For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ENG vs NED: রানের মহাবিস্ফোরণ! বিশ্ব ক্রিকেটের রেকর্ড বুকে নতুন অধ্যায় লিখল ইংল্যান্ড

ENG vs NED: রানের মহাবিস্ফোরণ! বিশ্ব ক্রিকেটের রেকর্ড বুকে নতুন অধ্যায় লিখল ইংল্যান্ড

Google Oneindia Bengali News

ইতিহাস তৈরি করল ইংল্যান্ড ক্রিকেট দল। ১৭ জুন ২০২২ (বৃহস্পতিবার) দিনটা অমর হয়ে রয়ে যাবে ক্রিকেট সমর্থকদের মনে। এ দিন আমস্টিলভেনে উপস্থিত ক্রিকেটপ্রেমীরা এবং গোটা বিশ্বের ক্রিকেট সার্কিট যা দেখল তার পুনরাবৃত্তি কখনও হবে বলে মনে হয় না। নেদারল্যান্ডসের বিরুদ্ধে একদিনের ক্রিকেটের সিরিজের প্রথম ম্যাচে ওডিআই ফরম্যাটে সর্বাধিক রানের রেকর্ড করল নেদারল্যান্ডস। ৫০ ওভারে ইংল্যান্ড তুলল ৪৯৮/৪। মাত্র দুই রানের জন্য ৫০০ রান স্পর্শ করতে পারেনি ইংল্যান্ড।

ENG vs NED: রানের মহাবিস্ফোরণ! বিশ্ব ক্রিকেটের রেকর্ড বুকে নতুন অধ্যায় লিখল ইংল্যান্ড

ভিআরএ স্টেডিয়ামে নিজেের রেকর্ড নিজেরাই ভাঙল ইংল্যান্ড। ২০১৮ সালে টিম পেইনের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ৪৮১ রান করেছিল ইংল্যান্ড। ২০১৮ সালে নিউজিল্যান্ডের মহিলা দল ৪৯১ রান করেছিল আয়ারল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে। সেই রেকর্ডও ভেঙে দিল ইংল্যান্ড। ২০০৭-এ লিস্ট 'এ' ক্রিকেটে সারে ৪৯৬/৪ রান তুলেছিল গ্লুচেস্টারশায়ারের বিরুদ্ধে ইংল্যান্ডের কেনিংটন ওভালে।

যদিও ম্যাচের শুরুটা দেখে বোঝার উপায় ছিল জস বাটলার-লিয়াম লিভিংস্টোনরা তাণ্ডব চালাতে চলেছেন অপেক্ষাকৃত অত্যন্ত দুর্বল নেদরল্যান্ডসের উপর। ৭ বলে ১ রান করে জেসন রয় স্ন্যাটারের বলে বোল্ড হয়ে ফেরেন প্যাভিলিয়নে। এর পরই শুরু হয় ইংলিশ ব্যাটিং সাইক্লোন। ৯৩ বলে ১২২ রান করেন ফিলিপ সল্ট। ১৪টি চার এবং ৩টি ছয় দিয়ে ইনিংস সাজিয়েছিলেন সল্ট। রয় শুরুতেই আউট হওয়ায় প্রায় ইংল্যান্ডের ইনিংসের প্রথম থেকে খেলা ডেভিড মালান করেন ১০৯ বলে ১২৫ রান। ৯টি চার এবং ৩টি ছয় দিয়ে তাঁর ইনিংস সাজানো ছিল।

উমরান মালিকের প্রশংসা আনরিখ নরকিয়ার! ছন্দে ফিরতে রাজকোটে কীসের সন্ধানে প্রোটিয়া পেসার?উমরান মালিকের প্রশংসা আনরিখ নরকিয়ার! ছন্দে ফিরতে রাজকোটে কীসের সন্ধানে প্রোটিয়া পেসার?

এর পর নেদারল্যান্ডসের বোলারের নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেন জস বাটলার। ৭০ বলে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৩৭ বলে তাঁর ক্যাচ ড্রপ করেছিলেন নেদারল্যান্ডসের আহমেদ মুসা। যতটা চার মেরেছেন তার ডবল ছয় মেরেছে এই বিধ্বংসী উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৭টি চার এবং ১৪টি ছয় দিয়ে গঠিত হয়েছে তাঁর ইনিংস। রানের বিস্ফোরণ ঘটিয়েছেন লিয়াম লিভিংস্টোনও। ২২ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন লিভিংস্টোন। ৬টি চার এবং ৬টি ছয় মারেন তিনি। রানের মহাসাগরেও একটিও রান পাননি ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। সিলারের প্রথম বলেই লেগ বিফোর উইকেট হয়ে তিনি প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগান।

নেদারল্যান্ডসের অধিনায়ক সিলার দু'টি উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন রোগান ভান বিক এবং শেন স্ন্যাটার।

English summary
World Record Made. England scored the highest run in the history of ODI cricket England vs Netherlands. Jos Buttler scored unbeaten 162 runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X