For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বর্তমানে ভারতীয় দলের বোঝা হয়ে উঠেছেন বিরাট কোহলি', মন্তব্য পাকিস্তানের প্রাক্তন বিধ্বংসী তারকার

Danish Kaneria said Virat Kohli has now become the liability of Team India.

Google Oneindia Bengali News

বিরাট কোহলি বর্তমানে ভারতীয় দলের বোঝা হয়ে উঠেছেন এমনটাই মনে করেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার দানেশ কানেরিয়া। তিনি মনে করেন বিরাটের পরিবর্তে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিৎ। পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে অন্যতম উজ্জ্বল নক্ষত্র মনে করেন পুরো আইপিএলেই কোহলির বিশ্রাম নেওয়া উচিৎ ছিল। বিশ্বের সেরা টি-২০ লিগে কোহলির ব্যর্থতার কথা তুলে রে এই কথা বলেছেন দানিশ কানেরিয়া।

বর্তমানে ভারতীয় দলের বোঝা হয়ে উঠেছেন বিরাট কোহলি, মন্তব্য পাকিস্তানের প্রাক্তন বিধ্বংসী তারকার

হয়তো এখনও বিশ্বের সেরা ক্রিকেটারের মম্যে পরিগণিত হয় বিরাট কোহলির নাম কিন্তু তাঁর সাম্প্রতিক ফর্ম অন্য কথাই বলে। দু'মাস আগে সমাপ্ত আইপিএল-এ তিন বার গোল্ডেন ডাকে আউট হয়েছেন কোহলি। গোটা মরসুমেই তাঁর ব্যাট থেকে প্রত্যাশিত ফল আসেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ টুর্নামেন্টে তিন ইনিংস মিলিয়ে ৩১ রান করেন বিরাট। প্রাক্তন ভারত অধিনায়কের এই পারফরম্যান্সে রীতিমতো হতাশ দানেশ। তিনি বলেছেন, "বড় মাথার আউট হওয়ার পরেও দল ভাল পারফর্ম করছে। তরুণরা নিজেদের কাজটা করছে। বড় প্লেয়ারদের বুঝতে হবে যে ওরা দলের বোঝা হয়ে উঠছে। বিরাট কোহলি এখন দলের বোঝা হয়ে উঠেছে। ফলে হয় ওকে ওর জাগয়া ছেড়ে দিতে হবে আর নতো টি-২০ বিশ্বকাপের আগে নিজেকে ফিরে আসতে হবে।"

তাঁর আরও সংযোজন, "কোথায় বিরাট কোহলি? ওর সঙ্গে হয়েছেটা কী? রান কোথায় হারিয়ে গিয়েছে? অনেকেই বলছেন যে ও দ্রুত রানের মধ্যে ফিরবেন কিন্তু আমি আইপিএল মরসুম শুরু থেকে বলে আসছি যে ওর উচিৎ শুরুর দিকেই আইপিএল থেকে সরে দাঁড়ানো। আইপিএল না খেলে ও চাইলেই বিশ্রাম নিতে পারতো। এখন ভারতের সময় হয়েছে টি-২০ বিশ্বকাপের জন্য দল গঠনের। যে দলই হোক তা ভারত কিংবা পাকিস্তান, এমনটা নয় যে বড় নামগুলো না খেললে ওরা জিততে পারবে না।"

কপিল দেব আগে জানিয়েছিলেন, টি-২০তে আর প্রয়োজনীয়তা নেই বিরাট কোহলির, ফর্মে থাকা ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ না দিতে পারলে তা ক্ষতিকারক হয়ে উঠবে।

যোগ্য ক্রিকেটাররা দুর্ভাগ্যবশত দলের বাইরে, টি২০ বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্টকে সতর্কবাণী বীরুরযোগ্য ক্রিকেটাররা দুর্ভাগ্যবশত দলের বাইরে, টি২০ বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্টকে সতর্কবাণী বীরুর

English summary
Danish Kaneria said Virat Kohli has now become the liability of Team India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X