For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের আচরণে বিরক্ত পাকিস্তানি সমর্থকরা, তাঁদের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই বড় সিদ্ধান্ত নেওয়ার পথে পাকিস্তান

ভারতের আচরণে বিরক্ত পাকিস্তানি সমর্থকরা, তাঁদের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই বড় সিদ্ধান্ত নেওয়ার পথে পাকিস্তান

Google Oneindia Bengali News

এশিয়া কাপ খেলার জন্য পাকিস্তানের মাটিতে ভারতীয় দল পা রাখবে না, জয় শাহ এমন মন্তব্য করার পর থেকেই সর্ব সমক্ষে এই নিয়ে ক্ষোভল প্রকাশ করে চলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র চেয়ারম্যান রামিজ রাজা। বিসিসিআই সচিব জয় শাহের এই মন্তব্যের পাল্টা রামিজ রাজা জানিয়েছেন, ভারত এশিয়া কাপে খেলতে না এলে পাকিস্তানও বিশ্বকাপের জন্য দল ২০২৩ সালে পাঠাবে না ভারতে।

 ভারতের আচরণে বিরক্ত পাকিস্তানি সমর্থকরা, তাঁদের ইচ্ছাকে গুরত্ব দিয়েই বড় সিদ্ধান্ত নেওয়ার পথে পাকিস্তান

ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের দ্বিতীয় টেস্টের সময়ে মাইকেল অ্যাথারর্টনের সঙ্গে কথা বলার সময়ে রাজা বলেন, "আমার কোনও ধারণা নেই যে ওরা আসবে নাকি আসবে না। কিন্তু বিসিসিআই-এর বৈঠকের শেষে যে মন্তব্য করা হয় যে সরকারের পলিসির কারণে ওরা পাকিস্তানে আসবে না সেটা ঠিক নয়। এবং এশিয়া কাপও পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার একটা সম্ভবনা রয়েছে এবং সেটা অন্য কোথাও আয়োজন করা হবে, যা একেবারেই ঠিক নয়। আপনারা জানেন সমর্থকের জন্য এশিয়া কাপ কতটা গুরুত্ব রাখে, এটা একটা মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট।"

এর পর রামিজ রাজার থেকে জানতে চাওয়া হয় তিনি কি বিশ্বকাপের জন্য দল না পাঠিয়ে বদলা নেওয়ার কথা ভাবছেন? এর জবাবে তিনি জানিয়েছেন, তাঁর কোনও ইচ্ছা নেই সেই পথে হাঁটার কিন্তু সমর্থকেরা এটাই চান। তিনি বলেছেন, "আমরা এই পথে যেতে চাই না কিন্তু সমর্থকরা চান আমরা এর কোনও প্রতিক্রিয়া দিই। ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে ভারতের যা ন্যারেটিভ তা তাঁদের মনকে তিক্ত করে তুলেছে। আমি সব সময়ে ভারত-পাকিস্তান দ্বৈরথের পক্ষে। আমি প্রায় ১০টা আইপিএল-এর কাছাকাছি ওখানে ছিলাম, আমি ওখানকার সমর্থকদের ভালবাসি এবং তাঁরাও আমাদের ভালবাসে।"

রামিজ রাজার আরও সংযোজন, "আন্তর্জাতিক ক্রিকেটে ব্র্যান্ড হয়ে উঠেছে পাকিস্তান। পাকিস্তানের ক্রিকেটারদের ফ্যান ফলোয়িং রয়েছে ভারতেও। রেকর্ড বলছে পাকিস্তানের খেলার দ্বিতীয় সর্বাধিক দেখে ভারতীয় ক্রিকেটেপ্রেমীরা। আমাদের উন্নতির বিষয়ে ওদের জানার ইচ্ছা রয়েছে। আমরা ওখানে খেলতে যেতে চাই কিন্তু বিষয় হল এটা সমান টার্মেই হবে। ১০-১২ বছর ভারতকে ছাড়াই আমরা টিকে রয়েছি।

যেটা পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট দলের জন্য গর্বের বিষয়। নিজেদের আর্থিক স্বাচ্ছল্য বাড়ানোর জন্য অন্যান্য বোর্ডগুলো যেখানে একটা ভারত সফর পাওয়ার জন্য হা করে বসে থাকে সেখানে পাকিস্তান এখনও টিকে রয়েছে।" পাশাপাশি নিউট্রান ভেন্যুতে টেস্ট খেলার প্রস্তাব দেওয়াটা অর্থহীন বলে জানিয়েছেন রামিজ রাজা। তাঁর কথায়, "কোনও নিউট্রাল ভেন্যুতে এই সমস্যার সমাধাণ হতে পারে না। নয় পাকিস্তানে, আর নয়তো ভারতে এচা হতে হবে।"

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে সাসপেন্ড হতে পারেন লিওনেল মেসি, জেনে নিন নেপথ্য কারণক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে সাসপেন্ড হতে পারেন লিওনেল মেসি, জেনে নিন নেপথ্য কারণ

English summary
Fans are bitter regarding India's narrative and they want PCB to react said Ramiz Raja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X