For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান ম্যাচে শাহিন আফ্রিদির বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি নেওয়া উচিৎ ভারতের, জানিয়ে দিলেন বিশ্বকাপ জয়ী তারকা

পাকিস্তান ম্যাচে শাহিন আফ্রিদির বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি নেওয়া উচিৎ ভারতের, জানিয়ে দিলেন বিশ্বকাপ জয়ী তারকা

Google Oneindia Bengali News

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দল আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর অভিযান শুরু করতে চলেছে। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হবে এই ম্যাচ। মহারণের সমস্ত টিকিট ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। দর্শক ভর্তি স্টেডিয়ামের শব্দব্রহ্মে বিশ্বের ক্রিকেটের সেরার সেরা ম্যাচে বল গড়ানোর আগে ভারতীয় দলের প্রাক্তন তারকা গৌতম গম্ভীর জানিয়ে দিলেন পাকিস্তানের সেরা অস্ত্রকে ভোঁতা করার দক্ষতা রয়েছে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের।

আফ্রিদির বিরুদ্ধে বাঁচলে চলবে না রান করতে হবে ওর বিরুদ্ধে:

আফ্রিদির বিরুদ্ধে বাঁচলে চলবে না রান করতে হবে ওর বিরুদ্ধে:

এক বেসরকারি টিভি চ্যানেলে গৌতম গম্ভীর জানিয়েছেন, শাহিন আফ্রিদির থেকে বাঁচার চেষ্টা করলে চলবে না, ভারতীয় দলকে চেষ্টা করতে হবে ওর বিরুদ্ধে রান করার। তিনি বলেছেন, "শাহিন শাহ আফ্রিদির থেকে বাঁচার চেষ্টা না করে ওর বোলিং-এ রান তোলার চেষ্টা করতে হবে। কারণ যেই মুহূর্তে ওর বিরুদ্ধে বাঁচার চেষ্টা করবে তখন সমস্ত কিছুই ছোট দেখাবে। টি-২০ ক্রিকেটে আপনি বাঁচার চেষ্টা করতে পারেন না।"

আফ্রিদির বোলিংকে শাসন করার ক্ষমতা রয়েছে ভারতের টপ অর্ডারের:

আফ্রিদির বোলিংকে শাসন করার ক্ষমতা রয়েছে ভারতের টপ অর্ডারের:

গৌতম গম্ভীরের আরও সংযোজন, "আমি জানি নতুন বল হাতে ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কিন্তু যাইহোক ভারতীয় ব্যাটসম্যানদের রান করতে হবে, নিজেদের উচ্চস্তরে নিয়ে যেতে হবে এবং মারার পরিবর্তে বলকে টাইম করার দিকে নজর দিকে হবে। ভারতের কোনও সমস্যা হওয়ার কথা নয় কারণ ভারতের উপরের দিকে ৩-৪ জন ব্যাটসম্যানের মধ্যে দক্ষতা রয়েছে শাহিনের বোলিংকে শাসন করতে পারে।"

গুরুত্বপূর্ণ হতে চলেছে উইকেটের মধ্যে রানিং:

গুরুত্বপূর্ণ হতে চলেছে উইকেটের মধ্যে রানিং:

মেলবোর্নের মাঠ বিশ্বের অন্যতম বড় মাঠগুলির মধ্যে অন্যতম। সেক্ষেত্রে ভারতীয় দলের স্ট্র্যাটেজি কী হওয়া উচিৎ সেটাও উল্লেখ করেছেন গম্ভীর। তিনি বলেছেন, "সাধারণ (মেলবোর্নে) সাইড বাউন্ডারি মারাটা খুব সহজ কাজ নয়। ফলে ওদের ফাঁকা জায়গা খুঁজতে হবে। দুই রানকে তিন রানে কনভার্ট করতে হবে, এক রানকে দুই রানে কনভার্ট করতে হবে।"

মেলবোর্নে রান করা নিয়ে কম-বেশি একই মত পাঠানেরও:

মেলবোর্নে রান করা নিয়ে কম-বেশি একই মত পাঠানেরও:

ইরফান পাঠান বলেছেন, "দেখুন, একটা বিষয় কিন্তু পরিস্কার এবং তা হল যখন আপনি মেলবোর্নে খেলবেন সেখানে স্ট্রেট বাউন্ডারি কিন্তু বড় নয়। কিন্তু সাইড বাউন্ডারি বিরাট বড়। অবশ্যই ইন্ডিয়াকে স্মার্ট হতে হবে বিশেষ করে ব্যাটিং করার ক্ষেত্রে।"

বিনিকে যোগ্যতম বলে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন ক্রিকেটার-নেতা! রজার-স্টুয়ার্ট নিয়ে সৌরভের মন্তব্য ভাইরালবিনিকে যোগ্যতম বলে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন ক্রিকেটার-নেতা! রজার-স্টুয়ার্ট নিয়ে সৌরভের মন্তব্য ভাইরাল

English summary
ICC T20I World Cup 2022: Gautam Gambhir clears the strategy that India should take against Pakistan in MCG
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X