For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা থাবায়, 'ঘরে থাকার চ্যালেঞ্জ' নিয়ে ক্রিস গেইল যখন সুপারহিরো!

করোনা থাবায়, 'ঘরে থাকার চ্যালেঞ্জ' নিয়ে ক্রিস গেইল যখন সুপারহিরো!

  • |
Google Oneindia Bengali News

করোনা থাবায় স্তব্ধ দুনিয়া। চিন থেকে ইউরোপ এখন করোনা ভাইরাসের এপিসেন্টারে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে বন্ধ হয়েছে একের পর ক্রীড়া প্রতিযোগিতা। যার ফলে ফুটবলার থেকে ক্রিকেটাররা এখন গৃহবন্দি। এই পরিস্থিতিতে নিজেদের কোয়ারেন্টাইনে রাখার চ্যালেঞ্জ নিচ্ছেন অনেকে।

গৃহবন্দি অবস্থায় নিজেকে কীভাবে তড়তাজা রাখবেন উপায় দিলেন গেইল

গৃহবন্দি অবস্থায় নিজেকে কীভাবে তড়তাজা রাখবেন উপায় দিলেন গেইল

যেমন ইউনিভার্স বস ক্রিস গেইল। করোনার কারণে ক্রিকেটে ফেরা সম্ভব নয়, অন্যদিকে করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পরে, সেজন্য সতর্কতা হিসেবে এখন জিমে যাওয়া নিরাপদ নয়। একেবারে গৃহবন্দি পরিস্থিতি। আন্তর্জাতিক দুনিয়ায় যার নাম দেওয়া হয়েছে লক ডাউন। এই পরিস্থিতে নিজেকে কীভাবে তড়তাজা রাখা যায় সেই উপায় বাতলে দিয়েছেন গেইল।

দেখুন গেইলের ভিডিও

দেখুন গেইলের ভিডিও

সোশ্যাল মিডিয়ায় পোস্টে গেইল একটি ভিডিও পোস্ট করেছেন। যে ভিডিওতে তিনি সুপার হিরোর মতো এক পোশাক পরে করোনা সংক্রমণ থেকে যেন বাঁচার লড়াই চালাচ্ছেন। ভিডিওতে মুখে মাস্ক পরে কালো রঙের এক আজব সুপার হিরোর পোশাক পরে বাড়িতেই ওয়ার্কআউট করতে শুরু করে দিয়েছেন গেইল। শরীর প্রতি যত্ন নিয়ে শারীরিক কসরত করলে নিজেকে ফিট রাখার পাশাপাশি করোনার করাল গ্রাস থেকেও দূরে থাকা সম্ভব বলে উল্লেখ করেছেন তিনি।

গেইলের প্রশংসায় নেটিজেনরা

গেইলের প্রশংসায় নেটিজেনরা

করোনা থেকে বাঁচতে গেইলের এই সচেতনার প্রশংসা করেছে নেটিজেন। সেই সঙ্গে মাস্ক পরে তার এই আজব বিচিত্র সুপার হিরো পোশাকের নতুন অবতার নেটদুনিয়ায় অবশ্য বেশ মন কেড়েছে।

নিজেকে সতর্ক রাখুন বার্তা রোহিত-বিরাট-সচিনদের

নিজেকে সতর্ক রাখুন বার্তা রোহিত-বিরাট-সচিনদের

উল্লেখ্য শুধু গেইলই নয়, ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা, শিখর ধাওয়ান,বিরাট কোহলি,প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকররা নিজেদের নিরাপদ রাখতে প্রতিদিন হাতে সাবান ঘষে করোনার থাবা থেকে বাঁচার উপদেশ দিয়েছেন। সেই সঙ্গে নিজেকে সামনের কয়েকটা দিন গৃহবন্দি করে রাখার পরামর্শ দিয়েছেন ক্রিকেটাররা।

English summary
Chris Gayle works out with Super hero suit for Stay at home Challege after Corona outbreak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X