For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IND vs IRE: কেন গুরুত্বপূর্ণ শেষ ওভারে বল দেওয়া হল উমরানকে? নিজের সিদ্ধান্তে সমর্থনে মুখ খুললেন হার্দিক

IND vs IRE: কেন গুরুত্বপূর্ণ শেষ ওভারে বল দেওয়া হল উমরানকে? নিজের সিদ্ধান্তে সমর্থনে মুখ খুললেন হার্দিক

Google Oneindia Bengali News

ভারতের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই দলকে ম্যাচ জেতানোর গুরু দায়িত্ব উমরান মালিকের হাতে তুলে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। শেষ ওভারে জিততে হলে আয়ারল্যান্ডকে করতে হত ১৭ রান, সেখানে উমরান মালিকের মতো এই ধরনের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে অনভিজ্ঞ বোলারকে কেন বল তুলে দেওয়া হল তা নিয়ে মুখ খুললেন হার্দিক পান্ডিয়া।

শেষ ওভার উমরানকে দেওয়ার কারণ:

শেষ ওভার উমরানকে দেওয়ার কারণ:

গুরুত্বপূর্ণ শেষ ওভার কেন অনভিজ্ঞ হওয়া স্বত্বেও তিনি উমরান মালিককে দিয়েছিলেন তা নিয়ে মুখ খুলেছেন হার্দিক পান্ডিয়া। ২৮ বছর বয়সী ক্রিকেটার বলেছেন, "আমি সমস্ত চাপ দূরে সরিয়ে রাখতে চেয়েছিলাম। আমি ওই মুহূর্তে সেই পরিস্থিতিতে থেকে উমরানকে সমর্থন জুগিয়েছি। ওর পেস আছে এবং ওই পেসে ১৮ রান করাটা অত্যন্ত কঠিন। বেশ কিছু অসাধরণ খেলেছে ওরা, দুর্দান্ত ব্যাটিং করেছে। ওদের প্রশংসা প্রাপ্য। একই সঙ্গে প্রশংসা প্রাপ্য আমাদের বোলারদেরও যারা নিজেদের স্নাযুর উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছে।"

ভারতীয় দলের প্রতি সমর্থন দেখে আপ্লুত হার্দিক:

ভারতীয় দলের প্রতি সমর্থন দেখে আপ্লুত হার্দিক:

হঠাৎ করে আয়ারল্যান্ড সফরে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া হার্দিক আপ্লুত আইরিশদের দেশে ভারতীয় ক্রিকেট দলের প্রতি সমর্থন দেখে। পান্ডিয়া মনে করেন আয়ারল্যান্ডে থাকা ভারতীয় সমর্থকদের পছন্দে ক্রিকেটার দীনেশ কার্তিক এবং সঞ্জু স্যামসন। হার্দিক বলেন, "সমর্থকদের পছন্দের খেলোয়াড় দীনেশ (কার্তিক) এবং সঞ্জু (স্যামসন)। পৃথিবীর এই প্রান্তের অভিজ্ঞতা অসাধারণ হল। একটা বড় অংশ আমাদের সমর্থন করেছে। তাঁদের মনোরঞ্জন করতে আমরা চেষ্টা করেছিলাম এবং আশা করি সেটা করতে পেরেছি। আমাদের যাঁরা সমর্থন করেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ।"

ভারত অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের অনুভূতি:

ভারত অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের অনুভূতি:

ভারতের অধিনায়ক হিসেবে সিরিজ জয় তাঁকে যে আলাদাই তৃপ্তি দিয়েছে তা উল্লেখ করতে ভোলেননি হার্দিক। তিনি বলেছেন, "ছোট বয়সে সব সময়ে স্বপ্ন দেখতাম নিজের দেশের হয়ে খেলার। দলকে নেতৃত্ব দেওয়া এবং প্রথম জয় পাওয়ার অনুভূতি অন্য রকম, এখন সিরিজ জেতার অনুভূতিটাও অন্য রকম। দীপক (হুডা) এবং উমরানের (মালিক) জন্য খুশি।"

আয়ারল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি-২০ ম্যাচের লেখাঝোকা:

আয়ারল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি-২০ ম্যাচের লেখাঝোকা:

প্রথমে ব্যাটিং করে দ্য ভিলেজে দ্বিতীয় টি-২০ ম্যাচে নির্ধারিত ওভারে ভারত তোলে ২২৫/৭। শতরান করেন দীপক হুডা, দুর্দান্ত ৭৭ রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। জবাবে ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ডে ব্যাটিং ছিল দু'চোখ ভরে দেখার মতো। ভারতের বিরুদ্ধে যে দাপট তারা দেখিয়েছে তাতে পরবর্তী সিরিজগুলিতে এবং আসন্ন বিশ্বকাপে আয়ারল্যান্ড অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে নামবে। মাত্র ৪ রান কমে ২২১/৫ রানে থমকে যায় আয়ারল্যান্ডের ইনিংস। চার রানে ম্যাচ জিতে নেয় ভারত। আয়ারল্যান্ডের হয়ে ১৮ বলে ৪০ রান করেন পল স্টার্লিং। ৩৭ বলে ৬০ রান করেন অ্যান্ড্রিউ বালবার্নি। ১৬ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন জর্জ ডকরেল। ১২ বলে ২৩ করে অপরাজিত ছিলেন মার্ক এডায়ার। ম্যাচের সেরা এবং সিরিজের সেরা নির্বাচিত হয়েছে দীপক হুডা।

ভারতের বিরুদ্ধে স্মরণীয় লড়াই আয়ারল্যান্ডের, রুদ্ধশ্বাস জয়ে সিরিজ হোয়াইটওয়াশ হার্দিকদেরভারতের বিরুদ্ধে স্মরণীয় লড়াই আয়ারল্যান্ডের, রুদ্ধশ্বাস জয়ে সিরিজ হোয়াইটওয়াশ হার্দিকদের

English summary
Hardik Pandya explains the reason behind giving the last over to Umran Malik. Hardik said he wanted to use Umran's pace and he believe scoring 18 runs in last over against this pace is not easy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X