For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: কোন চার দল এই বারের আইপিএল-এ প্লে-অফে খেলবে জানিয়ে দিলেন ভিত্তোরি

IPL 2022: কোন চার দল এই বারের আইপিএল-এ প্লে-অফে খেলবে জানিয়ে দিলেন ভিত্তোরি

Google Oneindia Bengali News

প্রায় মধ্যগগণে এসে উপস্থিত হয়েছে চলতি আইপিএল। সমর্থকেরা এবং বিভিন্ন বিশেষজ্ঞ প্লে-অফে কোন চার দল যেতে পারে তা নিয়ে ভবিষ্যৎবাণী করা শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। অনেকেই নিজের মতামত জানিয়ে দিয়েছেন।

এ বার এই তালিকায় উঠে এল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক তথা নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভিত্তোরির নাম। ভিত্তোরি নিজের বেছে নেওয়া চারটি ফ্রাঞ্চাইজির মধ্যে দিয়ে অবাকও করেছেন অনেককে। এক নজরে দেখে নিন নিউজিল্যান্ডের-এই কিংবদন্তির বেছে নেওয়া চারটি ফ্রাঞ্জাইজি কোনগুলি।

ড্যানিয়েল ভিত্তোরির হিসাবে প্লে-অফের চার দল:

ড্যানিয়েল ভিত্তোরির হিসাবে প্লে-অফের চার দল:

ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে কথোপকথনে ভিত্তোরি জানিয়েছেন তাঁর বাজি দুই নতুন ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস,গুজরাত টাইটানস, রাজস্থান রয়্যাল এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- এই চারটি দল। ভিত্তোরির কথায়, "রাজস্থান, নতুন দুই ফ্রাঞ্চাইজি এবং আরসিবি। এই পজিশনে আসার জন্য ওরা যথেষ্ট ভাল খেলেছে আমি মনে করি। আমার মনে হয় ওদের স্কোয়াডের ব্যালেন্সই ওদেরকে ওই জায়গায় পৌঁছে দিতে পারবে।"

বাদ কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ:

বাদ কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ:

উল্লেখযোগ্য ভাবে এই দৌড়ে সানরাইজার্স হায়দরাবাদের নামই রেখাননি ভিত্তোরি। সানরাইজার্স দুরন্ত ছন্দে রয়েছে। লাগাতার পাঁচ ম্যাচ জিতেছে তারা। কেন উইলিয়ামসনের নেতৃত্বে ২০১৬ আইপিএল-এর চ্যাম্পিয়নদের খেতাবের অন্যতম দাবিদার হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা।

লিগ টেবলে ভিত্তোরির বেছে নেওয়া চার দলের অবস্থান:

লিগ টেবলে ভিত্তোরির বেছে নেওয়া চার দলের অবস্থান:

এই মুহূর্তে লিগ টেবলের তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। সাত ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ তাদের। এর মধ্যে পাঁচটি তারা জিতেছে এবং দু'টি হেরেছে। আইপিএল-এ অভিষেককারী গুজরাত টাইটানস লিগ টেবলের শীর্ষে রয়েছে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে। একটি ম্যাচে হার এবং ছয়টিতে জয় পেয়েছে তারা। অপর নয়া দল লখনউ সুপার জায়ান্টস আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। তারা পাঁচটি জিতেছে এবং তিনটি হেরেছে। একই রকম পাঁচটি জয় এবং তিনটি হেরে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালোর রয়েছে পঞ্চম স্থানে। রান রেটের বিচারে পাঁচে তারা।

ড্যানিয়ল ভিত্তোরির জীবনপঞ্জী:

ড্যানিয়ল ভিত্তোরির জীবনপঞ্জী:

আইপিএল-এ আরসিবির প্রাক্তন অধিনায়ক ভিত্তোরি। তাঁর অধিনায়কত্বে ব্যাঙ্গালোরের ফ্রাঞ্চাইজিটি জিতেছে ১২টি ম্যাচে এবং হেরেছে ১০টি ম্যাচে। ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। ক্রিকেটের ইতিহাসে তিনিই অষ্টম ক্রিকেটার যিনি টেস্টে ৩০০টি উইকেট এবং ৩০০০ রান করেছেন। নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক টেস্ট খেলা ক্রিকেটার ভিত্তোরি। ১১২টি টেস্চ খেলেছেন তিনি। ওডিআই ক্রিকেটে ২৬৪টি ম্যাচ তিনি খেলেছেন।

English summary
Former New Zealand skipper daniel vettori predicts his picks for the playoffs in IPL 2022. According to him Rajasthan, the two new franchises and RC make cut to final four.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X