For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডের জয়ের ঘোড়া ছুটছে অস্ট্রেলিয়ায়, এবার কিউয়ি বধ ২০ রানে

Array

Google Oneindia Bengali News

এই বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে ইংল্যান্ড। মূলত পাকিস্তানের মাটিতে তাঁদেরকে দুরন্ত লড়াই করে হারানো এবং এই বিশ্বকাপের ঠিক আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলে তাঁদের হারিয়ে দেওয়া অনেকটা শক্তি জুগিয়েছে। সেখান থেকেই শক্তি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এবার তারা কার্যত উড়িয়ে দিল এই বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ডকে। তারা কিউয়িদের হারাল ২০ রানে।

ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড

ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড

এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। বাটলার করেন ৭৯, অ্যালেক্স হেলস করেন ৫৯। দুই ওপেনার দুরন্ত শুরু করে। সেই ব্যাটে ভর করেই ১৭৯ রান করে ইংল্যান্ড। তবে আর কেউ রান পাননি। লিভিংস্টোন ছাড়া কেউ দুই অঙ্কের ঘরে যাননি। তাই বলা যেতে পারে ১৭৯তেই থেমে যায় তারা। না হলে তাঁদের আরও বড় স্কোর করা উচিৎ ছিল।

 ফ্লপ বোল্ট সাউদি জুটি

ফ্লপ বোল্ট সাউদি জুটি

এদিন ফ্লপ বোল্ট সাউদি জুটি। দুজনের আট ওভারে আসে ৮৩ রান। উইকেট মাত্র একটি। চার ওভারে ৪০ দেন বোল্ট, ৪৩ রান দিয়ে দেন সাউদি। ফারগুসনও খরচ করেন ৪৫ রান। তবে দুটি উইকেট নেন, স্যান্টনার ও সোধি ভালো বল করেন বলে রান আটকায়। দুজনের আট ওভারে আসে মাত্র ৪৮ রান। স্যান্টনার ২৫ ও সোধি ২৩ রান দিয়ে একটি করে উইকেট নেন।

 চাপে পড়ে যায় কিউইরা

চাপে পড়ে যায় কিউইরা

এই রান তারা করতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে যায় কিউইরা। কনওয়ে, এলেন ফ্লপ। ফেরেন যথাক্রমে ৩ ও ১৬ রানে। উইলিয়ামসন ধির গতির ৪০ বলে ৪০ রান করেন। যা কাজে দেয়নি। দুরন্ত গ্লেন ফিলিপ্স যিনি সেঞ্চুরি করেছিলেন তিনি ৩৬ বলে ৬২ রানের দুরন্ত ইনিংস খেললেও লাভ হয়নি। ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানে আটকে যায় তারা।

 বল হাতে

বল হাতে

বল হাতে ইংরেজ পেসার কুরান ও ওকস দুটি করে উইকেট নেন। কুরান মাত্র ২৬ রানেই নেন দুই উইকেট। এতেই আটকে যায় নিউজিল্যান্ড ।

এদিন পর পর দুই ম্যাচে হার হজমের পরে জয়ে ফিরল শ্রীলঙ্কা। তারা হারাল আফগানিস্তানকে। জয় এল ৬ উইকেটে। আগের দুই ম্যাচে দুরমুশ হয়েছিল শ্রীলঙ্কা। এই ম্যাচেও যে খুব ভালো খেলল তা নয়। ১৪৫ রান করতে তাঁদের ১৯ ওভার সময় লাগল। বাঁচোয়া ছিল একটা জায়গাতেই। যে তাঁদের হাতে ছিল উইকেট। তাতে ভর করেই নিশ্চিন্তে ম্যাচ যেতে সদ্য এশিয়া চ্যাম্পিয়নরা।

বৃষ্টির ভ্রুকুটি ভারত বাংলাদেশ ম্যাচে, রোহিতদের সেমির রাস্তা কি কঠিন করছে আবহাওয়া? জেনে নিন বৃষ্টির ভ্রুকুটি ভারত বাংলাদেশ ম্যাচে, রোহিতদের সেমির রাস্তা কি কঠিন করছে আবহাওয়া? জেনে নিন

English summary
england beats new zealand in t20 world cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X