For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IND vs SA: তোলপাড় সোশ্যাল মিডিয়া জোহানেসবার্গে বিরাট কোহলি’র না খেলার খবর আগে থেকেই জানত আরসিবি!

Google Oneindia Bengali News

পিঠের চোটের কারণে জোহানেসবার্গ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর পরিবর্তে ডিন এলগারের সঙ্গে টস করতে কালো ব্লেজার গায়ে চাপিয়ে হাজির হন লোকেশ রাহুল (Lokesh Rahul)। তার কয়েক মিনিট আগেই জানা যায় পিঠের চোটের কারণে এই টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন বিরাটের ডেপুটি।

IND vs SA: তোলপাড় সোশ্যাল মিডিয়া জোহানেসবার্গে বিরাট কোহলি’র না খেলার খবর আগে থেকেই জানত আরসিবি!

এই পুরো ঘটনার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। কিন্তু দল নির্বাচনের আগে বিরাটের আইপিএল ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) একটি টুইটকে ঘিরে আলোড়ন তৈরি হয়েছে নেটাগরিকদের মধ্যে। আরসিবি'র যে টুইট'কে ঘিরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম তাতে দল ঘোষণার বহু আগে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির পরিবর্তে জোহানাসবার্গ টেস্ট অধিনায়কত্ব করতে নামা লোকেশ রাহুলের ছবি দেওয়া হয়। এর পরই প্রশ্ন ওঠে যে, জোহানেসবার্গে বিরাট যে খেলবে না, তা কি অনেক আগেই জানতে পরেছিল তার ফ্রাঞ্চাইজি?

ভারতীয় সময় দুপুর একটায় জানা যায় কোহলি পুরনো পিঠের ব্যাথার কারণে খেলবেন এই টেস্টে। ধারাভাষ্যকারদের মুখেই শোনা যায় বিরাটের পরিবর্তে টসে আসবেন লোকেশ রাহুল। টসের পর বিরাটের চোট প্রসঙ্গে জানিয়েছিলেন রাহুল। বিসিসিআই-এর তরফ থেকে তখনও সরকারী কোনও মেল আসেনি। কিন্তু দুপুর ১২'টা নাগাদ আরসিবি'র করা টুইটে ভেসে উঠেছিল লোকেশ রাহুলের ছবি।

ম্যাচ ডে-এর একটি টুইট করে লোকেশ রাহুলের ছবি দিয়ে আরসিবি'র তরফ থেকে লেখা হয়েছিল, "ভারতের সামনে সিরিজ জয়ের সুযোগ থাকায় এখন সব নজর ওয়ান্ডেরার্সের দিকে। আজ ম্যাচ ডে।"

শুধু আরসিবি-ই নয়, এই একই রকম টুইট করেছে মহেন্দ্র সিং ধোনি'র চেন্নাই সুপার কিংস। তারাও আরও আগে বিরাটের ছবি ছাড়াই ম্যাচ ডে-এর টুইট করেন। সকাল সাড়ে ১০'টায় সিএসকে'র করা টুইটে বিরাটের পরিবর্তে ছিল লোকেশ রাহুলের ছবি। রাহুলের দুই পাশে ছবি ছিল মহম্মদ শামি এবং শার্দূল ঠাকুরের। এই তিন ক্রিকেটারের ছবি নিয়ে ম্যাচ ডে টুইট করে আইএসএল-এর এই ফ্রাঞ্চাইজি। এখানেও প্রশ্ন উঠেছে, এত আগে কী ভাবে একটা ফ্রাঞ্চাইজি দলের জানা সম্ভব কী হতে চলেছে ভারতের প্লেলিং ইলেভেন!

জোহানেসবার্গে না থাকলেও সিরিজের প্রথম টেস্টে বিরাট কোহলি'র নেতৃত্বে প্রোটিয়া বাহিনী'কে সেঞ্চুরিয়ানে পরাস্থ করেছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার গড় হিসেবে পরিচিত সেঞ্চুরিয়ানে ভারতীয় দল ১১৩ রানে জয় ছিনিয়ে নিয়েছিল। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। জো'বার্গে লোকেশ রাহুলের নেতৃত্বে ভারত জয় ছিনিয়ে আনতে পারলে প্রথমবারের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদেরই দেশে টেস্ট সিরিজ জিতবে টিম ইন্ডিয়া।

English summary
Before the declaration came from Team India about the unavailability of Virat Kohli, a tweet of match day having KL Rahul’s photo on it posted in social media by RCB. It raises questions on the integrity of internal news of the team. Many of the supporters have raised the question whether RCB knew earlier that Kohli will not take part in this test.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X