For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা বন্ধ করুন, ও একটা আস্ত শূন্য, বড় মন্তব্য পাকিস্তানের প্রাক্তন তারকার

বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা বন্ধ করুন, ও একটা আস্ত শূন্য, বড় মন্তব্য পাকিস্তানের প্রাক্তন তারকার

Google Oneindia Bengali News

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং পুরো দলের সমালোচনায় মুখর হলেন পাক ক্রিকেটের কিংবদন্তি স্পিনার দানিশ কানেরিয়া। সমগ্র দলের পাশাপাশি পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের তীব্র সমালোচনা করলেন তিনি।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ পাকিস্তান:

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ পাকিস্তান:

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। বেন স্টোকস অ্যান্ড কোম্পানির তৈরি করা নিজস্ব ধারার ক্রিকেটের সামনে টিকটে পারেনি পাকিস্তান। ইংল্যান্ডই প্রথম দল যারা পাকিস্তানকে তাদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে।

বিরাটের সঙ্গে বাবরের তুলনা চলে না:

বিরাটের সঙ্গে বাবরের তুলনা চলে না:

যে ভাবে নিজেদের ঘরের মাঠে টেস্ট সিরিজে পারফর্ম করেছে পাকিস্তান তাতে বিরাট সমালোচনার সম্মুখীন হতে হয়েছে পাকিস্তান ক্রিকেট টিমকে, এমকী তাদের অধিনায়ক বাবর আজমও এই সমালোচনার হাত থেকে নিস্তার পাননি। পাকিস্তান ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা স্পিনার দানিশ কানেরিয়া জানিয়েছেন, কোনও ভাবেই বিরাট কোহলির সঙ্গে তুলনা চলে না বাবর আজমের এবং সেটা না করাই উচিৎ।

রোহিত-বিরাটের সঙ্গে তুলনা করার মতো ক্রিকেটার নেই পাকিস্তানের:

রোহিত-বিরাটের সঙ্গে তুলনা করার মতো ক্রিকেটার নেই পাকিস্তানের:

নিজের ইউটিউব চ্যানেলে দানেশ কানেরিয়া বলেছেন, "বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা করাটা মানুষের বন্ধ করা উচিৎ। বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো ক্রিকেটাররা অনেক বড় মাপের খেলোয়াড়। পাকিস্তানের দলে এমন কোনও ক্রিকেটার নেই যার সঙ্গে ওদের তুলনা চলতে পারে। আপনি যদি ওদের কথা বলতে বলেন, তা হলে ওরা রাজা, যখন ওদের পারফর্ম করতে বলবেন তখন ওরা, তখন ওরা শূন্য।" এই ভিডিও-তে বাবর আজমকে 'বিগ জিরো' বলে অভিহীত করেছেন দানিশ। পাশাপাশি তিনি এ-ও উল্লেখ করেছেন, বেন স্টোকস এবং ব্রেন্ডন ম্যাকালামের থেকে কিছু নিশ্চয়ই শিখেছেন বাবর আজম।

স্টোকস-ম্যাকালামের কাছে অধিনায়কত্ব শেখা উচিৎ:

স্টোকস-ম্যাকালামের কাছে অধিনায়কত্ব শেখা উচিৎ:

বাবরের সমালোচনা করে তিনি এ-ও বলেছেন, "আস্ত শূন্য একটা অধিনায়ক বাবর আজম। দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্যই নয় ও, বিশেষ করে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে। এই সিরিজে বেন স্টোকস এবং ব্রেন্ডন ম্যাকালামের থেকে অধিনায়কত্ব শেখার ভাল সুযোগ পেয়েছিল ও। আর নয়তো নিজের ইগোকে দূরে সরিয়ে সরফরাজ আহমেদকে জিজ্ঞাসা করতে পারত কী ভাবে অধিনায়কত্ব করতে হয়।" পাশাপাশি দানিশ কানেরিয়া এ-ও জানিয়েছেন, বাবর আজমের এই ফরম্যাটে খেলাই আর উচিৎ নয়।

IPL 2023 Auction: আইপিএল নিলামে মুম্বই ইন্ডিয়ান্সের স্ট্র্যাটেজি কী? ১৩ ক্রিকেটার ছেড়ে কোন খামতি মেটানোয় জোর?IPL 2023 Auction: আইপিএল নিলামে মুম্বই ইন্ডিয়ান্সের স্ট্র্যাটেজি কী? ১৩ ক্রিকেটার ছেড়ে কোন খামতি মেটানোয় জোর?

English summary
Don't Compare Virat Kohli with Babar Azam said Pakistan Great
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X