For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাশেজ ২০২১: ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা অব্যহত মেলবোর্নেও

Google Oneindia Bengali News

ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতার ধারা অব্যহত অ্যাশেজের তৃতীয় টেস্টেও। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে প্রথমে ব্যাটিং করে ১৮৫ রানে গুটিয়ে গেল ইংরেজ'দের ইনিংস। রবিবার ঘরের মাঠে টসে জিতে সফররত ইংল্যান্ড'কে প্রথমে ব্যাটিং করতে আহ্বান জানায় অস্ট্রেলিয়া।

সবুজ ঘাসের পিচে বাউন্সি উইকেটে প্যাট কামিন্স-মিচেল স্টার্ক'দের বিরুদ্ধে শুরু থেকেই বিপাকে পড়ে ইংল্যান্ড। ইংলিশ কন্ডিশনে বাউন্সি উইকেটে খেলে অভ্যস্ত হলেও স্টার্ক এবং কামিন্সের পেসের সামনে হাসিব হামিদ, জ্যাক ক্রলিদের দেখে মনে হচ্ছিল সাবকন্টিনেন্টের কোনও দল খেলছে।

জো রুট, জনি বেয়াস্ট্রো, বেন স্টোকস এবং শেষের দিকে ওলি রবিনসন ছাড়া কোনও ইংলিশ ব্যাটসম্যান এদিন যোগ্যতা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট এই ১৮৫ রানের ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ রানটি তোলেন। ৫০ রানের ইনিংস আসে রুটের ব্যাট থেকে। জনি বেয়াস্ট্রো'র ব্যাট থেকে আসে ৩৫ রান। বেন স্টোকস দীর্ঘক্ষণ ক্রিজে টিকে থাকলেও ২৫ রানের বেশি করতে পারেননি। লোয়ার অর্ডারে ওলি রবিনসন করেন ২২ রান।

রবিবার শুরুতেই নিজের উইকেট খুইয়ে দলকে চাপে ফেলে দেন হাসিব হামিদ। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। চলতি অ্যাশেজে তিন টেস্ট মিলিয়ে পাঁচ ইনিংস খেলা হয়ে গেলেও রানের দেখা নেই হাসিবের ব্যাটে। ১২ রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনিং-এ তাঁর অপর সঙ্গী জ্যাক ক্রলি। রান পাননি ছন্দে থাকা ডেভিড মালানও। ১৪ রান আসে এই বাম হাতি তারকার ব্যাট থেকে। রানের খরা অব্যহত রয়েছে উইকেটরক্ষক জস বাটলারেরও। বিধ্বংসী এই ক্রিকেটার'কে মাত্র তিন রানে থামিয়ে দিয়েছেন ন্যাথন লিয়ঁ।

অ্যাশেজ ২০২১: ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা অব্যহত মেলবোর্নেও

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। ইংল্যান্ডের টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যান হাসিব হামিদ (০), জ্যাক ক্রলি (১২) এবং ডেভিড মালান (১৪) তাঁরই শিকার। তিনটি উইকেট পেয়েছেন অভিজ্ঞ স্পিনার ন্যাথন লিয়ঁও। ১৪.১ ওভারে মাত্র ৩৬ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন লিয়ঁ। তাঁর শিকার জস বাটলার (৩), ওলি রবিনসন (২২) এবং জ্যাক লিচ (১৩)। দু'টি উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক। তাঁর ঝুলিতে রয়েছে জো রুট (৫০), জনি বেয়াস্ট্রো'র উইকেট। বাকি থাকা দু'টি উইকেট নিয়েছেন স্কট বোল্যান্ড এবং ক্যামেরুন গ্রিন।

ইংল্যান্ড'কে ১৮৫ রানে আটকে দিয়ে প্রথম ইনিংসে শুরুটা খারাপ করেনি অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের উইকেট হারালেও ক্রিজে রয়েছেন ফর্মে থাকা মার্কাস হ্যারিস (১৬*) এবং নাইট ওয়াচম্যান হিসেবে নামা ন্যাথান লিয়ঁ। ৩৮ রানে প্যাভিলিয়নে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। জেমস অ্যান্ডারসনের বলে জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিয়ে ডাগ আউটে ফিরেছেন তিনি।

English summary
Worst show of England batting continues in the third test of Ashes 2021 also at Melbourne Cricket Ground. England batting line up collapsed once again against Aussi bowling brigade lead by Pat Cummins. Australia Skipper took three wickets. Same number of wickets taken by Nathan Lyon also. Mitchell Starc took two wickets. Joe root scored highest 50 runs for England in this innings .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X