For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল নিয়ে বিরাট সিদ্ধান্ত আইসিসির! ২০২৩ থেকে ২০২৭ অবধি ভারত টেস্ট খেলবে কাদের বিরুদ্ধে?

Google Oneindia Bengali News

সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ আগেই জানিয়েছিলেন, আইপিএলের সময়সীমা আরও বাড়ানো হবে। যদিও সেই পদক্ষেপের বিরোধিতা করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। তবে তা ধোপে টিকছে না। ২০২৩ থেকে ২০২৭ সালে ১২টি পূর্ণ সদস্যের দেশের যে সূচি আইসিসি তৈরি করেছে তাতে দেখা যাচ্ছে গুরুত্ব দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগকে। আইপিএলের ব্যাপ্তি যেমন বাড়ছে, তেমনই উইন্ডো রাখা হচ্ছে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগকে। তবে আন্তর্জাতিক সূচি ও পিএসএলের জাঁতাকলে পড়ছে পাকিস্তান।

ফ্র্যাঞ্চাইজি লিগগুলিকে স্বস্তি

ফ্র্যাঞ্চাইজি লিগগুলিকে স্বস্তি

আইসিসির নতুন ফিউচার ট্যুরস প্রোগ্রাম বা এফটিপি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি। তবে সেই এফটিপির যে খসড়া শুধু চূড়ান্ত হওয়ার অপেক্ষায় তার ভিত্তিতে ইএসপিএন ক্রিকইনফো দাবি করেছে, বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলিকে যাতে ভালোভাবে আয়োজন করা যায় তা সুনিশ্চিত করতে পদক্ষেপ করেছে আইসিসি। চলতি মাসে আইসিসির বোর্ড মিটিংও রয়েছে বার্মিংহ্যামে। ২০১৪ থেকে ২০২১ অবধি আইপিএল হয়েছে আটটি দলকে নিয়ে। প্রতি মরশুমে হতো ৬০টি ম্যাচ। এবার থেকে আইপিএলে দলের সংখ্যা বেড়ে হয়েছে ১০, ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪। ২০২৩ ও ২০২৪ সালে আইপিএলে ম্যাচের সংখ্যা না বাড়লেও ২০২৫ ও ২০২৬ সালে ৮৪টি ম্যাচ হবে বলে মিডিয়া স্বত্বের নিলামের সময় ঘোষণা করে বিসিসিআই। ২০২৭ সালে আইপিএলে ম্যাচের সংখ্যা বেড়ে সর্বাধিক ৯৪ হবে বলেও বিসিসিআই জানায়। বিসিসিআইয়ের মতো ক্রিকেট মরশুমে টি ২০ কিংবা ১০০ বলের লিগের জন্য ছোট উইন্ডো বের করতে হয় ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইসিবিকেও। তবে এবার স্বস্তি দিতে চলেছে আইসিসির এফটিপি।

আইপিএল আড়াই মাসের উইন্ডোয়

আইপিএল আড়াই মাসের উইন্ডোয়

আইপিএলের জন্য আড়াই মাসের উইন্ডোর ব্যবস্থা থাকছে আইসিসির নতুন এফটিপিতে। ইংল্যান্ডের ক্ষেত্রে যাতে তারকারা দ্য হান্ড্রেডে খেলতে পারেন সেই জন্য এফটিপির খসড়া সূচি অনুযায়ী, জুলাই থেকে অগাস্টের মধ্যে তিন সপ্তাহের উইন্ডো থাকবে। ২০২৪ বাদে অন্য সময়ে জানুয়ারি মাসে সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া, যাতে তারকারা বিগ ব্যাশ লিগে অংশ নিতে পারেন। আইপিএলের বেশিরভাগ সময় আন্তর্জাতিক ক্রিকেট থাকে না। তবে তেমনটা হয় না অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের ঘরোয়া লিগের জন্য। কিন্তু এমনভাবে এবার সূচি তৈরির চেষ্টা হচ্ছে যাতে বিশ্বের তারকাদের এই টুর্নামেন্টগুলিতে অংশ নিতে দেশের হয়ে কমিটমেন্ট বাধা হয়ে না দাঁড়ায়।

সমস্যায় পড়বে পাকিস্তান

সমস্যায় পড়বে পাকিস্তান

অগাস্ট-সেপ্টেম্বরে হয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয়ে থাকে জানুয়ারিতে। ক্রিকেট সাউথ আফ্রিকা আগামী জানুয়ারি থেকে টি ২০ লিগ চালু করতে চলেছে। এই টুর্নামেন্টগুলিও যতটা সম্ভব আন্তর্জাতিক ক্রিকেটের চাপ কাটিয়ে আয়োজন করা যায় সেই বিষয়গুলিও মাথায় রাখা হচ্ছে। তবে দক্ষিণ আফ্রিকার লিগের সময়ই পড়তে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা নতুন টি ২০ লিগ। তবে রমজানের কথা মাথায় রেখে পিসিবিকে পাকিস্তান সুপার লিগ আয়োজন করতে হবে। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ, ২০২৪ সালে জানুয়ারি-ফ্রেব্রুয়ারি ও ২০২৬ সালের ডিসেম্বর থেকে জানুয়ারি অবধি পিএসএল আয়োজনের পরিকল্পনা রয়েছে পিসিবির। ২০২৪-২৫ মরশুমে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সূচি পিসিবিকে পিএসএল নিয়ে বড় সমস্যায় ফেলতে পারে। যা সূচি রয়েছে তাতে ২০২৫ সালে পিএসএল রমজানের মধ্যেই আয়োজন করতে হতে পারে এবং সেটা হলে আইপিএলের সময়ই করতে হবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত

আইসিসির এজিএম চলতি মাসের ২৫ ও ২৬ তারিখ হবে। সেখানে এফটিপির চূড়ান্ত খসড়া পেশ করা হবে। ২০২৩ থেকে ২০২৫ সাল অবধি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সংস্করণটি হবে তাতে দেখা যাচ্ছে ভারত হোম সিরিজ খেলবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে। এ ছাড়া অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকায় যাবে ভারত। ২০২৫ থেকে ২০২৭ সাল অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত দেশের মাটিতে খেলবে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে অ্যাওয়ে সিরিজ।

English summary
International Cricket Calendar From May 2023 To April 2027 Affirms Growing Primacy Of Franchise T20 Leagues. There Are A Two-And-A-Half-Month Window For The IPL Every Year, Home-Season Windows For The Hundred And The BBL Respectively.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X