়াদ সমাপ্ত হলেও মেন ইন ব্ল্যু-র পাশে থাকার আশ্বাসবানী শোনা গিয়েছে শাস্ত্রী'র কন্ঠে। তাঁর কথায়, "নিজেদের দক্ষতার প্রমাণ দেওয়ার জন্য এর থেকে ভাল আর কোনও সময় হতে পারে না।

বিরাট এক জন দুর্ধর্ষ অধিনায়ক এবং যোগ্যতা সমপন্ন একটা দল রয়ছে ওর সঙ্গে।"প্রাক্তন ভারত অধিনায়কের আরও সংযোজন, "দক্ষিণ আফ্রিকা-ই অজেয় রয়ে গিয়েছে। প্রোটিয়া দল নিজেদের গড়ে ভারতের বিরুদ্ধে সিরিজে অপরাজেয় ঠিকই, কিন্তু আমাদের ক্ষমতা রয়েছে তাঁদের সঙ্গে সমানে সমানে লড়াই চালানোর। বরাবরের মতো এ বারও আমার সমর্থন সব সময়ে ভারতের সঙ্গে থাকবে।"
জাতীয় দলের কোচ হিসেবে অনেক বছর কাটালেও শাস্ত্রীর আমলে সাফল্য বলতে বিশেষ কিছুই নেই। কোনও আইসিসি ট্রফি ভারত'কে এনে দিতে পারেননি তিনি। বরং দলের মধ্যে একাধিক বার কাছের ক্রিকেটারদের নিয়ে লবিবাজির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচে ভারত মাঠে নামবে ২৬ ডিসেম্বর। বক্সিং ডে টেস্টটি খেলা হবে সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে। জোহানেসবার্গের দ্য ওয়ান্ডেরার্স স্টেডিয়ামে ৩ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সিরিজের শেষ টেস্টটি আয়োজিত হবে কেপ টাউনে। বন্দর শহরটির নিউল্যান্ডসে শেষ টেস্টটি খেলবে টিম ইন্ডিয়া। এর পরই নতুন অধিনায়ক রোহিত শর্মা'র নেতৃত্বে একদিনের সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।
১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটি খেলেছিল ভারত। ডারবানে সেই ম্যাচটি খেলেছিল মেন ইন ব্ল্যু। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সফরে ত্রিশ বছরের টেস্ট দ্বৈরথ পূর্ণ করবে ভারত।