For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেন্নাই টেস্টে রাশ হাতে বিরাটদেরই, চার উইকেট হারিয়ে ধুঁকছে রুটের দল

Google Oneindia Bengali News

চেন্নাই টেস্টে ইংল্যান্ডের ব্যাটিংকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছেন ভারতীয় বোলাররা। তার ফলে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর চার উইকেটে ৩৯ রান। ভারতের চেয়ে পিছিয়ে ২৯০ রানে। এর আগে আজ ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩২৯ রানে।

চেন্নাই টেস্টে রাশ হাতে বিরাটদেরই

ইংল্যান্ড ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। প্রথম ওভারের তৃতীয় বলে ইশান্ত শর্মার শিকার ওপেনার ররি বার্নস। লেগ বিফোর হন তিনি। আম্পায়ার আউট দেওয়ার পর তিনি রিভিউ নিয়েছিলেন, যদিও লাভ হয়নি। স্কোরবোর্ডে দলের রান যোগ হওয়ার আগেই ফেরেন ইংল্যান্ডের এই ওপেনার। এরপর সিবলিকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। ব্যক্তিগত ১৬ রানে আউট হন ইংল্যান্ডের অপর ওপেনার। ১৬ রানের মধ্যে দুই উইকেট হারানোর পর তখন ব্যাট করতে নামা ফর্মে থাকা অধিনায়ক জো রুটের দিকে তাকিয়ে ছিল ইংল্যান্ড। যদিও সুইপ শট মারতে গিয়ে অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। রুটকে ৬ রানে আউট করে টেস্ট ক্রিকেট কেরিয়ারে প্রথম উইকেটটি তুলে নেন অক্ষর প্যাটেল, যাঁর অভিষেক হয়েছে এই টেস্টে। লাঞ্চের আগে শেষ বলে ড্যান লরেন্সকে ফিরিয়ে দেন অশ্বিন। লরেন্স করেন নয়। বেন স্টোকস ৮ রানে ক্রিজে আছেন। এই পিচে অশ্বিন সবচেয়ে বিপজ্জনক বলে মনে করেন সুনীল গাভাসকর। অশ্বিনের বোলিংয়ের প্রশংসা করে তিনি বলেন, এই সিরিজেই অশ্বিনের টেস্টে ৪০০ উইকেট হয়ে যাওয়া অসম্ভব নয়। ইংল্যান্ডের উপর চাপ তৈরি করে ম্যাচের রাশ এখন নিজেদের হাতে নিয়ে নিয়েছে বিরাট কোহলির দল।

এর আগে দ্বিতীয় দিনের খেলা শুরুর আধ ঘণ্টার সামান্য বেশি সময়ের মধ্যেই ২৯ রানের মধ্যে চার উইকেট হারায় ভারত। আজ, রবিবার ৬ উইকেটে ৩০০ রান নিয়ে প্রথম ইনিংসের খেলা শুরু করে বিরাট কোহলির দল। দলের রান যখন ৩০১, এক ওভারেই দুই বলের ব্যবধানে অক্ষর প্যাটেল ও ইশান্ত শর্মার উইকেট হারায় ভারত। মঈন আলির বলে ৫ রানে আউট হন অক্ষর, শূন্য রানে ফেরেন ইশান্ত। একদিকে ঋষভ পন্থ আগলে রাখলেও সমস্যা হয় উল্টো প্রান্তে ব্যাটিং ধস। এর মধ্যেই ভালো ফর্ম অব্যাহত রেখে আরেকটি অর্ধশতরান আসে পন্থের ব্যাট থেকে। তিনি দলের রান বাড়ানোর চেষ্টা করতে থাকলেও সঙ্গীর অভাবে সাড়ে তিনশোর কাছে পৌঁছে দিতে পারেননি ভারতকে। ম্যাচের ৯৬ তম ওভারে অলি স্টোন আবার দুই বলের ব্যবধানে ভারতের শেষ দুটি উইকেট তুলে নেন। কুলদীপ শূন্য ও মহম্মদ সিরাজ চার রানে ফেরেন। দুজনেই কট বিহাইন্ড হন। ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩২৯ রানে। আলি চারটি, স্টোন তিনটি, লিচ দুটি ও রুট একটি উইকেট দখল করেন। পন্থ অপরাজিত থাকেন ৫৮ রানে। সাতটি চার ও তিনটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। এদিন ফিল্ডিং করতে নামেননি চেতেশ্বর পূজারা। আঙুলের চোটের কারণে মাঠে নামেননি। ময়াঙ্ক আগরওয়াল তাঁর পরিবর্তে ফিল্ডিং করছেন।

English summary
Day-2 of India vs England Second Test in Chennai. Rishabh Pant scores an unbeaten half century. India all out for 329 runs. Indian bowlers are on the top as England lost four quick wickets before lunch.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X