For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি-টোয়েন্টি হিরো থেকে করোনা ফাইটার, যোগিন্দর শর্মাকে কুর্নিশ বিশ্ববাসীর

টি-টোয়েন্টি হিরো থেকে করোনা ফাইটার, যোগিন্দর শর্মাকে কুর্নিশ বিশ্ববাসীর

  • |
Google Oneindia Bengali News

২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারটা মনে পড়ছে? বিধ্বংসী মেজাজে থাকা পাকিস্তানের ব্যাটসম্যান মিসবা-উল-হকের সামনে ভারতের অখ্যাত যোগিন্দর শর্মা। আশা-নিরাশার দোলাচল চলছিল সমানে। সেসব ভেদ করে সেদিন নায়ক হয়েছিলেন হরিয়ানার স্পিড স্টার। মিসবার উইকেট নিয়ে দেশের হাতে সেদিন বিশ্বকাপটা তিনি তুলে দিয়েছিলেন।

এবার তিনি অন্য যুদ্ধে অবতীর্ণ। এবার লড়াই জীবনের। মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে সংগ্রামে নীল জার্সির পরিবর্তে খাকি পোশাকে দায়িত্ব পালন করছেন যোগিন্দর। তাঁকে কুর্নিশ জানাচ্ছে আইসিসি থেকে বিশ্ববাসী।

করোনার প্রভাব

করোনার প্রভাব

ভারতে ক্রম প্রভাব বিস্তার করছে করোনা ভাইরাস। দেশে ইতিমধ্যেই মারণ ভাইরাসের বলি হয়েছেন ২৪ জন। আক্রান্তের সংখ্যা প্রায় এক হাজার। আগামী এক সপ্তাহ পরিস্থিতি আরও কঠিন হওয়ার সম্ভাবনায় আগেভাগে প্রস্তুতি নিচ্ছে সরকার।

সরকারের ভূমিকা

সরকারের ভূমিকা

করোনা ভাইরাসের চেন ভাঙতে দেশব্যাপী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাতে ব্যাপক সাড়া মিলিছে বলা চলে। ক্রিকেটার থেকে সেলেব্রিটি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন প্রত্যেকে। তা সত্ত্বেও কিছু মানুষ নিয়ম লঙ্ঘন করে রাস্তায় নামছেন। তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা নিচ্ছেন পুলিশকর্মীরা।

পুলিশ কর্তা যোগিন্দর

পুলিশ কর্তা যোগিন্দর

ক্রিকেটকে বিদায় জানানোর পর হরিয়ানা পুলিশের ডিএসপি পদে কাজ করতে শুরু করেছেন ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপের নায়ক যোগিন্দর শর্মা। করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় এবার তিনি দেশের মানুষের সেবার নিয়োজিত। ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাচ্ছেন এবং তাঁদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করছেন যোগিন্দর ও তাঁর সহকর্মীরা।

আইসিসি-র টুইট

খাকি পোশাক ও মাস্ক পরিহিত যোগিন্দর শর্মার ছবি টুইটারে পোস্ট করেছে আইসিসি। ভারতের প্রাক্তন ক্রিকেটারের কাজকে তারা কুর্নিশ জানিয়েছে। আইসিসি লিখেছে, ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপের হিরো থেকে ২০২০-র রিয়াল ওয়ার্ল্ড হিরো। যোগিন্দরকে কুর্নিশ জানিয়েছে বিশ্ব।

English summary
ICC praises cricketer turned policeman Joginder Sharma's fight against coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X