For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বিরুদ্ধে নামার আগে 'বিরাট ভক্ত' হ্যারিস রউফ জানালেন তাঁর পরিকল্পনা, কপালে ভাঁজ পড়তে বাধ্য ভারতের

ভারতের বিরুদ্ধে নামার আগে 'বিরাট ভক্ত' হ্যারিস রউফ জানালেন তাঁর পরিকল্পনা, কপালে ভাঁজ পড়তে বাধ্য ভারতের

Google Oneindia Bengali News

এক সপ্তাহের ব্যবধানে আরও একটি ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী থাকতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা। একাধিক কারণে যেখানে এই দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ এক যুগের উপর বন্ধ সেখানে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সাক্ষাতের মঞ্চ এখন শুরু এসিসি এবং আইসিসি'র টুর্নামেন্ট। টি-২০ বিশ্বকাপ ২০২১-এর পর এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল,চ ফের এক বার ক্রিকেটে মাদার অব অল ম্যাচেস আয়েজিত হতে চলেছে সুপার ফোরে। শাহিন শাহ আফ্রিদির অনুপস্থিতিতে এই ম্যাচে পাকিস্তানের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বে যিনি রয়েছেন সেই হ্যারিস রউফ জানিয়ে দিলেন তাঁর পরিকল্পনা।

উইকেট নয়, বেশি ডট বল করাই লক্ষ্য:

উইকেট নয়, বেশি ডট বল করাই লক্ষ্য:

তাঁর শরীরী ভাষা এবং দুর্দান্ত রান আপ দেখে বোঝা যায় বোলিং করতে আসার সময়ে প্রতি পা তিনি ফেলেন নিজের পরিকল্পনায় স্থির থেকে তা বাস্তবায়িত করার জন্য। রবিবারের ম্যাচে হ্যারিস রউফের দায়িত্ব তারকাখচিত ভারতের মিডল অর্ডারকে নিয়ন্ত্রণ কর। রউফ বলেছেন, "আমা চিন্তায় উইকেট পাওয়ার বিষয় নেই। আমার লক্ষ্য থাকে টি-২০ ক্রিকেটে যত বেশি সম্ভব ডট বল করার। টি-২০ ক্রিকেটে আপনি যত বেশি ডট বল করবেন ততই উইকেট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াতিবহল রইফ। প্রতিটা দলেরল বিরুদ্ধে আলাদা আলাদা পরিকল্পনা থাকে।"

ভারতের জন্য পরিকল্পনা তৈরি রয়েছে:

ভারতের জন্য পরিকল্পনা তৈরি রয়েছে:

হ্যারিস রউফ আরও বলেছেন, "আমাদের পরিকল্পনা করা রয়েছে। ডেথ বোলিং-এর ক্ষেত্রে পিচ অনুযায়ী স্লোয়ার বল নাকি ইয়র্কার কী করতে হবে তা ঠিক করতে হবে। সূর্যকুমার যাদব বা হার্দিক পান্ডিয়ার মতো কোয়ালিটি ক্রিকেটারের বিরুদ্ধে আপনাকে নিজের পরিকল্পনার টিকে থাকতে হবে। ওদের দুর্বল জায়গা খুঁজে বের করে সেখানো বোলিং করার চেষ্টা করব।"

শাহিন শাহ আফ্রিদি'রনা থাকাটা একটা ফ্যাক্টর:

শাহিন শাহ আফ্রিদি'রনা থাকাটা একটা ফ্যাক্টর:

শাহিন শাহ আফ্রিদির দাপটে আন্তর্জাতিক ক্রিকেটে বরাবরই তাঁর আড়ালেই রয়ে গিয়েছেন হ্যারিস রউফ। তবে, শাহিনে থাকা না থাকাটা পাকিস্তানের জন্য বড় ক্ষতি। আফ্রিদি না থাকায় পাকিস্তানের বোলিংকে এশিয়া কাপে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব রউফের উপর। বোলিং পার্টনার শাহিনের না থাকার প্রসঙ্গে রউফ বলেন, "শাহিন শুরুর দিকে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখে। যেটা আমায় অনেকটা আত্মবিশ্বাস দেয় যখন আমি বোলিং করতে আসি। বোলিং-এর ক্ষেত্রেও পার্টনারশিপ জরুরি। দীর্ঘ সময় ধরে শাহিনের সঙ্গে খেলছি আমি। সাধারণত আমি রিল্যাক্সড থাকি শাহিন যখন খেলে।"

প্রথম ম্যাচের পর হ্যারিসকে জার্সি উপহার দেন কোহলি:

চলতি এশিয়া কাপে প্রথম ভারত-পাকিস্তান ম্যাচের শেষে বিরাট কোহলি নিজের জার্সি উপহার দেন হ্যারিসকে। এই বিষয়ে হ্যারিস বলেছেন, "আমি দীর্ঘ সময় আগে ওনাকে অনুরোধ করেছিলাম ওনার থেকে জার্সি পাওয়ার জন্য। এখন ভাল লাগছে। আমরা ম্যাচকে ম্যাচের মতোইনিই। বিরাট ভাই নিজের দেশের জন্য অনেক পারফর্ম করেছে, উনি এক জন কিংবদন্তি। ওনারসঙ্গে কথা বলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই তাঁরজার্সি আমায় উপহার দেওয়ার জন্য এবং আমার সঙ্গে কথা বলার জন্য।"

Asia Cup 2022: শেষ ছয় সাক্ষাতে কোথায় দাঁড়িয়ে ভারত-পাকিস্তান, বড় আঘাতটা রোহিত-বিরাটের ভারত পেয়েছিল ২০১৭ সালেAsia Cup 2022: শেষ ছয় সাক্ষাতে কোথায় দাঁড়িয়ে ভারত-পাকিস্তান, বড় আঘাতটা রোহিত-বিরাটের ভারত পেয়েছিল ২০১৭ সালে

English summary
Haris rauf clears Pakistan's plan before India vs Pakistan match. He also informed bowling dot balls are key to put opponent under pressure informs the young pacer.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X