For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Ashes 2021: বেয়ারস্ট্রো’র শতরানে লড়াইয়ে ফেরার স্বপ্ন দেখছে ইংল্যান্ড

Google Oneindia Bengali News

ঐতিহ্যের অ্যাশেজ আগেই হাতছাড়া হয়েছে। পর পর তিন ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে ইংল্যান্ডের। এখন তাদের একটাই লক্ষ্য হরানো সম্মান কিছুটা পুনরুদ্ধার করে হোয়াইটওয়াশ না হওয়া। যদিও সিডনিতে চতুর্থ টেস্টেও প্রথম দু'দিন ব্যাক ফুটে ছিল ইংল্যান্ড। অবশেষে তৃতীয় দিনের শেষে কিছুটা হলেও ভীত মজবুত করার চেষ্টা চালাচ্ছে ইংল্যান্ড। পিঙ্ক টেস্টে চোখ চোখ রেখে লড়াই চালানোর সাহাস দেখাচ্ছে ব্রিটিশ দল। চলতি অ্যাশেজে যা এই প্রথম।

Ashes 2021: বেয়ারস্ট্রো’র শতরানে লড়াইয়ে ফেরার স্বপ্ন দেখছে ইংল্যান্ড

অ্যাশেজে ইংল্যান্ড'কে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে জনি বেয়াস্ট্রো'র অপরাজিত ১০৩ রানের ইনিংস। প্রথম ইনিংসে ৪১৬/৮ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। অজি দলের রানকে সামনে রেখে দ্বিতীয় দিন বিনা উইকেটে প্যাভিলিয়নে ফিরলেও তৃতীয় দিনের শুরু থেকেই ধস নামে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে। একে একে প্যাভিলিয়নে ফেরেন জ্যাক ক্রলি, হাসিব হামিদ, ডেভিড মালান। অধিনায়ক জো রুট-ও প্রথম ইনিংসে ব্যর্থ। রানের খাতা না খুলেই ফিরে যান প্যাভিলিয়নে। একটা সময়ে ইংল্যান্ডেল স্কোর ছিল ৩৬/৪।

দলের এই শোচনীয় অবস্থা থেকে ইংল্যান্ড'কে ঘুরে দাঁড় করানোর দায়িত্ব নেন জনি বেয়ারস্ট্রো এবং বেন স্টোকস। ধুকতে থাকা ইংলিশ ব্যাটিং-কে দেখএ যখন মনে হচ্ছিল ১০০ বা ১২০ রানের মধ্যে গুটিয়ে যাবে তাদের ইনিংস, তখন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স বা স্কট বোল্যান্ড'দের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান জনি। ৮টি চার এবং তিনটি ছয়ের সৌজন্যে ১৪০ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটসম্যান। কোনও বোলারকেই এ দিন রেয়াত করেননি তিনি। এটি জনি'র সপ্তম টেস্ট শতরান। শুধু একা বেয়ারস্ট্রো নন, তাঁকে পুরোপুরি সহযোগীতা করেছেন বেন স্টোকস। লিয়ঁ'র বলে এলবিডব্লু হওয়ার আগে ৯১ বলে ৬৬ রানের ইনিংস খেলেন স্টোকস। নয়টি চার এবং একটি ছয় দিয়ে ইনিংস গড়েছিলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। যদিও ভাগ্যর সহযোগীতা পাওয়ায় ইনিংস এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন স্টোকস।

এমনিতে অনেক সময়ে দেখা গিয়েছে বল উইকেটে লাগলেও বেল না পড়ায় বেঁচে গিয়েছেন ব্যাটসম্যান। এ দিনও তেমনই এক ঘটনা ঘটেছে। কিন্তু অবাক করার মতো বিষয় হল এ দিন ১৪২ কিমি/ঘণ্টা বেগে ক্যামরুন গ্রিনের বল উইকেটে লাগলেও বেল পড়েনি। এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে যখন স্ট্রাইকে ছিলেন স্টোকস। পুরো ঘটনায় যেমন বিস্মিত গোটা ক্রিকেট বিশ্ব, ঠিক তেমনই বিস্মিত স্টোকস স্বয়ং। তিনিও রিপ্লে দেখে বিশ্বাস করতে পারছিলেন না যে ওই গতির বল উইকেটে লাগলেও বেল পড়েনি।

স্টোকসের উইকেট পতনের সঙ্গে ফের ম্যাচে ফিরে আসার চেষ্টা চালায় অস্ট্রেলিয়া। রানের খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন উইকেটরক্ষক জস বাটলার। বরং লোয়ার অর্ডারে মার্ক উড অনেক ভাল ব্যাটিং করেছেন। ৪১ বলে ৩৯ রান করেন উড। দিনের শেষে ইংল্যান্ডের রান ২৫৮/৭। অস্ট্রেলিয়ার থেকে এখনও ১৫৮ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার হয়ে এদিন দু'টি করে উইকেট নিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স এবং মেলবোর্ন টেস্টের নায়ক স্কট বোল্যান্ড। একটি করে উইকেট শিকার মিচেল স্টার্ক, ক্যামরুন গ্রিন এবং নাথান লিয়ঁ'র।

English summary
England looks to fight back in the Sydney test of ongoing ashes depending on the Jonny Bairstow’s century. After third day of Pink Test England’s score is 258/7. England is now trail by 158 runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X