For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তোমার সাফল্যের রহস্য কী? হার্দিকের প্রশ্নে যা উত্তর দিলেন বিরাট কোহলি

তোমার সাফল্যের রহস্য কী? হার্দিকের প্রশ্নে যা উত্তর দিলেন বিরাট কোহলি

  • |
Google Oneindia Bengali News

তোমার সাফল্যের রহস্য কী? করোনায় গৃহবন্দি থাকা অবস্থায় ভিডিও চ্যাটে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে এই প্রশ্ন করেছেন হার্দিক পান্ডিয়া। প্রশ্নের উত্তরে কোহলির দেওয়া জবাবে মুগ্ধ নেটিদুনিয়া। বরাবরই ক্রিকেট মাঠে নিজের ব্যাটিং দিয়ে ফ্যানেদের হৃদয়ে বিরাট আলাদা জায়গা করে নিয়েছেন। এবার সাফল্যের চাবিকাঠি নিয়ে দেওয়া উত্তরের মাধ্যমে ফের ভক্তদের মনের কাজে পৌঁছে গেলেন বিরাট।

হার্দিকের প্রশ্নে বিরাটের উত্তর

হার্দিকের প্রশ্নে বিরাটের উত্তর

হার্দিকের প্রশ্নের উত্তরে বিরাট বলেন, 'মানসিকতা আসল পার্থক্য গড়ে দেয়।এক নম্বর হওয়ার খিদে থাকতে হবে, তবেই পয়লা নম্বরে পৌঁছানো যাবে। তবে সেটা করতে গিয়ে অন্যায় ভাবে অন্য কাউকে সরালে চলবে না। কঠিন পরিশ্রম, নিজের প্রতিভার জোরেই এক নম্বর জায়গায় পৌঁছানো সম্ভব।'

বিরাটের উজ্জ্বল কেরিয়ার

বিরাটের উজ্জ্বল কেরিয়ার

২০০৮ সালে ওডিআই ও ২০১১ সালে টেস্টে অভিষেকের পর বিরাটকে পিছন ফিরে তাকাতে হয়নি। ১১ বছরের বেশি ক্রিকেট কেরিয়ারে দুই ফর্ম্যাট মিলিয়ে ৭০ টি সেঞ্চুরি করে ফেলেছেন। টেস্টে ২৭ ও ওডিআই ক্রিকেটে বিরাটের নামের পাশে ৪৩টি সেঞ্চুরি রয়েছে। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭-র ফাইনাল ও ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছেন বিরাট।

বিরাটকে নিয়ে হার্দিক আর যা বললেন

বিরাটকে নিয়ে হার্দিক আর যা বললেন

এহেন সফল ক্রিকেটারকে নিয়ে পান্ডিয়া বলছেন, 'বিরাট, রোহিত শর্মা, এমএস ধোনির মতো ক্রিকেটার দু'নম্বর হওয়ার জন্যে খেলে না। ওদের মাথায় ১ নম্বরেরই জায়গা রয়েছে। দ্বিতীয় স্থান বলে কোনও জায়গা নেই। এই মানসিকতার জন্যেই আজ আন্তর্জাতিক ক্রিকেটে ওরা এত সফল।'

নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী

নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী

উঠতি ক্রিকেটারদের অনুপ্রেরণা দিয়ে পান্ডিয়া বলেছেন, ' বোলার হও বা ব্যাটসম্যান। জীবনে প্রতি মুহূর্তে উন্নতি করার জন্য তোমায় পরিশ্রম করে যেতে হবে। নিজকে সবসময় নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে হবে। তবেই সাফল্য আসবে।'

English summary
Hardik Pandya reveals How did Virat Kohli become No 1 cricketer in the world?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X