For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়েস্ট ইন্ডিজের বিদায়ে কেন সুবিধা গেইলের? শেষ বিশ্বকাপ খেললেও অবসর নেবেন কোথায়?

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে গতবার-সহ দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ছিটকে গিয়েছে সুপার টুয়েলভ থেকেই। এমনকী আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা, নামিবিয়া, স্কটল্যান্ড ও অন্য চারটি কোয়ালিফায়ার থেকে উঠে আসা দলের সঙ্গে প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে হবে ক্যারিবিয়ানদের। তবে তাতে নিশ্চিতভাবেই থাকছেন না ক্রিস গেইল।

শেষ বিশ্বকাপ খেললেও গেইল অবসর নেবেন কোথায়?

গতকাল অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচে হারাতে পারলে আগামী টি ২০ বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভ খেলতে পারত ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই সুযোগ আর নেই। তবে গতকালের ম্যাচ চলাকালীন যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন ক্রিস গেইল। ডোয়েইন ব্র্যাভোর আন্তর্জাতিক ক্রিকেটের বিদায়ী ম্যাচ যে তাঁর শেষ বিশ্বকাপ ম্যাচও ছিল ম্যাচের পর আইসিসিকে দেওয়া সাক্ষাতকারে স্পষ্ট করেন ইউনিভার্স বস। তাঁকে ইতিমধ্যেই টি ২০ ক্রিকেটের ব্র্যাডম্যান বলা হচ্ছে। সানগ্লাস পরে ব্যাটিং করতে নেমে ৯ বলে ১৫ করে আউটের পর দর্শকদের দিকে ব্যাট তুলে মাঠ ছাড়া, মিচেল মার্শকে আউট করে জড়িয়ে ধরা, গার্ড অব অনার, ক্রীড়া সরঞ্জাম দর্শকদের মধ্যে বিলিয়ে দেওয়া, খেলার শেষে ব্র্যাভোর সঙ্গেই ক্যামেরায় অটোগ্রাফ দেওয়া- এ সবই গেইলের অবসর নিয়ে জল্পনা তুঙ্গে তুলেছিল। অনেকেই মনে করছিলেন, ম্যাচের শেষেই বুঝি অবসর ঘোষণা করবেন গেইল।

শেষ বিশ্বকাপ খেললেও গেইল অবসর নেবেন কোথায়?

সোশ্যাল মিডিয়ায় গেইলের অবসর-জল্পনা ট্রেন্ডিং হওয়ার পর সেই সম্ভাবনা ভিত্তিহীন বলে উড়িয়ে দেন ৪২ বছরের গেইল। তাঁর দাবি, মাঠে যা করেছেন তা শেষ বিশ্বকাপ ম্যাচ উপভোগ করতেই। গেইল বলেছেন, এবারের বিশ্বকাপ আমার কাছে ব্যক্তিগতভাবেও খুব হতাশাজনক। এটাই সম্ভবত আমার খেলা সবচেয়ে খারাপ বিশ্বকাপ। কিন্তু ক্রিকেটে এমন হয়েই থাকে। তবে খারাপ লাগছে এটা ভেবে আমার কেরিয়ারের শেষ লগ্নে এটা হল। তবে ওয়েস্ট ইন্ডিজে অনেক প্রতিভাবান ক্রিকেটার থাকায় উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী গেইল। তিনি আরও বলেন, আমরা জানতাম এটা ডিজে ব্র্যাভোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। তাই দর্শকদের কাছে গিয়ে কথাবার্তা বলে আমি মজার করছিলাম। এটা আমার কাছেও তো বিশ্বকাপের শেষ ম্যাচ!

শেষ বিশ্বকাপ খেললেও গেইল অবসর নেবেন কোথায়?

গেইল আইসিসিকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, অনেক কষ্ট, লড়াইয়ের মধ্যে দিয়ে এই জায়গায় এসেছি। আরও একটা বিশ্বকাপ খেলতে পারলে ভালো লাগতো। তবে সেই সুযোগ আর পাব না বলেও নিশ্চিত। আমি এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করিনি। তবে জামাইকায় নিজের মাঠে যদি শেষ ম্যাচ খেলার সুযোগ পাই তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে পারব। সুযোগের অপেক্ষায় থাকা গেইল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার জন্য কিছুটা সময় নিতে চান।

গেইল জানিয়েছেন, টি ২০ বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচের সময় থেকে আমার বাবা খুব অসুস্থ। তবে ৯১ বছর বয়সেও তিনি ব্যাটিং চালিয়ে যাচ্ছেন কিছু সমস্যা নিয়েই! তাই দ্রুত জামাইকা পৌঁছে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চাই। পর্দার পিছনে অনেক বিষয়কে ঢেকেই খেলোয়াড়দের পারফর্ম করতে হয়, ব্যক্তিগত জীবনে সমস্যার মোকাবিলা করেই। তবে এটাকে অজুহাত হিসেবে দেখাতে চাইছি না। এন্টারটেইনার হিসেবে সমর্থকদের এবারের বিশ্বকাপে আনন্দ দিতে না পারার কষ্টটাই হয়তো শেষ ম্যাচে গেইল ঢেকে রাখলেন চোখে সানগ্লাস রেখে!

English summary
Chris Gayle Confirms He Has Played Last World Cup Game But Wants To Play Farewell Match In Jamaica. His Father Has Been Ill And Gayle Will Return Back Home To Check On Him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X