For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৫-এ প্রয়াত বাংলার প্রাক্তন স্পিনার, ক্রিকেট মহলে তীব্র শোক

৪৫ বছর বয়সে প্রয়াত হলেন বাংলার প্রাক্তন স্পিনার তথা মিজোরামের অনূর্ধ্ব ১৯ দলের বর্তমান কোচ মুর্তাজা লোধগার।

  • |
Google Oneindia Bengali News

মাত্র ৪৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন বাংলার প্রাক্তন স্পিনার মুর্তাজা লোধগার। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে। শুক্রবার রাতে খাওয়ার পর হাঁটতে বেরিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন মিজোরামের অনূর্ধ্ব ১৯ দলের কোচ। ঘটনাস্থলেই তঁর মৃত্যু হয় বলে জানানো হয়েছে। মুর্তাজার আকস্মিক প্রয়াণে ক্রিকেট মহলে শোকের ছায়া নেমেছে। শোক প্রকাশ করেছে সিএবি সহ প্রাক্তন ক্রিকেটাররা।

হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৫-এ প্রয়াত বাংলার প্রাক্তন স্পিনার, ক্রিকেট মহলে তীব্র শোক

আসন্ন ভিনু মানকড় ট্রফি খেলতে মিজোরামের অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে বিশাখাপত্তনমে ছিলেন মুর্তাজা লোধগার। শুক্রবার রাতে খাওয়া সেরে দলের ফিজিওর সঙ্গে তিনি রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন। আচমকাই বুকে ব্যথা অনুভব করেন লোধগার। রাস্তায় পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৪৫ বছরের প্রাক্তন ক্রিকেটারকে মৃত বলে ঘোষণা করা হয়। রাজস্থান স্পোর্টিং ক্লাবের অন্যতম দিকদ্রষ্টা ও বাংলার মহিলা ক্রিকেটের উন্নয়নে বড় ভূমিকা নেওয়া মুর্তাজার প্রয়াণের খবর বিবৃতি প্রকাশ করে জানিয়েছে সিএবি-র।

সদা হাস্যময় মুর্তাজা লোধগারের প্রয়াণে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। তাঁর কথায়, বাংলার প্রাক্তন স্পিনার ছিলেন অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের মানুষ। এক অর্থে লোধগার ভদ্রলোকের খেলা ক্রিকেটের সেরা উদাহরণ ছিলেন বলেও লিখেছেন অভিষেক। ক্রিকেটার তো বটেই, ক্রিকেট কোচ হিসেবেও মুর্তাজা দক্ষতার পরিচয় দিয়েছেন বলে বক্তব্য সিএবি সভাপতির। ৪৫ বছরের প্রাক্তন ক্রিকেটারের শবদেহ হস্তান্তরের জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ মিজোরামের সঙ্গে যোগাযোগ করেছে সিএবি। মুর্তাজার স্মরণে ক্রিকেট অ্যাসোসিয়েশেনের পতাকা একদিন অর্ধনমিত থাকবে বলে জানিয়েছেন সভাপতি অভিষেক ডালমিয়া। বেঙ্গল টি২০ চ্যালেঞ্জের ম্যাচ শুরুর আগে লোধগারের স্মরণে এক মিনিটের নীরবতাও পালন করা হবে।

মুর্তাজার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এক বিবৃতিতে অতি দুঃখের সঙ্গে তিনি ভাই হারানোর যন্ত্রণা ব্যক্ত করেছেন। প্রাক্তন স্পিনার তথা দক্ষ কোচকে কীভাবে ফের বাংলা ক্রিকেটের সঙ্গে যুক্ত করা যায়, তার ভাবনাচিন্তা শুরু করেছিলেন স্নেহাশিস। কিন্তু নিয়তি যে এভাবে এক অসাধারণ ক্রিকেটার ও ভদ্রলোককে তাঁদের থেকে কেড়ে নেবে, তা ভেবে শোকস্তব্ধ হয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা সিএবি সচিব। বন্ধু মুর্তাজার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলা তথা ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীপ দাশগুপ্ত।

১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলার ক্লাব ক্রিকেটে দাপিয়ে খেলা মুর্তাজা লোধগার রাজ্য দলের হয়ে ৯টি রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছেন। বাংলা ক্রিকেটের কিংবদন্তি উৎপল চট্টোপাধ্যায়ের ছায়ার নিচে থেকেও ৩৪টি উইকেট সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন প্রয়াত প্রাক্তন স্পিনার। ধারাবাহিকভাবে বাংলা দলে সুযোগ না পাওয়ার কারণে ধীরে ধীরে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে মুছে গিয়েছিল লোধগারের নাম।

English summary
Former Bengal spinner and Mizoram coach died of cardiac arrest at 45
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X