For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত ছিল একে, ইংল্যান্ড পাঁচে - ৪-১'য়ে ভরাডুবির পর কী দাঁড়াল আইসিসি টেস্ট ক্রমতালিকা

৪-১ ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হেরেছে ভারত। কিন্তু এখনও, তারা টেস্ট ক্রমতালিকার শীর্ষেই রয়েছে। অন্যদিকে, ইংল্যান্ড উঠে এসেছে চতুর্থ স্থানে।

  • |
Google Oneindia Bengali News

আইসিসি ক্রমতালিকায় এক নম্বর হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে এসেছিল ভারত। উল্টোদিকে ইংল্যান্ড ছিল পাঁচ নম্বরে। ভারতীয় ভক্তরা তাই আশা করেছিলেন এবার নাস্তানাবুদ করে দেওয়া য়াবে ইংরেজদের। বদলে সিরিজ শেষে ৪-১ ফলে ধরাশায়ী হয়েছে ভারতই। এই বিশাল হারে কি ভারত খোয়ালো এক নম্বর টেস্ট দলের তাজ?

৪-১য়ে ভরাডুবির পর কী দাঁড়াল আইসিসি টেস্ট ক্রমতালিকা

না, ভারত ঘরের মাঠে পর পর সিরিজ জিতে পয়েন্টে এতটাই এগিয়ে ছিল অন্যান্য দলগুলির থেকে যে এই বিশাল ব্যবধানে হারের পরও এক নম্বর জায়গায় ধরে রেখেছে ভারতীয় ক্রিকেট দল। তবে তাদের পয়েন্টে বড় ধস নেমেছে। ১২৫ থেকে ১০ পয়েন্ট কমে এখন তাদের প্রাপ্ত পয়েন্ট ১১৫।

ইংল্যান্ড দলের অবশ্য স্বাভাবিকভাবেই অনেকটাই বেড়েছে পয়েন্ট। ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে নামার আগে তাদের পয়েন্ট ছিল ৯৭। সিরিজ থেকে ৮ পয়েন্ট সংগ্রহ করে তারা পৌঁছেছে ১০৫ নম্বরে। ফলে নিউজিল্যান্ডকে টপকে ক্রমতালিকায় তারা এখন চারে। নিঃশ্বাস ফেলছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ঘাড়ে। যথাক্রমে দুই ও তিন নম্বরে থাকা দলদুটির উভয়েরই পয়েন্ট ১০৬। ভগ্নাংশে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

৪-১য়ে ভরাডুবির পর কী দাঁড়াল আইসিসি টেস্ট ক্রমতালিকা

অন্যদিকে ক্রমতালিকায় পাঁচে নেমে গেলেও নিউজিল্যান্ডও কিন্তু খুব পিছিয়ে নেই। তাদের পয়েন্ট ১০২। অর্থাত ১০২ থেকে ১০৭ এই ৫ পয়েন্টের মধ্যেই এখন রয়েছে টেস্ট খেলিয়ে ৪টি দেশ। পরের সিরিজগুলি খেলা শুরু হলেই তালিকায় অদল বদল ঘটা শুরু হবে, এমনটা বলাই যায়। সেই সঙ্গে এটাও ঠিক ইংল্যান্ডে জঘন্য সিরিজ হারের পরও ভারত বাকি দলগুলি থেকে নিরাপদ দূরত্বেই রয়েছে।

সেরা ব্যাটসম্যানদের তালিকাতেও বিরাট কোহলি একনম্বরে থাকলেও তাঁরও রেটিং পয়েন্ট কমেটে। অন্যদিকে রেটিং পয়েন্ট বাড়িয়ে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্ণারকে পিছনে ফেলে ৪ নম্বরে উঠে এসেছেন ইংরেজ অধিনায়ক জো রুট।

৪-১য়ে ভরাডুবির পর কী দাঁড়াল আইসিসি টেস্ট ক্রমতালিকা

ইংল্যান্ডে মাত্র একটিই টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তিনি সেরা বোলারদের তালিকায় তিন থেকে চারে নেমে গিয়েছেন।

৪-১য়ে ভরাডুবির পর কী দাঁড়াল আইসিসি টেস্ট ক্রমতালিকা

English summary
India has lost the test series to England by 4-1. But still, they have survived at the top of test rankings. On the other hand, England has risen to the 4th spot.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X