For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: কেমন দল গড়ল সানরাইজার্স হায়দরাবাদ, ওয়ার্নার-ঋদ্ধির বিকল্প কি পাওয়া গেল, দেখে নিন

IPL 2022: কেমন দল গড়ল সানরাইজার্স হায়দরাবাদ, ওয়ার্নার-ঋদ্ধির বিকল্প কি পাওয়া গেল, দেখে নিন

Google Oneindia Bengali News

মেগা নিলাম শেষে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি পরিকল্পনা মাফিক নিজেদের দল গুছিয়ে নিয়েছে। দর কষাকষির লড়াইয়ে পছন্দের মতো কোনও ক্রিকেটারকে পায়নি অনেক ফ্রাঞ্চাইজি, আবার অনেক ক্রিকেটারকে অকল্পনীয় দর দিয়ে নিতে হয়েছে। জলে দরেও এসেছেন অনেকে। ফলে ভালমন্দ মিশিয়ে প্রত্যেকটি দলের মতোই আইপিএল নিলাম থেকে বাজারটা সেরে ফেলেছে সানরাইজার্স হায়দরাবাদ।

IPL 2022: কেমন দল গড়ল সানরাইজার্স হায়দরাবাদ, ওয়ার্নার-ঋদ্ধির বিকল্প কি পাওয়া গেল, দেখে নিন

এই নিলামে যেমন তারা ধরে রাখতে পারেনি ডেভিড ওয়ার্নারকে তেমনই হাতছাড়া হয়েছে ঋদ্ধিমান সাহা। আবার অন্য দিক দিয়ে দেখলে এইডেন মার্করাম, মার্কো জেনসনের মতো প্রভাবশালী ক্রিকেটারের সার্ভিস নিশ্চিত করেছে তারা। উল্লেখ্য, ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে প্রথম বার আইপিএল খেতাব জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ।

অঙ্কের কচকচানি এবং বিবিধ হিসেব নিকেশের পর কেমন দল গড় সাইরাইজার্স হায়দরাবাদ দেখে নেওয়া যাক।

আসন্ন আইএসএল-এর জন্য ২৩ জন ক্রিকেটারের স্কোয়াড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই ২৩ ক্রিকেটারের মধ্যে বিদেশি সংখ্যা৮। নিলামের আগে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ১৪ কোটি টাকায় ধরে রেখেছিল সানরাইজার্স । দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তারা ধরে রাখে আব্দুল সামাদকে। চার কোটি টাকায় রিটেন করা হয়েছিল তাঁকে। সামাদের মতোই চার কোটি টাকায় ধরে রাখা হয় আগামী দিনে ভারতীয় ক্রিকেটের তারকা হয়ে ওঠার সম্ভবনা থাকা উমরান মালিককে।

এ ছাড়া নিলাম থেকে ৮ কোটি ৭৫ লক্ষ টাকায় এসআরএইচ তুলে নেয় ওয়াশিংটন সুন্দরকে। ওয়ার্নারের ফাঁকা জায়গা ভরাট করতে সানরাইজার্স নেয় নিকোলাস পুরাণকে। ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ব্যাটসম্যানকে নেওয়া জন্য টাকার কথা ভাবেনি দলটি। ১০ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করা হয় তাঁর জন্য। টি নটরাজনকে ৪ কোটি টাকায় কেনে সানরাইজার্স হায়দরাবদ। ভুবনেশ্বর কুমারের জন্য তারা দর দেয় ৪ কোটি ২০ লক্ষ টাকা। ২০ লক্ষ টাকা বেস প্রাইসে প্রিয়ম গর্গকে তুলে নেয় অরেঞ্জ আর্মি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং-এ এবং মিডল অর্ডারে ব্যাটিং করা রাহুল ত্রিপাঠীকে পেতে সানরাইজার্সকে খরচ করতে হয় ৮ কোটি ৫০ লক্ষ টাকা, অভিষেক শর্মার জন্য তারা খরচ করে ৬ কোটি ৫০ লক্ষ টাকা। তরুণ পেসার কার্তিক ত্যাগীকে পেতে সানরাইজার্স হায়দরাবাদের খরচ হয় ৪ কোটি টাকা। রাজস্থান রয়্যালসের জার্সিতে গুণগত দক্ষতার পরিচয় দেওয়া শ্রেয়স গোপালের জন্য তারা খরত করে ৭৫ লক্ষ টাকা। জগদীশ সূচিথ, আর সমর্থ, শশাঙ্ক সিং এবং সৌরভ দুবে- এই চার ক্রিকেটারের জন্য ২০ লক্ষ টাকা করে খরচ করতে হয়েছে হায়দরাবাদের ফ্রাঞ্চাইজি দলটিকে। এইডেন মার্করামকে হায়দরাবাদ নিয়েছে ২ কোটি ৬০ লক্ষ টাকার বিনিময়ে। তরুণ পেসার মার্কো জানসেনকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় পেয়ে যায় এসআরএইচ। রোমারিও শেফার্ডকে ছিনিয়ে নিতে হায়দরাবাদের খরচ হয় ৭ কোটি ৭৫ লক্ষ টাকা, সিন অ্যাবটৈর জন্য তারা খরচ করেছে ২ কোটি ৪০ লক্ষ টাকা। ৫০ লক্ষ টাকায় হায়দরাবাদের ঝুলিতে চলে আসেন বিষ্ণু বিনোদ, একই চাকা খরচ হয়েছে ফজল হক ফারুকিকে নিতে। দুর্ধর্ষ টি-২০ ব্যাটসম্যান গ্লেন ফিলিপসের জন্য় ১ কোটি ৫০ লক্ষ টাকা খরচ করে সানরাইজার্স হায়দরাবাদ।

English summary
After two days of mega auction for IPL 2022 here is the full list of Sunrisers Hyderabad players who will take part in forthcoming IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X