For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শীতঘুম থেকে জেগে উঠে হঠাৎ ধোনির প্রশংসায় পঞ্চমুখ গ্রেগ চ্যাপেল, কী বললেন?

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেটকে গ্রেগ চ্যাপেল কোচ হিসেবে যে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন গ্রেগ চ্যাপেল, সে বিষয়ে কারও সংশয় নেই। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটের উন্নতিসাধনের লক্ষ্যেই তাঁকে আনার উদ্যোগ নিয়েছিলেন। যদিও ভারতীয় দলে বিভাজন তৈরির পাশাপাশি সৌরভ-চ্যাপেল সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছায়। সেই চ্যাপেলই হঠাৎ শীতঘুম থেকে জেগে উঠে মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় পঞ্চমুখ।

শীতঘুম থেকে জেগে উঠে হঠাৎ ধোনির প্রশংসায় পঞ্চমুখ গ্রেগ চ্যাপেল, কী বললেন?

বিরাট কোহলির সঙ্গে বিসিসিআইয়ের সংঘাতের আবহেও গা ঝাড়া উঠে দিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করেছিলেন চ্যাপেল। তবে এবার বিতর্ক নয়, মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করতে গিয়ে কিছুটা আক্ষেপও প্রকাশ করেছেন। একটি ক্রিকেট ওয়েবসাইটে কলাম লিখতে গিয়ে চ্যাপেল নিজের মত ব্যক্ত করে জানিয়েছেন, উন্নত দেশগুলিতে একজন ক্রিকেটারের স্বাভাবিক বিকাশের অনুকূল পরিবেশের আজকাল বড়ই অভাব। যে পরিবেশে একজনের খেলা দেখে শিক্ষালাভ করে সেই অনুযায়ী নিজের প্রতিভার বিকাশ ঘটানো যায় ম্যাচ খেলার মাধ্যমেই। এরপরই ভারতের প্রসঙ্গ টেনে চ্যাপেল উল্লেখ করেন, ভারতীয় উপমহাদেশে এমন অনেক জায়গা রয়েছে যেখানে উপযুক্ত কোচিং ছাড়াই রাস্তা কিংবা ফাঁকা জমিতে অনেকে ক্রিকেট খেলে থাকেন। দেশের অনেক তারকাও এভাবেই নিজেদের প্রতিভার বিকাশ ঘটিয়ে উঠে এসেছেন।

শীতঘুম থেকে জেগে উঠে হঠাৎ ধোনির প্রশংসায় পঞ্চমুখ গ্রেগ চ্যাপেল, কী বললেন?

মহেন্দ্র সিং ধোনির উত্থানের প্রসঙ্গ টেনে গ্রেগ চ্যাপেল কলামে লিখেছেন, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আমি কোচ হিসেবে কাজ করেছি। দেখেছি এভাবেই ধোনিও নিজের মতো খেলেই ভালো ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নিজের তুলনায় বেশি অভিজ্ঞদের সঙ্গে বিভিন্ন ধরনের পিচে খেলে ধোনি নিজের প্রতিভার বিকাশ যেমন ঘটিয়েছেন, তেমনই তাঁর সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা, রণকৌশল তৈরির দক্ষতা তাঁকে অনেক প্রথিতযশার চেয়েও আলাদা করে রেখেছে, এক্ষেত্রে তিনি নিজের স্বাতন্ত্র্য তৈরি করেছেন। বিশ্বের সেরা ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের অধিকারীদের মধ্যে ধোনিকে অন্যতম বলেও উল্লেখ করেন চ্যাপেল।

শীতঘুম থেকে জেগে উঠে হঠাৎ ধোনির প্রশংসায় পঞ্চমুখ গ্রেগ চ্যাপেল, কী বললেন?

তাঁর কোচিং জমানায় ভারতীয় ক্রিকেট তলানিতে গেলেও জ্ঞান দিয়ে গ্রেগ চ্যাপেল লিখেছেন, কোচেদের এমন পরিস্থিতি তৈরি করা উচিত যেখানে কোনও ক্রিকেটার কোনও সমস্যার সমাধান নিজেই করতে পারেন বা সিদ্ধান্ত নিজেই নিতে পারেন। তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রকাশ সঠিকভাবে করতে পারার পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছেন না, আর সেটাকেই ইংল্যান্ডের অ্যাশেজে বিপর্যয়ের কারণ হিসেবেও উল্লেখ করেছেন গুরু গ্রেগ। কোচিং ম্যানুয়্যাল অনুসরণ করাতেই ইংল্যান্ডের ব্যাটাররা কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না বলেও অভিমত তাঁর।

English summary
Greg Chappel Says MS Dhoni Is One Of The Sharpest Cricket Minds I have Encountered. Chappell Had A Tumultuous Two-Year Tenure As India's Chief Coach From 2005 To 2007.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X