For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: সানরাইজার্সে অস্তমিত ডেভিড ওয়ার্নার! টি ২০ বিশ্বকাপের আগেই বড় সিদ্ধান্ত অজি ওপেনারের

  • |
Google Oneindia Bengali News

রিকি পন্টিং এবং ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়েছিল অস্ট্রেলিয়ার টি ২০ বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটাররা সেরা প্রস্তুতিটা সেরে নিন আইপিএলেই। কিন্তু সেই লক্ষ্যে সবচেয়ে বড় ধাক্কাটি খেলেন ডেভিড ওয়ার্নার। সোশ্যাল মিডিয়ায় অজি ওপেনার জানিয়ে দিলেন চলতি আইপিএলে আর সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে মাঠে যাবেন না তিনি।

সানরাইজার্স হায়দরাবাদে অস্তমিত ডেভিড ওয়ার্নার

এবারের আইপিএলে অধিনায়ক হিসেবেই শুরু করেছিলেন ডেভিড ওয়ার্নার। তবে আইপিএলের প্রথমার্ধেই দলের লাগাতার ব্যর্থতায় অধিনায়কত্ব হারান, দল থেকে বাদও পড়েন। আইপিএলের দ্বিতীয়ার্ধে তিনি সানরাইজার্সের প্রথম একাদশে কামব্যাক করেন। কিন্তু ফের ব্যাটিং ব্যর্থতায় ফের দল থেকে বাদ পড়েন ওয়ার্নার। এমনকী গতাল তিনি দলের সঙ্গে স্টেডিয়ামেও যাননি। ওয়ার্নার যে ট্রেভর বেলিসের প্রশিক্ষণাধীন দলের হয়ে আর মাঠে নামতে পারবেন না সেই বার্তা পাওয়ার পরই গতকাল তিনি দলের সঙ্গে মাঠে যাননি। সূত্রের খবর, দুই তরফেই বিচ্ছেদ চূড়ান্ত হয়েই গিয়েছে। ৩৫ ছুঁইছুঁই অজি ওপেনারকে আইপিএল মেগা নিলামের আগে ছেড়ে দেওয়া হবে। তবে তাঁর যা বয়স তাতে ফের দল পাওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে।

ডেভিড ওয়ার্নারের জায়গায় দলে এসে সানরাইজার্সের হয়ে অভিষেকেই ঋদ্ধিমান সাহা ও পরে কেন উইলিয়ামসনের সঙ্গে জুটি বেঁধে দুরন্ত হাফ সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। জনি বেয়ারস্টো না থাকায় ওয়ার্নার টি ২০ বিশ্বকাপের আগে আইপিএল দলে কামব্যাক করে ভালোরকম প্রস্তুতি সেরে নিতেই পারতেন। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ০ ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২ রানে আউট হওয়ার পর আর জায়গা ধরে রাখতে পারেননি অজি ওপেনার। ওয়ার্নারকে স্টেডিয়ামেও দেখতে না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা প্রশ্ন করতে থাকেন, তাহলে মাঠেই কি যাননি তিনি? তেমনই একটি পোস্টে ওয়ার্নার জানিয়ে দেন, দুর্ভাগ্যজনক হলেও আর স্টেডিয়ামে আমাকে দেখা যাবে না। তবে দলকে সমর্থনের আহ্বান জানান ওয়ার্নার।

সানরাইজার্স হায়দরাবাদে অস্তমিত ডেভিড ওয়ার্নার

এবারের আইপিএলে দুটি হাফ সেঞ্চুরি করেন ওয়ার্নার। ১৪ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৫৪ এবং ২৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫৭। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে করেছিলেন ৩৭ এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৬। আইপিএলের প্রথমার্ধে কেকেআরের বিরুদ্ধে ৩ ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬ রানে আউট হন। ওয়ার্নারের নেতৃত্বে পাঞ্জাব কিংসকেই শুধু হারিয়েছিল সানরাইজার্স। এরপর গতকাল চলতি আইপিএলে দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন সানরাইজার্স। ৮ ম্যাচে তিনি ১৮১ রান করেছেন, গড় ২৪.৩৭। জানা গিয়েছে, আইপিএলের প্রথমার্ধে টিম ডিরেক্টর টম মুডি ও কোচ ট্রেভর বেলিসের সঙ্গে মতানৈক্যও হয়েছিল ওয়ার্নারের। তাই অধিনায়কত্ব হারিয়ে বাদও পড়েছিলেন। ফের কামব্যাকও সুখকর হল না। আইপিএল শেষ হলেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। নিলামে দল পেতে টি ২০ বিশ্বকাপই শেষ মঞ্চ হিসেবে পাবেন অজি ওপেনার। বেলিস জানিয়ে দিয়েছেন, সানরাইজার্সের আর প্লে অফে যাওয়ার সম্ভাবনা নেই। তাই তরুণ ক্রিকেটারদেরই সুযোগ দেওয়া হবে।

English summary
Former Captain Of Sunrisers Hyderabad David Warner Says He Won't Be Seen Again At The Stadium For SRH. Warner Was Removed From SRH Captaincy During IPL Phase 1.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X