For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি২০: স্পিনের জাদুতে ধরাশায়ী কিউয়িরা, ভারতের জিততে চাই ১০০ রান

  • |
Google Oneindia Bengali News

প্রথম ম্যাচে অনবদ্য ব্যাটিং পারফরম্যান্স করার পরে দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ব্যাটিং মুখ থুবড়ে পড়ল। প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় টি-২০ ম্যাচে নিউজিল্যান্ড নির্ধারিত কুড়ি ওভারে মাত্র রান ৯৯ রান তুলল ৮ উইকেট খুইয়ে। এদিন দুর্দান্ত বল করলেন ভারতের স্পিনাররা। ভারতের ঘূর্ণি আক্রমণের জবাব নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের কাছে ছিল না।

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি২০: ভারতের জিততে চাই ১০০

এদিন প্রথম একাদশে কিছুটা বদল আনেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। উমরান মালিককে বসিয়ে খেলানো হয় যুজবেন্দ্র চাহালকে। আগের ম্যাচে খারাপ বোলিং করা অর্শদীপ সিং অবশ্য প্রথম একাদশে জায়গা পেয়েছেন। তবে তাঁকে শুরুতে বোলিংয়ে আনেননি হার্দিক। আগের ম্যাচের মতো তিনি বোলিংয়ের নেতৃত্ব দেন। সঙ্গে ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক হুডা এবং কুলদীপ যাদব বোলিং আক্রমণ সামলান। নিজের ঘরের মাঠে কুলদীপ যাদব ফের একবার অনবদ্য বোলিং করলেন। চার ওভারে দিলেন মাত্র ১৭ রান এবং নিলেন একটি উইকেট। এছাড়াও হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল এবং দীপক হুডা একটি করে উইকেট নিয়েছেন। একেবারে শেষ দিকে বোলিং করতে এসে অর্শদীপ সিংও দুটি উইকেট নেন।

উইকেটে যে টার্ন রয়েছে তা ম্যাচের আগে স্বীকার করেন দলের নির্ভরযোগ্য স্পিনার কুলদীপ যাদব। আর সেকথা মাথায় রেখেই ভারত উমরান মালিককে বসিয়ে যুজবেন্দ্র চাহালকে এদিন মাঠে নামায়। যার ফল হাতেনাতে পেয়েছে টিম ইন্ডিয়া। শুরুতেই ব্রেথ থ্রু এনে দেন এই চাহালই। পরপর স্পিনের ধাক্কা আর সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং।

নিউজিল্যান্ড এত কম রানে গুটিয়ে যাওয়ায় ভারতের কাছে অনবদ্য সুযোগ সিরিজের সমতা ফেরানোর। এই ম্যাচে ভারত জিতলে শেষ ম্যাচে ফয়সালা হবে সিরিজের। সেই ম্যাচটি খেলা হবে গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

English summary
Ind vs NZ 2nd T20I: Team Hardik Pandya Made Come Back, Black Caps Inning Collapse Early
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X