For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন ব্রড-অ্যান্ডারসন, তবে কি সময় ফুরাল এই তারকার

ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন ব্রড-অ্যান্ডারসন, তবে কি সময় ফুরাল এই তারকার

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে বিধ্বস্ত হওয়ার ফলেতীব্র সমালোচনা হয়েছে ইংল্যান্ডের টেস্ট দলকে ঘিরে। অধিনায়ক হিসেবে জো রুটের কার্যকারীতা নিয়েও কম কাটছেঁড়া হয়নি। চাকরি খুইয়েছেন কোচ ক্রিস সিলভারউড। অ্যাশেজের পর লাল বলের ক্রিকেটে ইংল্যান্ড ফের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।

ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন ব্রড-অ্যান্ডারসন, তবে কি সময় ফুরাল এই তারকার

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য থ্রি লায়ন্সদের দলে যে একাধিক পরিবর্তন আসবে তা জানাই ছিল। তবে, জিমি অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডকে যে দলের বাইরে রাখা হবে তা হয়তো ভাবতে পারেননি কেউই। অ্যাশেজে গোটা দল যখন খারাপ খেলেছে তখনও ফর্মে ছিল তখনও ফর্মে ছিলেন অভিজ্ঞ এই দুই পেসার।

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য যে দল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে সেই দলে জায়গা হয়নি অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া আট ক্রিকেটারের। ব্রড এবং অ্যান্ডারসন ছাড়া বাকি যেই ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত দলে জায়গা পাননি তাঁরা হলেন, ডম বিস, স্যাম বিলিংস, ররি বার্নস, জস বার্টলার, হাসিব হামিদ এবং ডেভিড মালান।

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দলে সুযোগ না হলেও অ্যান্ডারসন এবং ব্রড'কে আশ্বস্ত করে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ডের অন্তবর্তী ডিরেক্টর অ্যান্ড্রু ট্রস বলেছে জানিয়েছে, ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবে এটাই রাস্তার শেষ নয়। অন্তবর্তী প্রধান কোচ পল কলিংউড এবং অধিনায়ক জো রুটের সঙ্গে দেখা করেন অ্যান্ড্রু স্ট্রস। সেখানেই বেছে নেওয়া হয় ১৬-সদস্যের এই স্কোয়াড।

অ্যান্ডারসন বা ব্রড কেউই অ্যাশেজের পাঁচ টেস্ট খেলেননি। দুই অভিজ্ঞ পেসারকে অদলবদল করে খেলাচ্ছিলেন রুট। তিন ম্যাচে ১৩ উইকেট পেয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। সম সংখ্যক টেস্টে অ্যান্ডারসন পেয়েছেন ৮ উইকেট। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই অ্যাশেজ সিরিজে লজ্জার হারের সাক্ষী থাকতে হয়েছে ইংল্যান্ডকে। অ্যাশেজে খারাপ পারফরম্যান্সের কারণে শুধু প্রধান কোচ ক্রিস সিলভারউডকেই নয়, ইসিবি ছেঁটে ফেলেছে ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলে গিলস এবং ব্যাটিং কোচ গ্রাহম থ্রপকেও।

স্কাই স্পোর্টসের খবর অনুযায়ী স্ট্রস বলেছেন, "স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসনের বিষয়ে আমি পরিষ্কার করে দিতে চাই যে ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবে এটাই রাস্তার শেষ নয় ওদের জন্য। আমাদের মনে হয়েছে তরুণ প্রতিভাবান বোলারদেরও সুযোগ দেওয়া প্রয়োজন এবং দলের অন্য অভিজ্ঞ ক্রিকেটারদের আরও দায়িত্ব দেওয়া হয়েছে। জেমস এবং স্টুয়ার্টের অভিজ্ঞতা এবং দক্ষতা ইংল্যান্ডের দলকে কতটা শক্তিশালী করে তোলে তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই।"

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত ইংল্যান্ড দল:

জো রুট, জনি বেয়ারস্ট্রো, জ্যাক ক্রলি, ম্যাথু ফিসার, বেন ফোকস, ডেন লরেন্স, জ্যাক লিচ, অ্যালেক্স লিস, সাকিব মাহমুদ, ক্রিগ ওভার্টন, ম্যাট পার্কিনস, ওলি পোপ, ওলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড

English summary
After disaster in Ashes england once again all set to test there skills in red ball games against West Indies. They will tour west indies to play 3 match test series. Eight players were dropped from the squad including James Anderson and Stuart Broad that travelled to Australia for the Ashes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X