For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL Auction 2022: আইপিএল নিলামকে ঘিরে মিমের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ায়

আইপিএল নিলামকে ঘিরে মিমের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ায়

Google Oneindia Bengali News

বেঙ্গালুরুতে চলছে আইপিএল-এর মেগা নিলাম। গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের চোখ এখন সেই দিকেই। ২০১৮-এর পর এটাই সব থেকে বড় আইপিএল নিলাম। মোট ৬০০ ক্রিকেটারের ভাগ্য নির্ধারন হবে দু'দিন ধরে। মোট দশটি আইপিএল দল এ বারে আইপিএল-এ অংশ নিয়েছে।

IPL Auction 2022: আইপিএল নিলামকে ঘিরে মিমের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ায়

আইপিএল-এর মেগা নিলামকে ঘিরে যখন উত্তেজনার চোরাস্রত বইছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তখন একদল নেটাগরিক এই নিলামকে ঘিরেই মস্করায় মেতেছেন টুইটারে। একের পর এক মিম ঘুরে বেড়াচ্ছে এই নিলামকে কেন্দ্র করে।

ফাফ ডু প্লেসিসের বিড হাত ছাড়া হওয়ার পর নেটাগরিকদের মজার মিম দেখা গিয়েছে নিমালে।

প্যাট কা্মিন্সকে অর্ধেকেরও কম দামে কলকাতা নাইট রাইডার্স নেওয়ার পর মিমের ছড়াছড়ি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জনপ্রিয় ধারাবাহিক তারক মেহতা কা উল্টা চশমার প্রধান চরিত্র জেঠালাল গড়া'কে নিয়েও মস্করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গোকুল ধাম প্রিমিয়ার লিগে খেলা জেঠালালকে নিলামে তোলারর জন্য সাজেশানও এসেছে সমর্থকদের থেকে।

এই আইপিএলে ফ্রাঞ্চাইজিরা কী ভাবছে, তাদের মনের কথাও একজন টুইট করেছেন।

উল্লেখ্য, এ বারের আইপিএল-এ চোখ ধাঁধানো দাম পেয়েছেন দীপক চাহর, শার্দূল ঠাকুর, ঈশান কিষান। অল-রাউন্ডারদের মধ্যে ৮.২৫ কোটি টাকায় দল পেয়েছেন ক্রণাল পান্ডিয়া। ৫.৭৫ কোটি টাকা এই নিলাম থেকে উপার্জন করেছেন দীপক হুডা। চোখ ধাঁধানো দর পাওয়া ক্রণাল এবং দীপককে নিয়েও কম মিম হয়নি। মিম হয়েছে বিতর্কিত মানকাডিং কাণ্ডে জড়িত জস বাটলার এবং রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েও। রবিচন্দ্রন অশ্বিনকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ২০১৯ সালে এই বাটলারকেই মানকাডিং করেছিলেন অশ্বিন। এখন একই দলের হয়ে খেলবেন এই দুই ক্রিকেটার।

এ দিন ১৫.২৫ কোটি টাকায় দল পাওয়ার ফলে ভারতীয়দের মধ্যে আইপিএল নিলামে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ উপার্যনকারী হলেন ঝাড়খন্ডের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আইপিএল নিলামে সর্বোচ্চ অর্থ উপার্যনকারী যুবরাজ সিং। ১৬ কোটি টাকায় তাঁকে ২০১৫ সালে দলে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস (দিল্লি ক্যাপিটলস)।

English summary
Cricket fans troll many buys in the IPL Auction 2022 as they feel players like Krunal Pandya , Deepak Chahar received overrated prices. Total 590 cricketers have taken part in this auction.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X