For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআইয়ের সঙ্গে এক বছরের চুক্তিতে রাজি আইপিএলের নতুন টাইটেল স্পনসর

বিসিসিআইয়ের সঙ্গে এক বছরের চুক্তিতে রাজি আইপিএলের নতুন টাইটেল স্পনসর

  • |
Google Oneindia Bengali News

তিন নয়, আইপিএল টাইটেল স্পনসর হওয়ার ক্ষেত্রে বিসিসিআইয়ের সঙ্গে এক বছরের চুক্তিতে সই করতে রাজি হয়েছে ড্রিম ইলেভেন। এর অর্থ, অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের চুক্তি কেবল এ বছরের জন্যই বৈধ থাকবে। কারণ টুর্নামেন্টের আগামী ফর্ম্যাটে চিনা সংস্থা ভিভোকেই টাইটেল স্পনসর হিসেবে ফিরে পেতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এক বছরের চুক্তি

এক বছরের চুক্তি

কেবল এ বছরের আইপিএলে টাইটেল স্পনসরের দায়িত্ব পালন করবে ড্রিম ইলেভেন। তাদের প্রস্তাব খারিজ করে দিয়েছে বিসিসিআই। তা বলে আইপিএলের মতো টুর্নামেন্টের টাইটেল স্পনসর হওয়ার সুযোগ ছাড়তেও রাজি হয়নি অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থা। তাই তারা সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে। অর্থাৎ ড্রিম ইলেভেনের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি ২০২০ সালেই শেষ হবে।

কী চেয়েছিল ড্রিম ইলেভেন

কী চেয়েছিল ড্রিম ইলেভেন

অন্য সংস্থাগুলির থেকে বেশি দর হাঁকিয়ে এ বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপের দায়িত্ব পেয়েছে ড্রিম ইলেভেন। যদিও বিসিসিআইয়ের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করার পক্ষপাতি ছিল অনলাইন ফ্যান্টাসি গেমিং কোম্পানি। তারা সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের সঙ্গে অন্তত তিন বছরের চুক্তিতে সই করতে চেয়েছিল। কিন্তু তাদের এই প্রস্তাব খারিজ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

জয়ী ড্রিম ইলেভেন

জয়ী ড্রিম ইলেভেন

বাইজু, ইউএন অ্যাকাডেমিকে হারিয়ে ভিভোর পরিবর্তে চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসর হয়েছে ড্রিম ইলেভেন। ২২২ কোটি টাকা বিড করে বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের বড় দায়িত্ব পেয়েছে অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থা। ২০১ কোটি টাকা বিড করে লড়াইয়ে দ্বিতীয় হয়েছে বাইজু। ১৭০ কোটি টাকা বিড করেছে ইউএন অ্যাকাডেমি।

বিসিসিআইয়ের ক্ষতি

বিসিসিআইয়ের ক্ষতি

২০১৭ সালে পাঁচ বছরের হিসেবে ভিভোর সঙ্গে ২১৯৯ কোটি টাকার চুক্তি হয়েছিল বিসিসিআই। সেই নিরিখে প্রতি বছর আইপিএল বাবদ ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রায় ৪৪০ কোটি টাকা দেওয়ার কথা চিনা সংস্থার। সে তুলনায় ড্রিম ইলেভেনের সঙ্গে এক বছরের চুক্তিতে ২০০ কোটিরও বেশি টাকা ক্ষতি হচ্ছে বিসিসিআইয়ের।

 আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরার কী চিনা সংস্থা? সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?</a><a href=" title=" আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরার কী চিনা সংস্থা? সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?" /> আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরার কী চিনা সংস্থা? সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?

English summary
Dream11 agrees to sign one year deal with BCCI for title sponsorship of IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X